বিনোদন প্রতিবেদক, ঢাকা

নাটক দিয়েই পরিচিতি পেয়েছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। প্রশংসিত হয়েছে তাঁর ‘যে জীবন ফড়িং এর’, ‘ছায়াফেরী’, ‘রোদ মেখো সূর্যমুখী’, ‘ধুলোর মানুষ মানুষের ঘ্রাণ’, ‘অক্ষয় কোম্পানির জুতো’ নাটকগুলো। মাঝে সিনেমা বানানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় নাটক থেকে দূরে ছিলেন তিনি। এ ছাড়া নিজের ব্যান্ড নিয়েও ছিলেন ব্যস্ত। মাসুদ হাসান উজ্জ্বল সর্বশেষ নাটক বানিয়েছেন ২০১৭ সালে। আট বছর পর আবারও নাটক নির্মাণে ফিরলেন এই নির্মাতা। তৌসিফ মাহবুব ও নাজনীন নিহাকে নিয়ে বানিয়েছেন ‘চুপকথা’ নামের নাটক।
মহসীন মেহেদীর গল্পে নাটকটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন উজ্জ্বল নিজেই; যাতে উঠে আসবে সমাজের বিত্তবান পরিবারের ভিন্ন এক প্রেমের গল্প। নির্মাতা জানান, চুপকথা নাটকটি প্রেম ও প্রকৃতির গল্প।
‘চুপকথা’ প্রসঙ্গে উজ্জ্বল বলেন, ‘এবারই প্রথম অন্য কারও গল্প নিয়ে কাজ করেছি। কারণ, গল্পটা আমাকে টেনেছে। গল্পটা প্রেমের। তার সঙ্গে সোসাইটির নানাবিধ প্রসঙ্গ এসেছে। নির্মাণের সময় সামাজিক দায়বদ্ধতার বিষয়টি বরাবরই মাথায় রাখি, এবারও ছিল।’
দীর্ঘদিন পর নাটক নির্মাণ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘নাটকের অডিয়েন্স মিস করছিলাম। আমি মনে করি, এখনো আমাদের বড়সংখ্যক অডিয়েন্স রয়েছে নাটকে। ফলে সিনেমার জন্য এই মানুষগুলোকে লম্বা সময় অ্যাভয়েড করা ঠিক নয়। একটা সিনেমা বানাতে আমার ৪-৫ বছর সময় চলে যায়। সেই ফাঁকে নাটকের দর্শকের জন্যও কিছু করার পরিকল্পনা থেকেই নাটকে ফেরা।’

কোরবানির ঈদ উপলক্ষে সিএমভি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে চুপকথা নাটকটি। এদিকে মুক্তির অপেক্ষায় আছে মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’ সিনেমা। ইতিমধ্যে শেষ হয়েছে সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির কাজ।

নাটক দিয়েই পরিচিতি পেয়েছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। প্রশংসিত হয়েছে তাঁর ‘যে জীবন ফড়িং এর’, ‘ছায়াফেরী’, ‘রোদ মেখো সূর্যমুখী’, ‘ধুলোর মানুষ মানুষের ঘ্রাণ’, ‘অক্ষয় কোম্পানির জুতো’ নাটকগুলো। মাঝে সিনেমা বানানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় নাটক থেকে দূরে ছিলেন তিনি। এ ছাড়া নিজের ব্যান্ড নিয়েও ছিলেন ব্যস্ত। মাসুদ হাসান উজ্জ্বল সর্বশেষ নাটক বানিয়েছেন ২০১৭ সালে। আট বছর পর আবারও নাটক নির্মাণে ফিরলেন এই নির্মাতা। তৌসিফ মাহবুব ও নাজনীন নিহাকে নিয়ে বানিয়েছেন ‘চুপকথা’ নামের নাটক।
মহসীন মেহেদীর গল্পে নাটকটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন উজ্জ্বল নিজেই; যাতে উঠে আসবে সমাজের বিত্তবান পরিবারের ভিন্ন এক প্রেমের গল্প। নির্মাতা জানান, চুপকথা নাটকটি প্রেম ও প্রকৃতির গল্প।
‘চুপকথা’ প্রসঙ্গে উজ্জ্বল বলেন, ‘এবারই প্রথম অন্য কারও গল্প নিয়ে কাজ করেছি। কারণ, গল্পটা আমাকে টেনেছে। গল্পটা প্রেমের। তার সঙ্গে সোসাইটির নানাবিধ প্রসঙ্গ এসেছে। নির্মাণের সময় সামাজিক দায়বদ্ধতার বিষয়টি বরাবরই মাথায় রাখি, এবারও ছিল।’
দীর্ঘদিন পর নাটক নির্মাণ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘নাটকের অডিয়েন্স মিস করছিলাম। আমি মনে করি, এখনো আমাদের বড়সংখ্যক অডিয়েন্স রয়েছে নাটকে। ফলে সিনেমার জন্য এই মানুষগুলোকে লম্বা সময় অ্যাভয়েড করা ঠিক নয়। একটা সিনেমা বানাতে আমার ৪-৫ বছর সময় চলে যায়। সেই ফাঁকে নাটকের দর্শকের জন্যও কিছু করার পরিকল্পনা থেকেই নাটকে ফেরা।’

কোরবানির ঈদ উপলক্ষে সিএমভি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে চুপকথা নাটকটি। এদিকে মুক্তির অপেক্ষায় আছে মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’ সিনেমা। ইতিমধ্যে শেষ হয়েছে সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির কাজ।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
৭ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
৭ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৭ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
৭ ঘণ্টা আগে