গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে চলছে পুকুর খননের ধুম। উর্বর তিন ফসলি কৃষিজমি কেটে তৈরি করা হয়েছে মাছ চাষের পুকুর। এতে কমছে ফসলি জমির পরিমাণ। যত্রতত্র পুকুর খননের ফলে ফসলের মাঠে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ফসলি জমিতে খনন চললেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
জাতীয় ভূমি ব্যবহার নীতিমালার তথ্যমতে, কৃষিজমি যতটুকু সম্ভব কৃষিকাজে ব্যবহার করতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জমির প্রকৃতগত কোনো পরিবর্তন করা যাবে না। বিদ্যমান জলাশয় উন্মুক্ত রাখতে হবে এবং তা ভরাট করা যাবে না।
তবে এ আইন থাকলেও তাঁর তোয়াক্কা না করে উপজেলাজুড়ে পুকুর খনন চলছে। উপজেলার বিয়াঘাট ইউনিয়নের জ্ঞানদানগর স্লুইসগেট এলাকার হাড়িভাঙ্গা মাঠে পুকুর খনন করছেন রবিউল করিম রবি। এ ছাড়া উপজেলার নাজিরপুর ইউনিয়নের শ্যামপুরে, বিয়াঘাট ইউনিয়নের শিয়ানপাড়ায়, মশিন্দা ইউনিয়নের সাহাপুর-চরপিপলা সেতুর পাশে ফসলি জমিতে পুকুর খনন করা হচ্ছে।
পুকুর খননকারী রবিউল করিম বলেন, তিনিসহ অনেকেই প্রশাসনের অনুমতি নিয়েই পুকুর খনন করছেন। তবে তাঁরা কেউই কোনো লিখিত অনুমতিপত্র দেখাতে পারেননি।
নাটোর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্যমতে, বিগত চার বছরে জেলায় আবাদি জমি কমেছে সাড়ে ছয় হাজার হেক্টর। তিন ফসলি ও চার ফসলি এসব আবাদি জমি আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে কৃষি বিভাগ।
গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশীদ বলেন, পুকুর খনন বন্ধে তিনি কৃষকদের নিরুৎসাহিত করছেন। গত পাঁচ বছরে গুরুদাসপুরে পুকুর খননের কারণে কৃষিজমি কমেছে ২২০ হেক্টর। তবে উচ্চফলনশীল জাতের বিভিন্ন ফসল উৎপাদনের কারণে খাদ্য ঘাটতি রোধ করা সম্ভব হচ্ছে।
গুরুদাসপুর সহকারী কমিশনার (ভূমি) আবু রাশেল বলেন, পুকুর খননে কোনো অনুমতি দেওয়া হয়নি। যাঁরা পুকুর খনন করছেন, তাঁরা অবৈধভাবে করছেন।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন বলেন, পুকুর খনন রোধে অভিযান অব্যাহত রয়েছে। তবে ব্যক্তিসচেতনতা ছাড়া পুকুর খনন বন্ধ করা সম্ভব নয়।

নাটোরের গুরুদাসপুরে চলছে পুকুর খননের ধুম। উর্বর তিন ফসলি কৃষিজমি কেটে তৈরি করা হয়েছে মাছ চাষের পুকুর। এতে কমছে ফসলি জমির পরিমাণ। যত্রতত্র পুকুর খননের ফলে ফসলের মাঠে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ফসলি জমিতে খনন চললেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
জাতীয় ভূমি ব্যবহার নীতিমালার তথ্যমতে, কৃষিজমি যতটুকু সম্ভব কৃষিকাজে ব্যবহার করতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জমির প্রকৃতগত কোনো পরিবর্তন করা যাবে না। বিদ্যমান জলাশয় উন্মুক্ত রাখতে হবে এবং তা ভরাট করা যাবে না।
তবে এ আইন থাকলেও তাঁর তোয়াক্কা না করে উপজেলাজুড়ে পুকুর খনন চলছে। উপজেলার বিয়াঘাট ইউনিয়নের জ্ঞানদানগর স্লুইসগেট এলাকার হাড়িভাঙ্গা মাঠে পুকুর খনন করছেন রবিউল করিম রবি। এ ছাড়া উপজেলার নাজিরপুর ইউনিয়নের শ্যামপুরে, বিয়াঘাট ইউনিয়নের শিয়ানপাড়ায়, মশিন্দা ইউনিয়নের সাহাপুর-চরপিপলা সেতুর পাশে ফসলি জমিতে পুকুর খনন করা হচ্ছে।
পুকুর খননকারী রবিউল করিম বলেন, তিনিসহ অনেকেই প্রশাসনের অনুমতি নিয়েই পুকুর খনন করছেন। তবে তাঁরা কেউই কোনো লিখিত অনুমতিপত্র দেখাতে পারেননি।
নাটোর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্যমতে, বিগত চার বছরে জেলায় আবাদি জমি কমেছে সাড়ে ছয় হাজার হেক্টর। তিন ফসলি ও চার ফসলি এসব আবাদি জমি আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে কৃষি বিভাগ।
গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশীদ বলেন, পুকুর খনন বন্ধে তিনি কৃষকদের নিরুৎসাহিত করছেন। গত পাঁচ বছরে গুরুদাসপুরে পুকুর খননের কারণে কৃষিজমি কমেছে ২২০ হেক্টর। তবে উচ্চফলনশীল জাতের বিভিন্ন ফসল উৎপাদনের কারণে খাদ্য ঘাটতি রোধ করা সম্ভব হচ্ছে।
গুরুদাসপুর সহকারী কমিশনার (ভূমি) আবু রাশেল বলেন, পুকুর খননে কোনো অনুমতি দেওয়া হয়নি। যাঁরা পুকুর খনন করছেন, তাঁরা অবৈধভাবে করছেন।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন বলেন, পুকুর খনন রোধে অভিযান অব্যাহত রয়েছে। তবে ব্যক্তিসচেতনতা ছাড়া পুকুর খনন বন্ধ করা সম্ভব নয়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫