মিজানুর রহমান রিয়াদ, নোয়াখালী

সম্প্রতি নোয়াখালীতে বিদ্যুৎবিভ্রাট (লোডশেডিং) বেড়েছে। এতে ব্যবসা-বাণিজ্যে যেমন স্থবিরতা দেখা দিয়েছে, তেমনি অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মতো সেবা প্রদানকারী প্রতিষ্ঠানও। ব্যাহত হচ্ছে শিল্প-কারখানার উৎপাদন। কর্তৃপক্ষ বলছে, চাহিদার চেয়ে বিদ্যুতের সরবরাহ অর্ধেকও পাচ্ছে না তারা। তাই সংকট নিরসনেরও কোনো আশ্বাস দিতে পারেনি জেলা বিদ্যুৎ বিভাগ।
স্থানীয় লোকজন জানান, কয়েক দিন ধরে দিনে ও রাতে সমানতালে লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ কখন আসে আর কখন যায়, তার ঠিক নেই। গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধরা। তবে দিনের তুলনায় রাতে কষ্ট বেশি। দিনের চেয়ে রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের ভোগান্তি চরমে। এইচএসসি পরীক্ষার্থীরা পড়েছে মহাবিপদে। বিদ্যুৎ না থাকায় সময়মতো পানি তুলতে না পারায় বাসাবাড়িতে সময়মতো পানিও পাওয়া যাচ্ছে না।
ব্যবসায়ীরা বলছেন, লোডশেডিংয়ের কারণে তাঁদের দুর্বিষহ অবস্থা। বিদ্যুৎ না পেয়ে দ্রুত দোকান বন্ধ করায় চুরির মতো ঘটনাও ঘটছে। উৎপাদন ব্যাহত হচ্ছে ছোট ও মাঝারি কলকারখানায়।
বেগমগঞ্জ বিসিক শিল্প নগরীর তানজিম প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড ইউনিট-২-এর ম্যানেজার নুরুল আহসান লিটন বলেন, কয়েক দিনে তাঁদের উৎপাদন কমে প্রায় অর্ধেকে এসেছে। আগে কারখানা চালুর পর থেকে সারা দিনে (সকাল ৭টা থেকে বিকেল ৫টা) একবার বিদ্যুৎ যেত। বর্তমানে প্রতিদিন ৩-৪ বার বিদ্যুৎ যায়। প্রতিবার দেড় থেকে দুই ঘণ্টা লোডশেডিং হচ্ছে, কখনো আরও বেশি। এতে যেমন উৎপাদন ব্যাহত হচ্ছে তেমনি মেশিনের যন্ত্রপাতিও নষ্ট হচ্ছে।
নুরুল আহসান লিটন আরও বলেন, এক সপ্তাহে তাঁর কারখানার একটি মেশিন দুবার নষ্ট হয়েছে। ঘনঘন বিদ্যুতের আসা-যাওয়ার ফলে এই সমস্যা হয়েছে। এ ছাড়া কারখানার মেশিন চালুর প্রায় দুই ঘণ্টা ধরে হিট হওয়ার পর উৎপাদন শুরু হয়। কিন্তু এরই মধ্যে লোডশেডিং হলে আবার মেশিন হিট করতে অতিরিক্ত বিদ্যুৎ ব্যয় হচ্ছে, এতে বিদ্যুৎ খরচও বাড়ছে।
জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন বলেন, জেলার ৯টি উপজেলায় প্রায় ৯ লাখ গ্রাহক রয়েছে। এর মধ্যে পল্লী বিদ্যুতের গ্রাহকই প্রায় সাড়ে ৭ লাখ। পল্লী বিদ্যুতের ১৬০ মেগাওয়াট চাহিদার বিপরীতে তাঁরা সরবরাহ পাচ্ছেন মাত্র ৮০ থেকে ৮৫ মেগাওয়াট। আর পিডিবির পিক আওয়ারে ৩০ মেগাওয়াট চাহিদার বিপরীতে রয়েছে ১০-১২ মেগাওয়াট। সরবরাহ কম থাকায় অতিরিক্ত লোডশেডিং হচ্ছে। বর্তমানে দিনে ৪৫ থেকে ৪৭ শতাংশ এবং রাতে প্রায় ৫০ শতাংশ লোডশেডিং হচ্ছে।

সম্প্রতি নোয়াখালীতে বিদ্যুৎবিভ্রাট (লোডশেডিং) বেড়েছে। এতে ব্যবসা-বাণিজ্যে যেমন স্থবিরতা দেখা দিয়েছে, তেমনি অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মতো সেবা প্রদানকারী প্রতিষ্ঠানও। ব্যাহত হচ্ছে শিল্প-কারখানার উৎপাদন। কর্তৃপক্ষ বলছে, চাহিদার চেয়ে বিদ্যুতের সরবরাহ অর্ধেকও পাচ্ছে না তারা। তাই সংকট নিরসনেরও কোনো আশ্বাস দিতে পারেনি জেলা বিদ্যুৎ বিভাগ।
স্থানীয় লোকজন জানান, কয়েক দিন ধরে দিনে ও রাতে সমানতালে লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ কখন আসে আর কখন যায়, তার ঠিক নেই। গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধরা। তবে দিনের তুলনায় রাতে কষ্ট বেশি। দিনের চেয়ে রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের ভোগান্তি চরমে। এইচএসসি পরীক্ষার্থীরা পড়েছে মহাবিপদে। বিদ্যুৎ না থাকায় সময়মতো পানি তুলতে না পারায় বাসাবাড়িতে সময়মতো পানিও পাওয়া যাচ্ছে না।
ব্যবসায়ীরা বলছেন, লোডশেডিংয়ের কারণে তাঁদের দুর্বিষহ অবস্থা। বিদ্যুৎ না পেয়ে দ্রুত দোকান বন্ধ করায় চুরির মতো ঘটনাও ঘটছে। উৎপাদন ব্যাহত হচ্ছে ছোট ও মাঝারি কলকারখানায়।
বেগমগঞ্জ বিসিক শিল্প নগরীর তানজিম প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড ইউনিট-২-এর ম্যানেজার নুরুল আহসান লিটন বলেন, কয়েক দিনে তাঁদের উৎপাদন কমে প্রায় অর্ধেকে এসেছে। আগে কারখানা চালুর পর থেকে সারা দিনে (সকাল ৭টা থেকে বিকেল ৫টা) একবার বিদ্যুৎ যেত। বর্তমানে প্রতিদিন ৩-৪ বার বিদ্যুৎ যায়। প্রতিবার দেড় থেকে দুই ঘণ্টা লোডশেডিং হচ্ছে, কখনো আরও বেশি। এতে যেমন উৎপাদন ব্যাহত হচ্ছে তেমনি মেশিনের যন্ত্রপাতিও নষ্ট হচ্ছে।
নুরুল আহসান লিটন আরও বলেন, এক সপ্তাহে তাঁর কারখানার একটি মেশিন দুবার নষ্ট হয়েছে। ঘনঘন বিদ্যুতের আসা-যাওয়ার ফলে এই সমস্যা হয়েছে। এ ছাড়া কারখানার মেশিন চালুর প্রায় দুই ঘণ্টা ধরে হিট হওয়ার পর উৎপাদন শুরু হয়। কিন্তু এরই মধ্যে লোডশেডিং হলে আবার মেশিন হিট করতে অতিরিক্ত বিদ্যুৎ ব্যয় হচ্ছে, এতে বিদ্যুৎ খরচও বাড়ছে।
জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন বলেন, জেলার ৯টি উপজেলায় প্রায় ৯ লাখ গ্রাহক রয়েছে। এর মধ্যে পল্লী বিদ্যুতের গ্রাহকই প্রায় সাড়ে ৭ লাখ। পল্লী বিদ্যুতের ১৬০ মেগাওয়াট চাহিদার বিপরীতে তাঁরা সরবরাহ পাচ্ছেন মাত্র ৮০ থেকে ৮৫ মেগাওয়াট। আর পিডিবির পিক আওয়ারে ৩০ মেগাওয়াট চাহিদার বিপরীতে রয়েছে ১০-১২ মেগাওয়াট। সরবরাহ কম থাকায় অতিরিক্ত লোডশেডিং হচ্ছে। বর্তমানে দিনে ৪৫ থেকে ৪৭ শতাংশ এবং রাতে প্রায় ৫০ শতাংশ লোডশেডিং হচ্ছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫