নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উত্তরে শীতের তীব্রতা আরও বেড়েছে। নওগাঁসহ অনেক এলাকায় তিন দিন ধরে সূর্যের দেখা নেই। সম্প্রতি নওগাঁর বদলগাছীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর মধ্যেই দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তারা বলছে, ১৩ ডিসেম্বর শুক্রবার থেকে রোববারের মধ্যে কয়েকটি জেলায় তাপমাত্রা এক অংকের ঘরে নেমে যেতে পারে। সে ক্ষেত্রে শৈত্যপ্রবাহের ঘোষণা আসতে পারে।
শুধু তা–ই নয়, আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, চলতি ডিসেম্বরে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলের ওপর দিয়ে অন্তত দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তার প্রভাব পড়তে পারে দেশির বেশির ভাগ এলাকায়।
সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এবার একটু আগেভাগেই শীত চলে এসেছে। অথচ শীতকালের প্রথম মাস পৌষ শুরু হতে আরও তিনদিন বাকি। প্রচণ্ড শীতে কাঁপছে রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলো। রাজধানীসহ মধ্যাঞ্চলেও শীতের অনুভূতি হচ্ছে। বিশেষ করে রাজধানীতে রাত গভীর হতেই তাপমাত্রা বেশ খানিকটা কমে যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ বুধবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, আগামীকাল বৃহস্পতিবারই দেশের কয়েকটি স্থানে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। তবে এতে শৈত্যপ্রবাহ ঘোষণা করা হবে না। শৈত্যপ্রবাহ ঘোষণার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার থেকে রোববারের মধ্যে।
এই আবহাওয়াবিদ বলেন, ১৩, ১৪ ও ১৫ ডিসেম্বর তাপমাত্রা আরও কমতে পারে, বিশেষ করে উত্তরাঞ্চলে। এই সময় দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যেতে পারে, যা জনজীবনে বড় প্রভাব ফেলবে।
আবহাওয়া অধিদপ্তরের ভাষায়, বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়; তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছিতে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দেশের বেশির ভাগ অঞ্চলের তাপমাত্রা গতকাল ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, গতকাল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তর-উত্তর পূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। বৃহস্পতিবারও আবহাওয়া একই রকম থাকবে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়বে। আগামী পাঁচ দিন তাপমাত্রা আরও কমবে।
উত্তরে শীতের তীব্রতা আরও বেড়েছে। নওগাঁসহ অনেক এলাকায় তিন দিন ধরে সূর্যের দেখা নেই। সম্প্রতি নওগাঁর বদলগাছীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর মধ্যেই দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তারা বলছে, ১৩ ডিসেম্বর শুক্রবার থেকে রোববারের মধ্যে কয়েকটি জেলায় তাপমাত্রা এক অংকের ঘরে নেমে যেতে পারে। সে ক্ষেত্রে শৈত্যপ্রবাহের ঘোষণা আসতে পারে।
শুধু তা–ই নয়, আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, চলতি ডিসেম্বরে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলের ওপর দিয়ে অন্তত দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তার প্রভাব পড়তে পারে দেশির বেশির ভাগ এলাকায়।
সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এবার একটু আগেভাগেই শীত চলে এসেছে। অথচ শীতকালের প্রথম মাস পৌষ শুরু হতে আরও তিনদিন বাকি। প্রচণ্ড শীতে কাঁপছে রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলো। রাজধানীসহ মধ্যাঞ্চলেও শীতের অনুভূতি হচ্ছে। বিশেষ করে রাজধানীতে রাত গভীর হতেই তাপমাত্রা বেশ খানিকটা কমে যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ বুধবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, আগামীকাল বৃহস্পতিবারই দেশের কয়েকটি স্থানে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। তবে এতে শৈত্যপ্রবাহ ঘোষণা করা হবে না। শৈত্যপ্রবাহ ঘোষণার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার থেকে রোববারের মধ্যে।
এই আবহাওয়াবিদ বলেন, ১৩, ১৪ ও ১৫ ডিসেম্বর তাপমাত্রা আরও কমতে পারে, বিশেষ করে উত্তরাঞ্চলে। এই সময় দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যেতে পারে, যা জনজীবনে বড় প্রভাব ফেলবে।
আবহাওয়া অধিদপ্তরের ভাষায়, বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়; তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছিতে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দেশের বেশির ভাগ অঞ্চলের তাপমাত্রা গতকাল ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, গতকাল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তর-উত্তর পূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। বৃহস্পতিবারও আবহাওয়া একই রকম থাকবে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়বে। আগামী পাঁচ দিন তাপমাত্রা আরও কমবে।
মাঘের প্রথম সপ্তাহ চললেও দেশে শীতের অনুভূতি রয়েছে শুধু উত্তরাঞ্চলে। রাজধানী শহর ঢাকায় তো কয়েক দিন ধরে শীত তেমন বোঝাই যাচ্ছে না। তবে এরই মধ্যে আজ রোববার থেকে আবার শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। আজ উত্তরের শেষ প্রান্তের পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
৬ ঘণ্টা আগেসারা দেশে আজ শীত আরেকটু বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কমতে পারে তাপমাত্রা। দেশের উত্তরাঞ্চলের দুই জেলায় চলমান শৈত্যপ্রবাহও অব্যাহত থাকতে পারে আশঙ্কা করা হচ্ছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে...
১৬ ঘণ্টা আগেবায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়...
২০ ঘণ্টা আগেঅতি মুনাফা ও বাজার অর্থনীতিই পরিবেশ ধ্বংসের মূল কারণ বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক রেহমান সোবহান। তিনি বলেছেন, আইনের যথাযথ বাস্তবায়নের অভাবে পরিবেশ সুরক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এই জন্য সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ প্রয়োজন। তবে সবার আগে এ বিষয়ে করণীয়...
২ দিন আগে