ড. এ এন এম মাসউদুর রহমান

সংবাদ প্রেরণ ও প্রচার স্বাভাবিক কাজ। যাচাই-বাছাই করেই সংবাদ বিশ্বাস ও প্রচার করা জরুরি। কারণ, সংবাদ যদি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন হয়ে থাকে, তবে সমাজে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। আমরা এ প্রসঙ্গে মহানবী (সা.)-এর যুগের একটি ঘটনা উল্লেখ করতে পারি।
মহানবী (সা.) বনি মুস্তালিকের কাছে জাকাত আদায়ের জন্য ওয়ালিদ ইবন উকবাকে পাঠান। তারা ওয়ালিদকে স্বাগত জানানোর জন্য রাস্তায় বেরিয়ে আসে। এতে ওয়ালিদ ভীতসন্ত্রস্ত হয়ে মাঝপথ থেকে ফিরে এসে মহানবী (সা.)-কে জানান যে, বনি মুস্তালিক জাকাত দিতে অস্বীকার করেছে এবং অস্ত্র দিয়ে তাঁকে হত্যা করতে উদ্যত হয়েছে। মিথ্যা বলার কারণ, জাহিলি যুগ থেকেই তাঁর গোত্র ও বনি মুস্তালিকের মধ্যে ভীষণ শত্রুতা ছিল। মহানবী (সা.) এ সংবাদ শুনে ভীষণ রাগান্বিত হন এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে মনস্থির করেন। এতে সাহাবিগণও তাঁকে সমর্থন করেন। ইত্যবসরে বনি মুস্তালিকের একটি প্রতিনিধিদল মহানবী (সা.)-এর কাছে এসে বলল, ‘হে আল্লাহর রাসুল, আমরা সংবাদ পেলাম যে, আমাদের কাছে প্রেরিত ওয়ালিদ মাঝপথ থেকে ফিরে এসেছেন। আমরা আশঙ্কা করছি, হয়তো আপনি আমাদের প্রতি রাগ করেছেন এবং তাঁকে ফিরে আসতে বলেছেন। আমরা এ জন্য আল্লাহর কাছে পানাহ চাচ্ছি।’ মহানবী (সা.) বিষয়টি বুঝতে পারলেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ‘হে ইমানদারগণ, যদি কোনো পাপিষ্ঠ তোমাদের কাছে সংবাদ নিয়ে আসে, তাহলে তোমরা তা যাচাই করে নাও। এ আশঙ্কায় যে, তোমরা অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়কে আক্রমণ করবে, ফলে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে।’ (সুরা হুজুরাত: ৬)
মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা প্রতারণার শামিল। তাই সংবাদ প্রচারে সাবধানতা অবলম্বন করা অত্যাবশ্যক।
লেখক: ড. এ এন এম মাসউদুর রহমান, অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

সংবাদ প্রেরণ ও প্রচার স্বাভাবিক কাজ। যাচাই-বাছাই করেই সংবাদ বিশ্বাস ও প্রচার করা জরুরি। কারণ, সংবাদ যদি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন হয়ে থাকে, তবে সমাজে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। আমরা এ প্রসঙ্গে মহানবী (সা.)-এর যুগের একটি ঘটনা উল্লেখ করতে পারি।
মহানবী (সা.) বনি মুস্তালিকের কাছে জাকাত আদায়ের জন্য ওয়ালিদ ইবন উকবাকে পাঠান। তারা ওয়ালিদকে স্বাগত জানানোর জন্য রাস্তায় বেরিয়ে আসে। এতে ওয়ালিদ ভীতসন্ত্রস্ত হয়ে মাঝপথ থেকে ফিরে এসে মহানবী (সা.)-কে জানান যে, বনি মুস্তালিক জাকাত দিতে অস্বীকার করেছে এবং অস্ত্র দিয়ে তাঁকে হত্যা করতে উদ্যত হয়েছে। মিথ্যা বলার কারণ, জাহিলি যুগ থেকেই তাঁর গোত্র ও বনি মুস্তালিকের মধ্যে ভীষণ শত্রুতা ছিল। মহানবী (সা.) এ সংবাদ শুনে ভীষণ রাগান্বিত হন এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে মনস্থির করেন। এতে সাহাবিগণও তাঁকে সমর্থন করেন। ইত্যবসরে বনি মুস্তালিকের একটি প্রতিনিধিদল মহানবী (সা.)-এর কাছে এসে বলল, ‘হে আল্লাহর রাসুল, আমরা সংবাদ পেলাম যে, আমাদের কাছে প্রেরিত ওয়ালিদ মাঝপথ থেকে ফিরে এসেছেন। আমরা আশঙ্কা করছি, হয়তো আপনি আমাদের প্রতি রাগ করেছেন এবং তাঁকে ফিরে আসতে বলেছেন। আমরা এ জন্য আল্লাহর কাছে পানাহ চাচ্ছি।’ মহানবী (সা.) বিষয়টি বুঝতে পারলেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ‘হে ইমানদারগণ, যদি কোনো পাপিষ্ঠ তোমাদের কাছে সংবাদ নিয়ে আসে, তাহলে তোমরা তা যাচাই করে নাও। এ আশঙ্কায় যে, তোমরা অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়কে আক্রমণ করবে, ফলে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে।’ (সুরা হুজুরাত: ৬)
মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা প্রতারণার শামিল। তাই সংবাদ প্রচারে সাবধানতা অবলম্বন করা অত্যাবশ্যক।
লেখক: ড. এ এন এম মাসউদুর রহমান, অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫