Ajker Patrika

তারে আটকা পড়া ৩ কুকুর উদ্ধার

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১২: ১১
তারে আটকা পড়া ৩ কুকুর উদ্ধার

ঝোপের পাশের তারে আটকা পড়ে ছটফট করতে থাকে তিনটি কুকুর। এ সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন একজন ব্যক্তি। তিনি কুকুরগুলোকে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনকে জানান। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসে কল দেন। পরে তাদের সহায়তায় কুকুরগুলোকে উদ্ধার করেন।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঁঠালতলী সাইডিং বাজার এলাকায়।

দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান এনাম উদ্দিন বলেন, রাত দেড়টার একটি ফোনকলে আমার ঘুম ভাঙে। কলের অপর পাশ থেকে জানায় কাঠালতলী এলাকায় তিনটি কুকুরকে কে বা কারা বিষ খাইয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখি তিনটি কুকুরের মধ্যে দুটি কুকুর মোটামুটি স্বাভাবিক হয়েছে। এর মধ্যে একটি কুকুর তীব্র যন্ত্রণায় ঝোপের মধ্যে আটকা পড়ে। প্রথমে প্রাণিসম্পদ অফিসে পরে ফায়ার সার্ভিসে কল দিই। পরে ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই আমি স্থানীয়দের সহায়তায় একটি কুকুরকে উদ্ধার করি।

বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামীম মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা কুকুরটিকে উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিলুপ্ত ৫ ব্যাংকের আমানতকারীদের দীর্ঘ অপেক্ষার অবসান, টাকা তুলতে পারায় স্বস্তি

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

বিএনপির সঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা জামায়াতের, তারেক রহমানকে জানালেন আমির

সঞ্চয়পত্রে মুনাফার হার আরও কমল

নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত