Ajker Patrika

দ্বিতীয়বার করোনা আক্রান্ত আসাদুজ্জামান নূর

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৬: ৪৭
দ্বিতীয়বার করোনা আক্রান্ত আসাদুজ্জামান নূর

সাবেক সংস্কৃতিমন্ত্রী, সাংসদ ও অভিনেতা আসাদুজ্জামান নূর আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জানা যায়, গতকাল (১৬ জানুয়ারি) তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আজ (১৭ জানুয়ারি) সকালে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

আসাদুজ্জামান নূরের করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। তিনি বলেন, ‘জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য নিয়ম অনুযায়ী কোভিড পরীক্ষার নমুনা দিয়েছিলেন নূর। করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট পেয়ে তিনি বাসায় ফিরে এসেছিলেন। এরপর আজ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।’

তিনি জানান, বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর শারীরিকভাবে বেশ সুস্থ আছেন। তার মধ্যে কোনো জটিলতা প্রকাশ পায়নি। এরপরও বাড়তি সতর্কতার জন্য তিনি আজ সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে ২০২০ সালের ডিসেম্বরে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন আসাদুজ্জামান নূর। সে সময়েও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

জোটের সিদ্ধান্ত না মেনে ভোটে জামায়াত প্রার্থী, ক্ষুব্ধ এনসিপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত