চলতি আমন মৌসুমে ফলন হয়েছে আশানুরূপ। আর সেই নতুন ধান ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে মিলারদের গুদামে। তারপরেও বাজারে বেড়েছে চালের দাম। এ কারণে ক্রেতারা হিমশিম খাচ্ছেন কুষ্টিয়ার চালের বাজারে এসে।
ব্যবসায়ীদের দাবি, ডিজেলের দাম বৃদ্ধির কারণে কুষ্টিয়ার বাজারে সব ধরনের চালের দাম কেজি প্রতি দুই টাকা বেড়েছে। তা ছাড়া এ বছর ধানের দামও বেশ চড়া। আর এর প্রভাব পড়ছে চালের বাজারের ওপর।
সরেজমিনে কুষ্টিয়া শহরের পৌর বাজার এবং বড় বাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, কুষ্টিয়ার বাজারে সব ধরনের চাল কেজি প্রতি দুই টাকা বেড়েছে।
বর্তমানে বাজারে অটো রাইচ মিলে ভাঙানো মিনিকেট ধান ৬০ টাকা, সাধারণ মিনিকেট চাল ৫৮ টাকা, কাজললতা ৫২ থেকে ৫৪ টাকা, আটাশ চাল ৪৮ থেকে ৫০ টাকা, বাসমতি চাল ৬৮ টাকা, কাটারিভোগ চাল ৬০ টাকা, স্বর্ণা চাল ৪৫ টাকা এবং নাজির শাইল চাল ৭৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে চাল কিনতে আসা কুষ্টিয়ার পূর্ব মজমপুরের মিজানুর রহমান জানান, ‘দফায় দফায় বিভিন্ন অজুহাতে চালের দামসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে, এতে করে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের মতো নিম্ন আয়ের মানুষদের। আর এসব দেখভাল করার যেন কেউ নেই।’
কুষ্টিয়া পৌর বাজারের চাল ব্যবসায়ী আনিসুর রহমান জানান, নভেম্বর মাসের ২০ তারিখের পর থেকেই কুষ্টিয়ার বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। এদিকে কুষ্টিয়ার বাজারে সব ধরনের ধানের দামও বেড়েছে। বর্তমানে বাজারে গুটি স্বর্ণা ধান ৯৭০ টাকা মন এবং স্বর্ণা ফাইভ ধান ১০৩০ টাকা মন বিক্রি হচ্ছে। অথচও দু-এক সপ্তাহ আগেও এসব ধান বাজারে ৯০০ এবং ৯৭০-৯৮০ টাকা মন দরে ধান বিক্রি হয়েছে।
চালের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি কুষ্টিয়ার সাধারণ সম্পাদক জয়নাল আবদিন প্রধান জানান, খাজানগর মোকাম থেকে ঢাকায় একটি ১৫ টন চাল বোঝাই ট্রাক যেতে আগে যেখানে ১৫ হাজার টাকা ভাড়া লাগত। আর এখন ডিজেলের দাম বৃদ্ধির কারণে এই ট্রাক ভাড়া ১৮ হাজার টাকা গুনতে হচ্ছে।
এ ছাড়া ৩০ অক্টোবর থেকে সরকারিভাবে চাল আমদানি বন্ধ ঘোষণা দেওয়ায় চালের বাজারে কিছুটা হলেও প্রভাব পড়েছে বলে মনে করছেন চালকল মালিক সমিতির এই নেতা।
কুষ্টিয়ার বাজার কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। কোনো অসাধু ব্যবসায়ীকে দাম বাড়ানোর সুযোগ দেওয়া হবে না। তবে কেন চালের দাম বাড়ছে সেটাও গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫