নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে প্লাস্টিকের বিনিময়ে পাওয়া যাচ্ছে তেল, ডিম, চিনি, মুরগি, মাছসহ আরও অনেক পণ্য।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) নগরীর কর্ণফুলী নদীর পাড়ে বাকলিয়া স্টেডিয়ামে প্লাস্টিকমুক্ত নগর গড়তে প্লাস্টিকের বিনিময়ে এমন ব্যতিক্রমী বাজার প্রকল্প চালু করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। এক বছর মেয়াদি এ প্রকল্পের উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, ‘চট্টগ্রাম নগরীর বিভিন্ন খালে প্রচুর প্লাস্টিক ও পলিথিন জমছে। জলাবদ্ধতার অন্যতম কারণ প্লাস্টিক ও পলিথিন। পলিথিন ও প্লাস্টিক বর্জন করতে পারলে আমরা নগরীর জলাবদ্ধতার স্থায়ী সমাধান পাব।’
বিদ্যানন্দ ফাউন্ডেশনের সদস্যরা জানিয়েছেন, এক কেজি প্লাস্টিকের বিনিময়ে ছয়টি ডিম, আধা কেজি সুজি, একটি পরনের কাপড় মিলবে। আবার তিন কেজি পলিথিন বা প্লাস্টিকের পরিবর্তে এক কেজি চিনি, দুই কেজি আটা; চার কেজির বিনিময়ে একটি মাছ, এক লিটার সোয়াবিন তেল এবং ছয় কেজির বিনিময়ে একটি মুরগি পাওয়া যাবে।
গৃহস্থালি পণ্যের পাশাপাশি শিক্ষা উপকরণও সংগ্রহ করা যাবে। এক কেজি প্লাস্টিক বা পলিথিনের বিনিময়ে ১২টি কলম, কিংবা চারটি পেনসিল অথবা খাতা সংগ্রহ করা যাবে। আট কেজি প্লাস্টিক বা পলিথিন দিলে মিলবে একটি স্কুল ব্যাগ।
এই প্রকল্পের মাধ্যমে দুবি লাখ কেজি পরিত্যক্ত প্লাস্টিক রিসাইকেল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাজারে যেখানে প্রতি কেজি পরিত্যক্ত প্লাস্টিকের দাম ২০-২৫ টাকা, সেখানে এই প্রকল্পে বিদ্যানন্দ দিচ্ছে ৫০-৮০ টাকা পযন্ত দাম।
জানা গেছে, এই প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা দিবে চট্টগ্রাম সিটি করপোরেশন। এই প্রকল্প সফল হলে আরও বৃহৎ আকারে এই প্রকল্পের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে আয়োজকদের।
প্লাস্টিকের বিনিময়ে এমন বাজার সংগ্রহ করতে আজ সোমবার সকাল থেকে সেখানে জড়ো হয় বিভিন্ন বয়সী মানুষ।
চট্টগ্রাম নগরীতে প্লাস্টিকের বিনিময়ে পাওয়া যাচ্ছে তেল, ডিম, চিনি, মুরগি, মাছসহ আরও অনেক পণ্য।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) নগরীর কর্ণফুলী নদীর পাড়ে বাকলিয়া স্টেডিয়ামে প্লাস্টিকমুক্ত নগর গড়তে প্লাস্টিকের বিনিময়ে এমন ব্যতিক্রমী বাজার প্রকল্প চালু করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। এক বছর মেয়াদি এ প্রকল্পের উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, ‘চট্টগ্রাম নগরীর বিভিন্ন খালে প্রচুর প্লাস্টিক ও পলিথিন জমছে। জলাবদ্ধতার অন্যতম কারণ প্লাস্টিক ও পলিথিন। পলিথিন ও প্লাস্টিক বর্জন করতে পারলে আমরা নগরীর জলাবদ্ধতার স্থায়ী সমাধান পাব।’
বিদ্যানন্দ ফাউন্ডেশনের সদস্যরা জানিয়েছেন, এক কেজি প্লাস্টিকের বিনিময়ে ছয়টি ডিম, আধা কেজি সুজি, একটি পরনের কাপড় মিলবে। আবার তিন কেজি পলিথিন বা প্লাস্টিকের পরিবর্তে এক কেজি চিনি, দুই কেজি আটা; চার কেজির বিনিময়ে একটি মাছ, এক লিটার সোয়াবিন তেল এবং ছয় কেজির বিনিময়ে একটি মুরগি পাওয়া যাবে।
গৃহস্থালি পণ্যের পাশাপাশি শিক্ষা উপকরণও সংগ্রহ করা যাবে। এক কেজি প্লাস্টিক বা পলিথিনের বিনিময়ে ১২টি কলম, কিংবা চারটি পেনসিল অথবা খাতা সংগ্রহ করা যাবে। আট কেজি প্লাস্টিক বা পলিথিন দিলে মিলবে একটি স্কুল ব্যাগ।
এই প্রকল্পের মাধ্যমে দুবি লাখ কেজি পরিত্যক্ত প্লাস্টিক রিসাইকেল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাজারে যেখানে প্রতি কেজি পরিত্যক্ত প্লাস্টিকের দাম ২০-২৫ টাকা, সেখানে এই প্রকল্পে বিদ্যানন্দ দিচ্ছে ৫০-৮০ টাকা পযন্ত দাম।
জানা গেছে, এই প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা দিবে চট্টগ্রাম সিটি করপোরেশন। এই প্রকল্প সফল হলে আরও বৃহৎ আকারে এই প্রকল্পের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে আয়োজকদের।
প্লাস্টিকের বিনিময়ে এমন বাজার সংগ্রহ করতে আজ সোমবার সকাল থেকে সেখানে জড়ো হয় বিভিন্ন বয়সী মানুষ।
ঢাকার বায়ুমানের অবনতি হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার বায়ুমান ১৭৮, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। গতকাল সোমবার সকালে এ সময় ঢাকার অবস্থান ছিল ১২ তম স্থানে।
১ ঘণ্টা আগেমৃদু তাপপ্রবাহ শেষে রাজধানী ঢাকাসহ দেশের কিছু এলাকায় বজ্রঝড় বয়ে গেছে। ফলে তাপমাত্রা কিছুটা কমেছে। আগামী তিন দিন এ অবস্থা অপরিবর্তিত থাকতে পারে। তবে এ মাসে তাপমাত্রা বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১ ঘণ্টা আগেসারা দেশে তাপমাত্রা আজ অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকবে। যেকারণে, অস্বস্তিভাব থাকবে।
১ দিন আগেরাজধানী ঢাকার বাতাসের মানের আজ কিছুটা উন্নতি দেখা গেছে। তবে আজকের বাতাস সতর্কতামূলক এবং সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় বিশ্বের দূষিত শহরের তালিকায় ১২তম অবস্থানে রয়েছে ঢাকা। একিউআইয়ের নির্ধারিত মানদণ্ডে বাতাসের গুণমান বেড়েছে...
১ দিন আগে