Ajker Patrika

প্রধানমন্ত্রীর জন্মদিনে ‘দেশরত্ন শেখ হাসিনা’

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০১: ৫৪
প্রধানমন্ত্রীর জন্মদিনে ‘দেশরত্ন শেখ হাসিনা’

২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। এ উপলক্ষে নির্মিত হলো বিশেষ অনুষ্ঠান ‘দেশরত্ন শেখ হাসিনা’। শুটিং শেষে এখন চলছে অনুষ্ঠানটির সম্পাদনার কাজ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনের পরিকল্পনায় নির্মিত বিশেষ এ অনুষ্ঠানটির দৈর্ঘ্য ৪০ মিনিট। ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠানটি প্রচারিত হবে বিটিভিতে।

‘দেশরত্ন শেখ হাসিনা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ডা. নুজহাত চৌধুরীঅনুষ্ঠানে দেশের ৬৪টি জেলার ৬৪ জন শিশু প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাবে এবং তাদের স্বপ্নের কথা বলবে। এছাড়া, ১৯ জন শিশু জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ‘৭৫ শুভ জন্মদিন’ লেখা কেক কাটবে। ১০ জন ঢুলি একসঙ্গে বাজাবেন ঢোল। এ ছাড়া থাকছে শিশুদের কণ্ঠে গান ও নৃত্য পরিবেশনা।

নৃত্য পরিবেশন করবেন তামান্না রহমান ও তাঁর দলপ্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আবৃত্তি করবেন অভিনেতা আসাদুজ্জামান নূর ও অভিনেত্রী নিমা রহমান। নিমা রহমানের আবৃত্তির সঙ্গে নৃত্য পরিবেশন করবেন তামান্না রহমান ও তাঁর দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘স্মৃতির দক্ষিণ দুয়ার’ থেকে অংশবিশেষ পাঠ করবেন অভিনেত্রী মনিরা ইউসুফ মেমী।

শিশুদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থাপিকা ডা. নুজহাত চৌধুরী‘দেশরত্ন শেখ হাসিনা’ অনুষ্ঠানটির গ্রন্থনা করেছেন অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত। উপস্থাপনা করেছেন ডা. নুজহাত চৌধুরী। প্রযোজনা মাহফুজা আক্তার।

অনুষ্ঠানের প্রযোজক মাহফুজা আক্তার বলেন, ‘বর্ণিল আয়োজনে সাজানোর চেষ্টা করেছি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে নির্মিত এই অনুষ্ঠান। শিশু থেকে সিনিয়র শিল্পীদের অংশগ্রহণ অনুষ্ঠানের ভিন্ন মাত্রা যোগ করবে বলে আমাদের বিশ্বাস।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত