
কয়েক বছর ধরেই নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। ২০২২ সালের নভেম্বরে খবর ছড়িয়েছিল, বিয়ে করেছেন রাজীব ও মেহজাবীন। তবে বিষয়টি এড়িয়ে গেছেন দুজনই, বরং বিয়ের খবর প্রকাশ করায় সাংবাদিকদের ওপর বিরক্তি প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন মেহজাবীন। আবারও শোনা গেল এই যুগলের বিয়ের গুঞ্জন। বিভিন্ন গণমাধ্যম নানা সূত্রের বরাত দিয়ে তাঁদের বিয়ের খবর প্রকাশ করেছে। এ মাসেই বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তাঁরা। তবে এ বিষয়ে মেহজাবীন ও রাজীবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে দুজনের কেউই সাড়া দেননি। এ বিষয়ে কোথাও কোনো মন্তব্যও করেননি তাঁরা।
শোনা যাচ্ছে, ২৩ ফেব্রুয়ারি রাজধানীর মধুমতি মডেল টাউনে আয়োজন করা হয়েছে গায়েহলুদের অনুষ্ঠান। পরদিন ২৪ ফেব্রুয়ারি একই জায়গায় হবে বিয়ের আনুষ্ঠানিকতা। সেদিন উপস্থিত থাকবেন দুই তারকার পরিবার ও কাছের মানুষেরা।

প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকবার প্রেম ও বিয়ের খবরে শিরোনাম হয়েছেন মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব। কিন্তু বরাবরই বিষয়টি এড়িয়ে গেছেন তাঁরা। যদিও বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই একসঙ্গে অংশ নিতে দেখা গেছে তাঁদের। বিভিন্ন উপলক্ষে একে অপরকে দিয়েছেন শুভেচ্ছা বার্তা। তবে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি কখনোই খোলাসা করেননি দুজনের কেউই। যদিও একটি সাক্ষাৎকারে মেহজাবীন চৌধুরীকে নিয়ে আদনান আল রাজীব বলেছিলেন, ‘মেহজাবীন আমার জীবনের সেরা ও মূল্যবান ব্যক্তি।’
উল্লেখ্য, জনপ্রিয় অনেক নাটকের অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সিনেমাতেও নজর কেড়েছেন অভিনয়গুণে। গত বছরের ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে মেহজাবীন অভিনীত প্রথম চলচ্চিত্র ‘মালতী’। এটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত।

দক্ষিণ কোরিয়ার বিনোদন অঙ্গনে আবারও নেমে এল শোকের ছায়া। জনপ্রিয় কোরিয়ান গায়িকা মো সু-জিন মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন। তাঁর পরিবার মৃত্যুর কারণ প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর এজেন্সি ‘প্যানিক বাটন’ এক বিবৃতিতে এই দুঃসংবাদ নিশ্চিত করেছে।
৬ ঘণ্টা আগে
বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক নতুন ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’। আজ ৩০ জানুয়ারি রাত ৯টায় প্রচারিত হবে অনুষ্ঠানটির প্রথম পর্ব। উপস্থাপনায় রশিদ সাগর। একক গান, লোকগান, পুঁথিপাঠ, নাচ, নাটিকা, নৃত্যনাট্য, তারকা আড্ডাসহ নানা বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। প্রতি মাসেই ম্যাগাজিন অনুষ্ঠানটির নতুন
৮ ঘণ্টা আগে
বর্তমান যুগ যেখানে অবিরাম কাজ, ক্রমাগত কন্টেন্ট উৎপাদন এবং সারাক্ষণ নিজেকে জাহির করার নেশায় মত্ত, সেখানে দাঁড়িয়ে হুট করে ‘না’ বলাটা অনেকটা বৈপ্লবিক সিদ্ধান্তের মতো শোনায়। ঠিক এই কাজটিই করে দেখালেন ভারতীয় সংগীত জগতের রাজপুত্র অরিজিৎ সিং এবং জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান জাকির খান।
১২ ঘণ্টা আগে
গতকাল নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসর। এবারের আসরে জায়গা করে নিয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের রাজনৈতিক থ্রিলার ‘মাস্টার’। উৎসবের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা বিভাগ বিগ স্ক্রিন কম্পিটিশনে লড়বে সিনেমাটি।
১৮ ঘণ্টা আগে