বিনোদন প্রতিবেদক

ঢাকা: এই ঈদে তৌসিফ মাহবুব অভিনীত পঞ্চাশের অধিক নাটক প্রচার হবে। কোনো এক উৎসবে একজন অভিনয়শিল্পীর সর্বোচ্চ নাটক আসার রেকর্ড বলা যায়। এটা নিয়ে তাঁর ভক্তদের মাঝে যেমন উচ্ছ্বাস দেখা গেছে তেমনি অনেকে এটা নিয়ে ট্রল করেছে। শতভাগ কাজ কখনো ভালো হবে না কারো তবে তাঁর ভক্তরা বিশ্বাস করে যে বেশ কিছু ভালো কাজ তারা পাবে। আর এটা বিশ্বাস করার কারণ হচ্ছে এবছর তার অভিনীত কাজ গুলোর মধ্যে বেশির ভাগ কাজই আলোচনায় ছিলো। এই পঞ্চাশটি নাটক প্রায় ৪০জন পরিচালকের পরিচালনায় অভিনয় করেছেন। তাঁর বিপরীতে আছেন ৮জন অভিনেত্রী।
তৌসিফের উল্লেখযোগ্য নাটকগুলো হলো- চিরকাল, নাবিক, ৩০০ টাকার প্রেম ১০০ টাকা, হ্যালো লেডিস, রকিং রিংকু, হারানো দিনের গান, রিভার্স, আওয়াজ, ১০ লাখ মারবেল, উইল ইউ ম্যারি মি, বিপরীতে তুমি আমি, ফরেন বাবুর্চি, ল্যাম্পপোস্ট, একটি অস্থির প্রেম, নাবিক, হ্যালো লেডিস, রিভার্স, রকিং রিংকু, আওয়াজ, ঢাকাইয়া খানদান, হারানো দিনের গান, চান্স, পেইন গেস্ট, ফরেন বাবুর্চি, তেরেকেটে সারেগামা, উই আর ওয়েটার, কেমন আছেন দুলাভাই, যে ছিলো আমার, ম্যারাডোনার ছেলে, একদানে বড় লোক, লাভ ম্যাজিক, মিচকা শয়তান, ইয়েস নো ভেরী গুড, হাওয়াই মিঠাই, টু ইন ওয়ান, পরিণয়, মনের মতো বাগান, অকাজের কাজী, বাবা পুলিশ ছেলে ফুলিশ, বেবি গার্ল, উরাধুরা ভালোবাসা, সাত সতেরো, পাঁচ ভাই চম্পা, ট্রুথ অর ডেয়ার, তুমি শুধু আমার, বিপরীতে তুমি আমি, আমি খুব বিরক্ত, লাইফ গেম, পিছলা, পা।
অন্যদিকে তৌসিফ মাহবুব- সাফা কবির জুটির নাটক আসছে ২২টি। এছাড়া সাফা কবির অভিনয় জোভানের সঙ্গে জুটি হয়েও একাধিক নাটকে অভিনয় করেছেন। সব মিলিয়ে সাফা কবিরের প্রায় ৩০টি নাটক ঈদে প্রচার হবে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে বলা যায়- চিরকাল, নাবিক, আধাঁরী, চরের মাস্টার ইঞ্জিনিয়ার, ঢাকাইয়া খানদান, লকডাউনে প্রেম, যে ছিল আমার, ট্রুথ এন্ড ডেয়ার।

ঢাকা: এই ঈদে তৌসিফ মাহবুব অভিনীত পঞ্চাশের অধিক নাটক প্রচার হবে। কোনো এক উৎসবে একজন অভিনয়শিল্পীর সর্বোচ্চ নাটক আসার রেকর্ড বলা যায়। এটা নিয়ে তাঁর ভক্তদের মাঝে যেমন উচ্ছ্বাস দেখা গেছে তেমনি অনেকে এটা নিয়ে ট্রল করেছে। শতভাগ কাজ কখনো ভালো হবে না কারো তবে তাঁর ভক্তরা বিশ্বাস করে যে বেশ কিছু ভালো কাজ তারা পাবে। আর এটা বিশ্বাস করার কারণ হচ্ছে এবছর তার অভিনীত কাজ গুলোর মধ্যে বেশির ভাগ কাজই আলোচনায় ছিলো। এই পঞ্চাশটি নাটক প্রায় ৪০জন পরিচালকের পরিচালনায় অভিনয় করেছেন। তাঁর বিপরীতে আছেন ৮জন অভিনেত্রী।
তৌসিফের উল্লেখযোগ্য নাটকগুলো হলো- চিরকাল, নাবিক, ৩০০ টাকার প্রেম ১০০ টাকা, হ্যালো লেডিস, রকিং রিংকু, হারানো দিনের গান, রিভার্স, আওয়াজ, ১০ লাখ মারবেল, উইল ইউ ম্যারি মি, বিপরীতে তুমি আমি, ফরেন বাবুর্চি, ল্যাম্পপোস্ট, একটি অস্থির প্রেম, নাবিক, হ্যালো লেডিস, রিভার্স, রকিং রিংকু, আওয়াজ, ঢাকাইয়া খানদান, হারানো দিনের গান, চান্স, পেইন গেস্ট, ফরেন বাবুর্চি, তেরেকেটে সারেগামা, উই আর ওয়েটার, কেমন আছেন দুলাভাই, যে ছিলো আমার, ম্যারাডোনার ছেলে, একদানে বড় লোক, লাভ ম্যাজিক, মিচকা শয়তান, ইয়েস নো ভেরী গুড, হাওয়াই মিঠাই, টু ইন ওয়ান, পরিণয়, মনের মতো বাগান, অকাজের কাজী, বাবা পুলিশ ছেলে ফুলিশ, বেবি গার্ল, উরাধুরা ভালোবাসা, সাত সতেরো, পাঁচ ভাই চম্পা, ট্রুথ অর ডেয়ার, তুমি শুধু আমার, বিপরীতে তুমি আমি, আমি খুব বিরক্ত, লাইফ গেম, পিছলা, পা।
অন্যদিকে তৌসিফ মাহবুব- সাফা কবির জুটির নাটক আসছে ২২টি। এছাড়া সাফা কবির অভিনয় জোভানের সঙ্গে জুটি হয়েও একাধিক নাটকে অভিনয় করেছেন। সব মিলিয়ে সাফা কবিরের প্রায় ৩০টি নাটক ঈদে প্রচার হবে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে বলা যায়- চিরকাল, নাবিক, আধাঁরী, চরের মাস্টার ইঞ্জিনিয়ার, ঢাকাইয়া খানদান, লকডাউনে প্রেম, যে ছিল আমার, ট্রুথ এন্ড ডেয়ার।

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
১ দিন আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে প্রদর্শিত হয়েছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
রাজধানীর তিনটি ভেন্যুতে এ মাসে চারটি প্রদর্শনী নিয়ে ফিরছে নিনাদ নাট্যদলের প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নির্মিত মঞ্চনাটকটি প্রথম মঞ্চে আসে গত অক্টোবরে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও মিরপুরের বিবলিওন বুকস্টোর ক্যাফেতে নাটকটির মোট সাতটি প্রদর্শনী হয়।
১ দিন আগে
বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, নাট্যকার, পরিচালক ও স্থপতি শাকুর মজিদ। নাম দিয়েছেন ‘ভাটিবাংলার অধিরাজ’। ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে নির্মাতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী।
১ দিন আগে