টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারিকে ধরতে গিয়ে হামলা ও মারধরের শিকার হয়েছেন গাজীপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা। এ ঘটনায় ডিবির পরিদর্শকসহ সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে টঙ্গীর হাজী মাজার বস্তিতে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, মঙ্গলবার রাতে মহানগর ডিবির উপপরিদর্শক (এসআই) পরিমল, বিল্লাল ও আফরোজা ওই বস্তিতে ঢোকেন।
এ সময় আছিয়া নামের এক মাদক কারবারিকে ১০ পুরিয়া হেরোইনসহ আটক করেন তাঁরা। পরে আছিয়ার লোকজন ও বস্তিবাসী গোয়েন্দা পুলিশের তিনজনকে ঘেরাও করে ফেলেন। একপর্যায়ে গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফরিদসহ আরও কয়েকজন সদস্য বস্তিতে যান। এ সময় বস্তিবাসীরা ভুয়া ডিবি পুলিশ বলে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। পরে পুলিশ সদস্যদের এলোপাতাড়ি মারধর করতে থাকেন তাঁরা।
এ সময় পরিদর্শক (তদন্ত) ফরিদ হোসেন বস্তির মধ্যে থাকা স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আশ্রয় নিলেও বাকি সদস্যরা পাশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপমহাপরিদর্শকের কার্যালয়ে আশ্রয় নেন। পরে খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পরপরই পুলিশর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডিবি পুলিশের পরিদর্শকসহ মোট সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় ৯জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আটকদের নাম প্রকাশ করা যাচ্ছে না।
গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) ইব্রাহিম খান আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযানে আমাদের ডিবি পুলিশের একটি দল গিয়েছিল। বস্তিবাসী না বুঝেই তাদের ওপর চড়াও হয়। আহতরা হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি।’

গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারিকে ধরতে গিয়ে হামলা ও মারধরের শিকার হয়েছেন গাজীপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা। এ ঘটনায় ডিবির পরিদর্শকসহ সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে টঙ্গীর হাজী মাজার বস্তিতে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, মঙ্গলবার রাতে মহানগর ডিবির উপপরিদর্শক (এসআই) পরিমল, বিল্লাল ও আফরোজা ওই বস্তিতে ঢোকেন।
এ সময় আছিয়া নামের এক মাদক কারবারিকে ১০ পুরিয়া হেরোইনসহ আটক করেন তাঁরা। পরে আছিয়ার লোকজন ও বস্তিবাসী গোয়েন্দা পুলিশের তিনজনকে ঘেরাও করে ফেলেন। একপর্যায়ে গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফরিদসহ আরও কয়েকজন সদস্য বস্তিতে যান। এ সময় বস্তিবাসীরা ভুয়া ডিবি পুলিশ বলে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। পরে পুলিশ সদস্যদের এলোপাতাড়ি মারধর করতে থাকেন তাঁরা।
এ সময় পরিদর্শক (তদন্ত) ফরিদ হোসেন বস্তির মধ্যে থাকা স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আশ্রয় নিলেও বাকি সদস্যরা পাশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপমহাপরিদর্শকের কার্যালয়ে আশ্রয় নেন। পরে খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পরপরই পুলিশর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডিবি পুলিশের পরিদর্শকসহ মোট সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় ৯জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আটকদের নাম প্রকাশ করা যাচ্ছে না।
গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) ইব্রাহিম খান আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযানে আমাদের ডিবি পুলিশের একটি দল গিয়েছিল। বস্তিবাসী না বুঝেই তাদের ওপর চড়াও হয়। আহতরা হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫