Ajker Patrika

৫ হাজার রোগী পেল বিনা খরচে চিকিৎসা

টঙ্গিবাড়ি (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৩: ২৯
৫ হাজার রোগী পেল বিনা খরচে চিকিৎসা

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার কামারখারা ইউনিয়নে বিনা খরচে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল শনিবার উপজেলার বেশনাল দেলোয়ার হোসেন ডাক্তারের বাড়িতে দিনব্যাপী প্রায় পাঁচ হাজার রোগীকে বিনা খরচে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে। ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে নাক-কান ও গলা, মেডিসিন, দাঁত ও চোখের রোগীদের এ সেবা দেওয়া হয়।

এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও স্বাধীনতা চিকিৎসা পরিষদ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন টঙ্গিবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান কবির হালদার, দিঘিরপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়ালিউল্লাহ খাঁন, কামারখারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন হালদার, ইউনাইটেড ক্লিনিক অ্যান্ড প্যাথলজির ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাপেক্স ক্লাব অব বিক্রমপুর সভাপতি মো. সাইফুর রহমান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জানে আলম প্রিন্স, ডা. আসাদুজ্জামান লিটন, ডা. জাহাঙ্গীর আলম, ডা. জয়ন্ত বিশ্বাস, ডা. উজ্জ্বল, ডা. বেওনি প্রমুখ।

রাহমানিয়া ফার্মেসির মালিক দেলোয়ার হোসেন, ‘আমার বাবা ডা. আজিজুল হক স্মরণে প্রতি বছর বিনা মূল্যে চিকিৎসার আয়োজন করে থাকি। যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি সব সময় চাই আমার সাধ্য অনুযায়ী গরিব দুঃখী রোগীদের পাশে থেকে সেবা দিয়ে যেতে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত