ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে তেলের দাম কিছুটা কমলেও অস্থির বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে প্রতিনিয়ত। বেড়েছে সবজির দামও। সপ্তাহের ব্যবধানে ১০ টাকা কমেছে খোলা সয়াবিন তেলের দাম। গতকাল সোমবার সকালে নগরীর মেছুয়া বাজার ঘুরে এসব তথ্য পাওয়া যায়।
মেছুয়া বাজারের সবজি বিক্রেতা সোহেল মিয়া বলেন, বাজারে শজনে, পটোল, ঢ্যাঁড়স, লাউ, কুমড়ার সরবরাহ খুব কম। তাই এসব সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। সরবরাহ বাড়লে দাম কমে আসবে।
এ বিক্রেতা বলেন, শজনে ৩২০ টাকা কেজি, করলা ৬০, ফুলকপি ৪০ পিস, কাঁচা মরিচ ৮০, বেগুন ৪০ থেকে ৫০, শিম ৩০, কাঁচা কলা ২৫, পেঁয়াজপাতা ২০, গাজর ২৫, মুখিকচু ৪০, মটরশুঁটি ৬০, টমেটো ৪০, ঢ্যাঁড়স ১২০, শিমের বিচি ৮০, শসা ৩০, লতা ১২০, লাউ ৭০ টাকা পিস, পেঁপে ৩০, মিষ্টি কুমড়া ৪০ টাকা কেজি, ক্ষীরা ৪০, পটোল ১২০, ধুন্ধল ৫০, ডাঁটা ৩০ টাকা হালি, কচু ৬০, লেবু ৩০, কুমড়া ৭০, বরবটি ১২০, চিচিঙ্গা ৫০, বিটরোট ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
বাজারের এক বিক্রেতা কাঞ্চন পাল বলেন, সরকার মাত্র শুল্ক মওকুফ করার ঘোষণা দিয়েছে। কাগজ-কলমে এখনো কার্যকর হয়নি। কার্যকর তখনই হবে যখন আগের দামে কেনা মজুত করা তেল বিক্রি করা শেষ হবে। এরপর থেকেই তেল কম দামে বিক্রি করা সম্ভব। তিনি আরও বলেন, গত সপ্তাহে খোলা সয়াবিন ১৮২ টাকা ছিল। এই সপ্তাহে ১৭২ টাকা কেজি বিক্রি হচ্ছে। পামওয়েল ১৫৩, কোয়ালিটি ১৬২ থেকে ৬৪ টাকা ও নারিকেল তেল ৬০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
মেছুয়া বাজারের মাছ মহালের মাছ বিক্রেতা হোসেন আলী বলেন, বাজারে মাছ সরবরাহ কমেছে। তাই সব ধরনের মাছের দাম কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেড়েছে। বাজারে শিং ৪০০, মাগুর ৫০০, গুলশা ৬০০, মলা মাছ ৩৫০, টাকি মাছ ২৫০, সিলভার ২৫০, কাতল ৩০০, রুই মাছ ২৮০, বাউশ ৩০০, পাঙাশ ১৪০, কই মাছ ২২০, পাবদা ৪০০G

ময়মনসিংহে তেলের দাম কিছুটা কমলেও অস্থির বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে প্রতিনিয়ত। বেড়েছে সবজির দামও। সপ্তাহের ব্যবধানে ১০ টাকা কমেছে খোলা সয়াবিন তেলের দাম। গতকাল সোমবার সকালে নগরীর মেছুয়া বাজার ঘুরে এসব তথ্য পাওয়া যায়।
মেছুয়া বাজারের সবজি বিক্রেতা সোহেল মিয়া বলেন, বাজারে শজনে, পটোল, ঢ্যাঁড়স, লাউ, কুমড়ার সরবরাহ খুব কম। তাই এসব সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। সরবরাহ বাড়লে দাম কমে আসবে।
এ বিক্রেতা বলেন, শজনে ৩২০ টাকা কেজি, করলা ৬০, ফুলকপি ৪০ পিস, কাঁচা মরিচ ৮০, বেগুন ৪০ থেকে ৫০, শিম ৩০, কাঁচা কলা ২৫, পেঁয়াজপাতা ২০, গাজর ২৫, মুখিকচু ৪০, মটরশুঁটি ৬০, টমেটো ৪০, ঢ্যাঁড়স ১২০, শিমের বিচি ৮০, শসা ৩০, লতা ১২০, লাউ ৭০ টাকা পিস, পেঁপে ৩০, মিষ্টি কুমড়া ৪০ টাকা কেজি, ক্ষীরা ৪০, পটোল ১২০, ধুন্ধল ৫০, ডাঁটা ৩০ টাকা হালি, কচু ৬০, লেবু ৩০, কুমড়া ৭০, বরবটি ১২০, চিচিঙ্গা ৫০, বিটরোট ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
বাজারের এক বিক্রেতা কাঞ্চন পাল বলেন, সরকার মাত্র শুল্ক মওকুফ করার ঘোষণা দিয়েছে। কাগজ-কলমে এখনো কার্যকর হয়নি। কার্যকর তখনই হবে যখন আগের দামে কেনা মজুত করা তেল বিক্রি করা শেষ হবে। এরপর থেকেই তেল কম দামে বিক্রি করা সম্ভব। তিনি আরও বলেন, গত সপ্তাহে খোলা সয়াবিন ১৮২ টাকা ছিল। এই সপ্তাহে ১৭২ টাকা কেজি বিক্রি হচ্ছে। পামওয়েল ১৫৩, কোয়ালিটি ১৬২ থেকে ৬৪ টাকা ও নারিকেল তেল ৬০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
মেছুয়া বাজারের মাছ মহালের মাছ বিক্রেতা হোসেন আলী বলেন, বাজারে মাছ সরবরাহ কমেছে। তাই সব ধরনের মাছের দাম কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেড়েছে। বাজারে শিং ৪০০, মাগুর ৫০০, গুলশা ৬০০, মলা মাছ ৩৫০, টাকি মাছ ২৫০, সিলভার ২৫০, কাতল ৩০০, রুই মাছ ২৮০, বাউশ ৩০০, পাঙাশ ১৪০, কই মাছ ২২০, পাবদা ৪০০G

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫