Ajker Patrika

দুই প্রভাষককে অপসারণ করার দাবিতে বিক্ষোভ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৭: ১১
দুই প্রভাষককে অপসারণ করার দাবিতে বিক্ষোভ

চট্টগ্রামের রাউজান সরকারি কলেজের দুই প্রভাষক ও এক কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে সরকার বিরোধী কার্যকলাপসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গত বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।

বিক্ষোভে শিক্ষার্থীরা তাঁদের অপসারণের দাবি জানান।

দুই প্রভাষক হলেন রাউজান সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আতিক উল্লাহ চৌধুরী, প্রভাষক এস এম হাবিব উল্লাহ ও কলেজের কম্পিউটার অপারেটর মো. এনামুল হক।

তাঁরা দীর্ঘ কয়েক বছর ধরে জামায়াতে ইসলামীর এজেন্ডা বাস্তবায়নে কাজ শুরু করেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, পরীক্ষা নিয়ন্ত্রক কক্ষে বসে সরকার বিরোধী কার্যক্রম পরিচালনা করত তাঁরা। এ ছাড়া নারী শিক্ষার্থীদের কুপ্রস্তাব, জামায়াত ইসলামীর কার্যক্রমে সম্পৃক্ততার জন্য বাধ্য করতেন তাঁরা।

এ বিষয়ে শিক্ষক আতিক উল্লাহ চৌধুরী বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে, তা সত্য নয়। আমি এবং আমার পরিবারের কেউ কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়।’ এক ছাত্রীকে উত্ত্যক্ত করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ফরম পূরণের সময় নিয়ম অনুযায়ী চেহারা দেখে শিক্ষার্থীদের শনাক্ত করতে হয়, সে হিসেবে আমি এক শিক্ষার্থীর নিকাব খুলতে বলেছি। এর বাইরে কিছু না।’

কলেজ ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে ক্যাম্পাসে গিয়েছিলাম। অভিযোগের তথ্য-প্রমাণ পেয়ে আমরা বিক্ষোভে একাত্মতা প্রকাশ করি।’

রাউজান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরীর এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত