
কয়েক মাস দেশে ছিলেন না জিয়াউল ফারুক অপূর্ব। ছুটি কাটাতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। গত ফেব্রুয়ারির শেষ দিকে ফেরেন ঢাকায়। কয়েক মাস অভিনয় থেকে একেবারেই দূরে ছিলেন। সঙ্গে ছিল না লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ততা। অপূর্ব চেয়েছিলেন এই অবসরে কিছু পরিকল্পনা এগিয়ে নিতে। দেশে ফিরে একের পর এক সেই পরিকল্পনারই বাস্তব রূপ দিচ্ছেন এই অভিনেতা।
দুই দিন আগে সঞ্জয় সমদ্দারের পরিচালনায় ‘নিহত নক্ষত্র’ নাটকে অভিনয় করলেন অপূর্ব। মুক্তিযুদ্ধের এই গল্পে তিনি আছেন শহীদ আজাদ চরিত্রে। এই নাটকের সেটেই আরেকটি বড় কাজের ঘোষণা দিলেন অভিনেতা। প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন তিনি। নাম ‘পাস্ট টেনস’। এই সিরিজে অপূর্বকে দেখা যাবে ক্রাইম রিপোর্টার আশরাফ চৌধুরীর চরিত্রে। এর আগে ২০১৯ সালে শিহাব শাহীনের পরিচালনায় ‘দ্বিতীয় কৈশোর’ দিয়ে ওয়েব কনটেন্টে কাজ শুরু করেন অপূর্ব। তবে সেটি ছিল ওয়েব ফিল্ম।
অপূর্ব জানিয়েছেন, ‘পাস্ট টেনস’ শ্বাসরুদ্ধকর থ্রিলার গল্প। চিত্রনাট্যের পরতে পরতে থাকবে রাজনীতি, জীবনের বিভিন্ন সংকট আর কিছু অতীত খোঁজার গল্প। একজন নামকরা ক্রাইম রিপোর্টারের চোখ দিয়েই দেখানো হবে গল্পের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। এ সিরিজে তিনি এমন লুকে হাজির হবেন, যেভাবে আগে কখনো দেখা যায়নি তাঁকে। সিরিজের শুটিং শুরু হবে এ মাসের শেষের দিকে। শুটিং হবে ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে।
সিরিজটিতে অপূর্বর অভিনয়ের কথা জানা গেলেও তাঁর নায়িকা কে থাকছেন, সেটি এখনই খোলাসা করতে চাইছেন না নির্মাতা সঞ্জয় সমদ্দার। তিনি জানিয়েছেন, নায়িকার বিষয়টি চমক হিসেবে থাকছে, দু-এক দিনের মধ্যেই জানানো হবে।
সঞ্জয় সমদ্দারের গল্প ও চিত্রনাট্যে সাত পর্বের সিরিজ পাস্ট টেনস নির্মিত হবে ওটিটি প্ল্যাটফর্ম সিনেবাজেরের ব্যানারে।

কয়েক মাস দেশে ছিলেন না জিয়াউল ফারুক অপূর্ব। ছুটি কাটাতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। গত ফেব্রুয়ারির শেষ দিকে ফেরেন ঢাকায়। কয়েক মাস অভিনয় থেকে একেবারেই দূরে ছিলেন। সঙ্গে ছিল না লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ততা। অপূর্ব চেয়েছিলেন এই অবসরে কিছু পরিকল্পনা এগিয়ে নিতে। দেশে ফিরে একের পর এক সেই পরিকল্পনারই বাস্তব রূপ দিচ্ছেন এই অভিনেতা।
দুই দিন আগে সঞ্জয় সমদ্দারের পরিচালনায় ‘নিহত নক্ষত্র’ নাটকে অভিনয় করলেন অপূর্ব। মুক্তিযুদ্ধের এই গল্পে তিনি আছেন শহীদ আজাদ চরিত্রে। এই নাটকের সেটেই আরেকটি বড় কাজের ঘোষণা দিলেন অভিনেতা। প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন তিনি। নাম ‘পাস্ট টেনস’। এই সিরিজে অপূর্বকে দেখা যাবে ক্রাইম রিপোর্টার আশরাফ চৌধুরীর চরিত্রে। এর আগে ২০১৯ সালে শিহাব শাহীনের পরিচালনায় ‘দ্বিতীয় কৈশোর’ দিয়ে ওয়েব কনটেন্টে কাজ শুরু করেন অপূর্ব। তবে সেটি ছিল ওয়েব ফিল্ম।
অপূর্ব জানিয়েছেন, ‘পাস্ট টেনস’ শ্বাসরুদ্ধকর থ্রিলার গল্প। চিত্রনাট্যের পরতে পরতে থাকবে রাজনীতি, জীবনের বিভিন্ন সংকট আর কিছু অতীত খোঁজার গল্প। একজন নামকরা ক্রাইম রিপোর্টারের চোখ দিয়েই দেখানো হবে গল্পের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। এ সিরিজে তিনি এমন লুকে হাজির হবেন, যেভাবে আগে কখনো দেখা যায়নি তাঁকে। সিরিজের শুটিং শুরু হবে এ মাসের শেষের দিকে। শুটিং হবে ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে।
সিরিজটিতে অপূর্বর অভিনয়ের কথা জানা গেলেও তাঁর নায়িকা কে থাকছেন, সেটি এখনই খোলাসা করতে চাইছেন না নির্মাতা সঞ্জয় সমদ্দার। তিনি জানিয়েছেন, নায়িকার বিষয়টি চমক হিসেবে থাকছে, দু-এক দিনের মধ্যেই জানানো হবে।
সঞ্জয় সমদ্দারের গল্প ও চিত্রনাট্যে সাত পর্বের সিরিজ পাস্ট টেনস নির্মিত হবে ওটিটি প্ল্যাটফর্ম সিনেবাজেরের ব্যানারে।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১৯ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
২০ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
২০ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
২০ ঘণ্টা আগে