
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্মিত হলো এক খণ্ডের বিশেষ নাটক ‘চারুকাব্য’। প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির ও খায়রুল বাসার। প্রচারিত হবে শুক্রবার (১৫ অক্টোবর) রাত ৮টায় আরটিভিতে।
‘চারুকাব্য’ নাটকের গল্পে দেখা যাবে, চারু আর মিহির বিয়ে। মিহিরের মামাত ভাই কাব্য মা বাবাসহ কানাডা থেকে এই উপলক্ষেই আসা। সবাই মিলে খুব কেনা কাটাও করে। আংটিবদল হয়। বিয়েতে দেরী করতে চায় না দুই পরিবারের কেউ। বিয়ের আগে নানা কারনেই চারু আর কাব্যর বেশ কয়েকবার দেখা হয়। কাব্য কোনোভাবেই কুল কিনারা করতে পারে না এত বিপরীত দুইটা মানুষ বিয়ে কেন করতে যাচ্ছে। ও নানা সময়ে জানতে চায় ওদের প্রথম দেখা প্রথম প্রপোজ কিভাবে হয়েছিল। গল্পগুলো যখনই শুনতে থাকে ভাবে মিহিরের জায়গায় ও থাকলে দিনটা কেমন হত। ও কি করত। ওর হতে থাকে আসলেই যেন সেই দিনটা ওর জীবনে ছিল। ও বুঝতে পারে না ওর কেন এমন হচ্ছে। রাতে কাব্য স্বপ্ন দেখে ওর সাথে বিয়ে হচ্ছে চারুর।
এর মধ্যে একদিন রাতে চারুর সাথে দেখা করতে কাব্যর সাথে বাইকে করে বের হয় মিহির। একটা এক্সিডেন্টে দুইজনই প্রচণ্ড আহত হয়। ঘটনাস্থলে মারা যায় মিহির। চারুর বাসার সবাই ভেঙ্গে পরে। কাব্য ওর বাসায় জানায় ও চারুকে বিয়ে করতে চায়। কাব্যর মা প্রথমে রাজি হয় না। কাব্য বুঝায়। ওদের বাসা থেকে প্রস্তাব যায়। চারুর বাসায় সবাই খুশি হলেও চারু ভাবতে থাকে ও অপয়া। ও আর কোন ভাবেই বিয়ে করতে চায় না। কাব্য নানা ভাবে চেস্টা করে বুঝানোর। কিন্তু চারুর মা বাবা চায় নির্ধারিত তারিখেই বিয়েটা হোক। নাহলে পড়ে চারুর বিয়ে দিতে সমস্যা হবে।’
নাটকের গল্প এভাবেই আগায়। গত দুইদিন ঢাকার বিভিন্ন স্থানে শুটিং হয়েছে এই নাটকের। খায়রুল বাশার বলেন,‘ রোমান্টিক নাটক। আমি আর সাফা এর আগেও জুটি হয়ে অভিনয় করেছি। নাটকগুলো বেশ জনপ্রিয়তাও পেয়েছে। আশা করছি এই মিষ্টি গল্পটাও মানুষ সুন্দরভাবে গ্রহণ করবেন।’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্মিত হলো এক খণ্ডের বিশেষ নাটক ‘চারুকাব্য’। প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির ও খায়রুল বাসার। প্রচারিত হবে শুক্রবার (১৫ অক্টোবর) রাত ৮টায় আরটিভিতে।
‘চারুকাব্য’ নাটকের গল্পে দেখা যাবে, চারু আর মিহির বিয়ে। মিহিরের মামাত ভাই কাব্য মা বাবাসহ কানাডা থেকে এই উপলক্ষেই আসা। সবাই মিলে খুব কেনা কাটাও করে। আংটিবদল হয়। বিয়েতে দেরী করতে চায় না দুই পরিবারের কেউ। বিয়ের আগে নানা কারনেই চারু আর কাব্যর বেশ কয়েকবার দেখা হয়। কাব্য কোনোভাবেই কুল কিনারা করতে পারে না এত বিপরীত দুইটা মানুষ বিয়ে কেন করতে যাচ্ছে। ও নানা সময়ে জানতে চায় ওদের প্রথম দেখা প্রথম প্রপোজ কিভাবে হয়েছিল। গল্পগুলো যখনই শুনতে থাকে ভাবে মিহিরের জায়গায় ও থাকলে দিনটা কেমন হত। ও কি করত। ওর হতে থাকে আসলেই যেন সেই দিনটা ওর জীবনে ছিল। ও বুঝতে পারে না ওর কেন এমন হচ্ছে। রাতে কাব্য স্বপ্ন দেখে ওর সাথে বিয়ে হচ্ছে চারুর।
এর মধ্যে একদিন রাতে চারুর সাথে দেখা করতে কাব্যর সাথে বাইকে করে বের হয় মিহির। একটা এক্সিডেন্টে দুইজনই প্রচণ্ড আহত হয়। ঘটনাস্থলে মারা যায় মিহির। চারুর বাসার সবাই ভেঙ্গে পরে। কাব্য ওর বাসায় জানায় ও চারুকে বিয়ে করতে চায়। কাব্যর মা প্রথমে রাজি হয় না। কাব্য বুঝায়। ওদের বাসা থেকে প্রস্তাব যায়। চারুর বাসায় সবাই খুশি হলেও চারু ভাবতে থাকে ও অপয়া। ও আর কোন ভাবেই বিয়ে করতে চায় না। কাব্য নানা ভাবে চেস্টা করে বুঝানোর। কিন্তু চারুর মা বাবা চায় নির্ধারিত তারিখেই বিয়েটা হোক। নাহলে পড়ে চারুর বিয়ে দিতে সমস্যা হবে।’
নাটকের গল্প এভাবেই আগায়। গত দুইদিন ঢাকার বিভিন্ন স্থানে শুটিং হয়েছে এই নাটকের। খায়রুল বাশার বলেন,‘ রোমান্টিক নাটক। আমি আর সাফা এর আগেও জুটি হয়ে অভিনয় করেছি। নাটকগুলো বেশ জনপ্রিয়তাও পেয়েছে। আশা করছি এই মিষ্টি গল্পটাও মানুষ সুন্দরভাবে গ্রহণ করবেন।’

প্রতি বছর শীতের মৌসুমে নতুনভাবে জেগে ওঠে সংগীতাঙ্গন। এ সময়ে শহরে গ্রামে আয়োজিত হয় গানের অনুষ্ঠান। শিল্পীরা ব্যস্ত সময় কাটান ইনডোর ও আউটডোরে আয়োজিত এসব কনসার্টে। শ্রোতারাও সামনাসামনি প্রিয় শিল্পী ও ব্যান্ডের পারফরম্যান্স উপভোগের সুযোগ পান।
২ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ প্রিমিয়ার হবে আহমেদ হাসান সানি পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক...
২ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দুই শুক্রবার মুক্তি পায়নি কোনো সিনেমা। অবশেষে তৃতীয় শুক্রবার থেকে নতুন সিনেমার পোস্টার পড়ল প্রেক্ষাগৃহে। দেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র সঙ্গে মুক্তি পাচ্ছে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা পরিচালিত অ্যানিমেশন সিনেমা ‘সুলতানাস ড্রিম’।
২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে