শায়খ ওবাইদুল্লাহ

প্রাকৃতিক দুর্যোগসহ সব বিপদই মানুষের জন্য মহান আল্লাহর পরীক্ষা। এসবের মাধ্যমে আল্লাহ মানুষকে সতর্ক করেন এবং পরকালের শাস্তির কথা স্মরণ করিয়ে দেন।
মানুষ যত উপায়ই অবলম্বন করুক, আল্লাহ না চাইলে বিপদ থেকে বাঁচার কোনো উপায় নেই। তবে ইসলাম অবশ্যই সম্ভাব্য সব উপায়-উপকরণ অবলম্বনে উৎসাহ দেয়। পাশাপাশি আল্লাহর ওপর ভরসা করা এবং তাঁর কাছে দোয়া করাও মুমিনের কর্তব্য। বিপদের সময় করার জন্য তিনটি আমলের কথা এখানে তুলে ধরা হলো—
এক. দোয়া পড়া
বিপদের মুহূর্তে পড়ার একটি সুন্দর ও ছোট দোয়া হলো দোয়া ইউনুস। এই দোয়ার বরকতে আল্লাহর নবী ইউনুস (সা.)-কে তিনি মাছের পেট থেকে মুক্ত করেছিলেন। দোয়াটি হলো—লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। অর্থ: আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র; আমি তো সীমালঙ্ঘনকারী।’ (সুরা আম্বিয়া: ৮৭)
দুই. তওবা করা
গুনাহ, অনাচার ও অবাধ্যতার কারণেই আল্লাহ পৃথিবীতে বিপদ-আপদ পাঠিয়ে থাকেন। তাই আমাদের বেশি বেশি তওবা করা দরকার। কায়মনোবাক্যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ তাআলা বলেন, ‘জলে-স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, যা মানুষের হাতেরই কামাই। এর মাধ্যমে তিনি তাদের কোনো কোনো কর্মের শাস্তি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে।’ (সুরা রুম: ৪১)
তিন. দান-সদকা করা
হজরত ওমর ইবনে আবদুল আজিজ (রহ.) তাঁর শাসনামলে যখন ভূমিকম্প হয়, তখন গভর্নরদের দান-সদকা করার প্রতি জোর দিয়ে চিঠি লিখেন। এ ছাড়া দান-সদকা গুনাহ মুছে ফেলে এবং বিপদ দূর করে। মহানবী (সা.) বলেন, ‘দান-সদকায় বালা-মুসিবত দূর হয়।’ (তিরমিজি)
ইসলামবিষয়ক গবেষক

প্রাকৃতিক দুর্যোগসহ সব বিপদই মানুষের জন্য মহান আল্লাহর পরীক্ষা। এসবের মাধ্যমে আল্লাহ মানুষকে সতর্ক করেন এবং পরকালের শাস্তির কথা স্মরণ করিয়ে দেন।
মানুষ যত উপায়ই অবলম্বন করুক, আল্লাহ না চাইলে বিপদ থেকে বাঁচার কোনো উপায় নেই। তবে ইসলাম অবশ্যই সম্ভাব্য সব উপায়-উপকরণ অবলম্বনে উৎসাহ দেয়। পাশাপাশি আল্লাহর ওপর ভরসা করা এবং তাঁর কাছে দোয়া করাও মুমিনের কর্তব্য। বিপদের সময় করার জন্য তিনটি আমলের কথা এখানে তুলে ধরা হলো—
এক. দোয়া পড়া
বিপদের মুহূর্তে পড়ার একটি সুন্দর ও ছোট দোয়া হলো দোয়া ইউনুস। এই দোয়ার বরকতে আল্লাহর নবী ইউনুস (সা.)-কে তিনি মাছের পেট থেকে মুক্ত করেছিলেন। দোয়াটি হলো—লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। অর্থ: আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র; আমি তো সীমালঙ্ঘনকারী।’ (সুরা আম্বিয়া: ৮৭)
দুই. তওবা করা
গুনাহ, অনাচার ও অবাধ্যতার কারণেই আল্লাহ পৃথিবীতে বিপদ-আপদ পাঠিয়ে থাকেন। তাই আমাদের বেশি বেশি তওবা করা দরকার। কায়মনোবাক্যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ তাআলা বলেন, ‘জলে-স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, যা মানুষের হাতেরই কামাই। এর মাধ্যমে তিনি তাদের কোনো কোনো কর্মের শাস্তি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে।’ (সুরা রুম: ৪১)
তিন. দান-সদকা করা
হজরত ওমর ইবনে আবদুল আজিজ (রহ.) তাঁর শাসনামলে যখন ভূমিকম্প হয়, তখন গভর্নরদের দান-সদকা করার প্রতি জোর দিয়ে চিঠি লিখেন। এ ছাড়া দান-সদকা গুনাহ মুছে ফেলে এবং বিপদ দূর করে। মহানবী (সা.) বলেন, ‘দান-সদকায় বালা-মুসিবত দূর হয়।’ (তিরমিজি)
ইসলামবিষয়ক গবেষক

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫