নিজস্ব প্রতিবেদক, সিলেট

বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ ঘিরে দলটির ১৪ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বিভাগের তিন জেলার বিভিন্ন স্থানে সমাবেশের প্রচারণায় পুলিশি বাধা ও সরকারদলীয় নেতা-কর্মীদের হামলার ঘটনায় দায়ের করা আটটি মামলায় বিএনপির দায়িত্বশীল নেতাদের আসামি করা হয়।
গতকাল রোববার বিভাগীয় গণসমাবেশ-পরবর্তী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব দাবি করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানা, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, ওসমানীনগর ও কানাইঘাট, মৌলভীবাজার সদর, হবিগঞ্জের লাখাই ও বানিয়াচং থানায় এসব মামলা করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১৯ নেতা-কর্মীকে।এসব মামলা প্রত্যাহার করে নেতা-কর্মীদের মুক্তির দাবি করেন আব্দুল কাইয়ুম চৌধুরী।
এ সময় বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলে দলের নেতা-কর্মী, সাংবাদিক, সিলেটবাসী ও সরকারের প্রতি ধন্যবাদ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাংবাদিকেরা দেশের প্রথম শক্তি বলে অভিমত ব্যক্ত করেন বিএনপির এই নেতা।
নগরের দরগাগেটে একটি হোটেলে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সঞ্চালনায় সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভায় ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি।
উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ্ সিদ্দিকী, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপি নেতা আশিক উদ্দিন, মামুনুর রশিদ মামুন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, হাবিবুর রহমান, সৈয়দ মিছবাহ উদ্দিন, ইমদাদ হোসেন চৌধুরী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, ইস্তিয়াক সিদ্দিকী, তাজরুল ইসলাম তাজুল, আবু তাহের, কোহিনূর আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্যসচিব আফসর খাঁন প্রমুখ।

বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ ঘিরে দলটির ১৪ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বিভাগের তিন জেলার বিভিন্ন স্থানে সমাবেশের প্রচারণায় পুলিশি বাধা ও সরকারদলীয় নেতা-কর্মীদের হামলার ঘটনায় দায়ের করা আটটি মামলায় বিএনপির দায়িত্বশীল নেতাদের আসামি করা হয়।
গতকাল রোববার বিভাগীয় গণসমাবেশ-পরবর্তী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব দাবি করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানা, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, ওসমানীনগর ও কানাইঘাট, মৌলভীবাজার সদর, হবিগঞ্জের লাখাই ও বানিয়াচং থানায় এসব মামলা করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১৯ নেতা-কর্মীকে।এসব মামলা প্রত্যাহার করে নেতা-কর্মীদের মুক্তির দাবি করেন আব্দুল কাইয়ুম চৌধুরী।
এ সময় বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলে দলের নেতা-কর্মী, সাংবাদিক, সিলেটবাসী ও সরকারের প্রতি ধন্যবাদ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাংবাদিকেরা দেশের প্রথম শক্তি বলে অভিমত ব্যক্ত করেন বিএনপির এই নেতা।
নগরের দরগাগেটে একটি হোটেলে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সঞ্চালনায় সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভায় ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি।
উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ্ সিদ্দিকী, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপি নেতা আশিক উদ্দিন, মামুনুর রশিদ মামুন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, হাবিবুর রহমান, সৈয়দ মিছবাহ উদ্দিন, ইমদাদ হোসেন চৌধুরী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, ইস্তিয়াক সিদ্দিকী, তাজরুল ইসলাম তাজুল, আবু তাহের, কোহিনূর আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্যসচিব আফসর খাঁন প্রমুখ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫