মুহাম্মাদ ইমরান মুস্তফা

পবিত্র ও মহিমান্বিত মাস রমজান। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে শিগগিরই আমাদের কাছে হাজির হচ্ছে ফজিলতপূর্ণ এই মাসটি। রমজান মুমিনের জীবনের সবচেয়ে কল্যাণকর মাস। মহানবী (সা.) এরশাদ করেন, ‘মুমিনদের জীবনে রমজানের চেয়ে অধিক কল্যাণকর কোনো মাস অতিবাহিত হয় না এবং মুনাফিকদের জীবনে রমজানের চেয়ে অধিক অনিষ্টকর কোনো মাস অতিবাহিত হয় না।’ (মুসনাদে আহমাদ, হাদিস: ৮৮৭০)
মাহে রমজান আমাদের প্রতি আল্লাহ তাআলার বিশেষ দয়া ও রহমত। তাই এ মাসের আগমনে আমাদের খুশি হওয়া চাই। কারণ আল্লাহর নেয়ামত এলে খুশি হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা মুমিনের একান্ত কর্তব্য। যেমন আল্লাহ তাআলা বলেন, ‘বলে দিন, তা আল্লাহর অনুগ্রহ ও করুণায় এসেছে; সুতরাং এ নিয়ে তাদের আনন্দিত হওয়া উচিত। সেটি তাদের সঞ্চয় অপেক্ষা অধিক উত্তম।’ (সুরা ইউনুস, আয়াত: ৫৮)
সচেতন মুসলিম মাত্রই মহিমান্বিত মাস রমজানের আগমনে আনন্দিত হয়। রমজানকে যথাযথভাবে কাজে লাগাতে নতুন প্রাণে জেগে ওঠে। যেমন আপনার কোনো প্রিয় মানুষ ও হিতাকাঙ্ক্ষী ব্যক্তি দীর্ঘ এগারো মাস আপনার থেকে দূরে থাকার পর ফিরে এলে নিশ্চয়ই আপনার আনন্দের সীমা থাকবে না, তেমনি রমজান এলে মুমিনের আনন্দের সীমা থাকে না। কীভাবে রমজানকে কাজে লাগাবে এবং সময়গুলোকে অধিকতর ফলপ্রসূ করে তুলবে, তা নিয়ে তার চিন্তার অন্ত থাকে না। সিয়াম সাধনা, দান-সদকা, তারাবিহ, কোরআন তিলাওয়াত ইত্যাদি মর্যাদাপূর্ণ ইবাদতের জন্য সে নিজেকে প্রস্তুত করে তোলে এবং পরকালে সাফল্য লাভের পথ সুগম করে তোলে।
রমজানের মাহাত্ম্য ও তাৎপর্য বোঝাতে আবু বকর ওয়াররাক বালখি (রহ.) বলেন, ‘রজব বীজ বপনের মাস, শাবান পানি সিঞ্চনের মাস এবং রমজান ফসল ঘরে তোলার মাস।’ অন্যভাবে উপমায়িত করে তিনি বলেন, ‘রজবে বাতাস প্রবাহিত হয়, শাবানে আকাশে মেঘ জমে আর রমজানে বৃষ্টি নামে।’ ইবনে রজব হাম্বলি (রহ.) আরেকটি উদাহরণ উদ্ধৃত করে বলেন, ‘পুরো বছর একটি বৃক্ষের মতো, রজবে সে বৃক্ষে পাতা বের হয়, শাবানে শাখা গজায় আর রমজানে ফল দেয়।’
মুহাম্মাদ ইমরান মুস্তফা,শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

পবিত্র ও মহিমান্বিত মাস রমজান। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে শিগগিরই আমাদের কাছে হাজির হচ্ছে ফজিলতপূর্ণ এই মাসটি। রমজান মুমিনের জীবনের সবচেয়ে কল্যাণকর মাস। মহানবী (সা.) এরশাদ করেন, ‘মুমিনদের জীবনে রমজানের চেয়ে অধিক কল্যাণকর কোনো মাস অতিবাহিত হয় না এবং মুনাফিকদের জীবনে রমজানের চেয়ে অধিক অনিষ্টকর কোনো মাস অতিবাহিত হয় না।’ (মুসনাদে আহমাদ, হাদিস: ৮৮৭০)
মাহে রমজান আমাদের প্রতি আল্লাহ তাআলার বিশেষ দয়া ও রহমত। তাই এ মাসের আগমনে আমাদের খুশি হওয়া চাই। কারণ আল্লাহর নেয়ামত এলে খুশি হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা মুমিনের একান্ত কর্তব্য। যেমন আল্লাহ তাআলা বলেন, ‘বলে দিন, তা আল্লাহর অনুগ্রহ ও করুণায় এসেছে; সুতরাং এ নিয়ে তাদের আনন্দিত হওয়া উচিত। সেটি তাদের সঞ্চয় অপেক্ষা অধিক উত্তম।’ (সুরা ইউনুস, আয়াত: ৫৮)
সচেতন মুসলিম মাত্রই মহিমান্বিত মাস রমজানের আগমনে আনন্দিত হয়। রমজানকে যথাযথভাবে কাজে লাগাতে নতুন প্রাণে জেগে ওঠে। যেমন আপনার কোনো প্রিয় মানুষ ও হিতাকাঙ্ক্ষী ব্যক্তি দীর্ঘ এগারো মাস আপনার থেকে দূরে থাকার পর ফিরে এলে নিশ্চয়ই আপনার আনন্দের সীমা থাকবে না, তেমনি রমজান এলে মুমিনের আনন্দের সীমা থাকে না। কীভাবে রমজানকে কাজে লাগাবে এবং সময়গুলোকে অধিকতর ফলপ্রসূ করে তুলবে, তা নিয়ে তার চিন্তার অন্ত থাকে না। সিয়াম সাধনা, দান-সদকা, তারাবিহ, কোরআন তিলাওয়াত ইত্যাদি মর্যাদাপূর্ণ ইবাদতের জন্য সে নিজেকে প্রস্তুত করে তোলে এবং পরকালে সাফল্য লাভের পথ সুগম করে তোলে।
রমজানের মাহাত্ম্য ও তাৎপর্য বোঝাতে আবু বকর ওয়াররাক বালখি (রহ.) বলেন, ‘রজব বীজ বপনের মাস, শাবান পানি সিঞ্চনের মাস এবং রমজান ফসল ঘরে তোলার মাস।’ অন্যভাবে উপমায়িত করে তিনি বলেন, ‘রজবে বাতাস প্রবাহিত হয়, শাবানে আকাশে মেঘ জমে আর রমজানে বৃষ্টি নামে।’ ইবনে রজব হাম্বলি (রহ.) আরেকটি উদাহরণ উদ্ধৃত করে বলেন, ‘পুরো বছর একটি বৃক্ষের মতো, রজবে সে বৃক্ষে পাতা বের হয়, শাবানে শাখা গজায় আর রমজানে ফল দেয়।’
মুহাম্মাদ ইমরান মুস্তফা,শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫