Ajker Patrika

১০ বছরের পলাতক আসামি গ্রেপ্তার

গফরগাঁও প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০৯: ৪৯
১০ বছরের পলাতক আসামি গ্রেপ্তার

গফরগাঁওয়ে দীর্ঘ ১০ বছর ধরে পলাতক ছিলেন একাধিক হত্যা ও ডাকাতি মামলার দুই আসামি। কিন্তু তাতেও নিজেদের শেষ রক্ষা করতে পারেননি। গতকাল সোমবার ভোরে পাগলা থানা-পুলিশ গাজীপুর থেকে তাঁদের গ্রেপ্তার করে। এ ছাড়া অপর মামলার এক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, আত্মগোপনে থাকা আসামিদের ধরতে গত রোববার রাতে পাগলা থানা-পুলিশের একটি বিশেষ দল গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। পরে সোমবার ভোরে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন একাধিক হত্যা মামলার আসামি গফরগাঁওয়ের পাগলা থানার বেলদিয়া গ্রামের ফিরোজ ঢালী (৪২), একই গ্রামের ডাকাতি মামলার আসামি ফজলু ঢালী (৪৫) ও মারামারি মামলার আসামি পাল্টিপাড়া গ্রামের সোহাগ মিয়া (৪৩)।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান জানান, পুলিশের বিশেষ অভিযানে গাজিপুর থেকে গ্রেপ্তার হওয়া ফিরোজ ২০১১ সালের দুটি হত্যা মামলার আসামি। আর ফজলু ডাকাতি মামলার পলাতক আসামি।

এ ছাড়া ফৌজদারি মামলার এক আসামি গ্রেপ্তার হয়েছেন। দীর্ঘ প্রায় ১০ বছর পলাতক থাকার পর তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে জানিয়ে ওসি বলেন, আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত