
হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা ভিভিয়ান ডিসেনা কয়েকদিন আগে সংবাদের শিরোনাম হয়েছিলেন লুকিয়ে বিয়ে করার কারণে। এবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ক্রোড়পত্র বম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা তাঁর বিয়ে এবং ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে খোলামেলা কথা বলেছেন।
ভিভিয়ান বলেন, ‘ইসলাম গ্রহণে আমার জীবনে তেমন কোনো পরিবর্তন হয়নি। জন্মসূত্রে আমি খ্রিস্টান, এখন ইসলাম ধর্ম অনুসরণ করি। ২০১৯ সালের পবিত্র রমজান মাস থেকে আমি ইসলাম ধর্ম অনুসরণ করছি। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অনেক শান্তি ও স্বস্তি পাই।’
এই সাক্ষাৎকারে নিজের বিয়ের খবরও স্বীকার করে নিয়েছেন ভিভিয়ান ডিসেনা। জানিয়েছেন তিনি সম্প্রতি তার সঙ্গী নুরান আলির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এবং তাঁদের ৪ মাসের একটি কন্যা সন্তানও রয়েছে। অভিনেতা বলেন, ‘হ্যাঁ, আমি বিবাহিত এবং আমার চার মাসের একটি মেয়ে রয়েছে।
চলতি রমজানের শুরুতে তাঁর সমস্ত ভক্তদের শুভেচ্ছা জানিয়েছিলেন ভিভিয়ান। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘সর্বশক্তিমান। রমজানের এই বরকতময় প্রথম শুক্রবারে আমাদেরকে সেই মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করুন যারা আপনার জন্য আন্তরিকভাবে রোজা রাখে। আপনি আমাদের রোজা ও রাতের প্রার্থনা কবুল করুন যা আমরা মন থেকে পালন করে থাকি। সব ভুল থেকে দূরে রাখুন এবং আমাদের সমস্ত গোনাহ মাফ করুন।
অনেকদিন ধরেই অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন অভিনেতা ভিভিয়ান ডিসেনা। ‘মধুবালা’ এবং ‘শক্তির’ মতো জনপ্রিয় সিরিয়াল অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পেয়েছিলেন।

হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা ভিভিয়ান ডিসেনা কয়েকদিন আগে সংবাদের শিরোনাম হয়েছিলেন লুকিয়ে বিয়ে করার কারণে। এবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ক্রোড়পত্র বম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা তাঁর বিয়ে এবং ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে খোলামেলা কথা বলেছেন।
ভিভিয়ান বলেন, ‘ইসলাম গ্রহণে আমার জীবনে তেমন কোনো পরিবর্তন হয়নি। জন্মসূত্রে আমি খ্রিস্টান, এখন ইসলাম ধর্ম অনুসরণ করি। ২০১৯ সালের পবিত্র রমজান মাস থেকে আমি ইসলাম ধর্ম অনুসরণ করছি। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অনেক শান্তি ও স্বস্তি পাই।’
এই সাক্ষাৎকারে নিজের বিয়ের খবরও স্বীকার করে নিয়েছেন ভিভিয়ান ডিসেনা। জানিয়েছেন তিনি সম্প্রতি তার সঙ্গী নুরান আলির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এবং তাঁদের ৪ মাসের একটি কন্যা সন্তানও রয়েছে। অভিনেতা বলেন, ‘হ্যাঁ, আমি বিবাহিত এবং আমার চার মাসের একটি মেয়ে রয়েছে।
চলতি রমজানের শুরুতে তাঁর সমস্ত ভক্তদের শুভেচ্ছা জানিয়েছিলেন ভিভিয়ান। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘সর্বশক্তিমান। রমজানের এই বরকতময় প্রথম শুক্রবারে আমাদেরকে সেই মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করুন যারা আপনার জন্য আন্তরিকভাবে রোজা রাখে। আপনি আমাদের রোজা ও রাতের প্রার্থনা কবুল করুন যা আমরা মন থেকে পালন করে থাকি। সব ভুল থেকে দূরে রাখুন এবং আমাদের সমস্ত গোনাহ মাফ করুন।
অনেকদিন ধরেই অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন অভিনেতা ভিভিয়ান ডিসেনা। ‘মধুবালা’ এবং ‘শক্তির’ মতো জনপ্রিয় সিরিয়াল অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পেয়েছিলেন।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১ দিন আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১ দিন আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১ দিন আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে