Ajker Patrika

প্রার্থিতা বাতিল ৫ জনের

ভালুকা প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১২: ১৪
প্রার্থিতা বাতিল  ৫ জনের

ভালুকা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য যাচাই-বাছাই শেষে ৫ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। গত বৃহস্পতিবার যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ হলরুমে বাছাই কার্যক্রম চালানো হয়। এতে বয়স জটিলতা ও ঋণ খেলাপির দায়ে ৫ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর মধ্যে দুজন সংরক্ষিত মহিলা সদস্য ও তিনজন সাধারণ সদস্য প্রার্থী ছিলেন।

উপজেলার ১১টি ইউপিতে চেয়ারম্যান পদে ৭৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩৯ জন ও সাধারণ সদস্য পদে ৪২০ জন প্রার্থী রয়েছেন। আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, যাচাই-বাছাই শেষে পাঁচজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত