বিনোদন প্রতিবেদক

শোবিজ অঙ্গনকে বিদায় বলেছেন অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা—শুক্রবার রাত থেকে এমন খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হয়েছে তামিম মৃধার অভিনয় ছাড়ার খবর। তবে তামিম জানালেন, তিনি কোথাও মিডিয়া ছাড়ার ঘোষণা দেননি।
তামিমের অভিনয় ছাড়ার গুঞ্জন ছড়িয়েছে মূলত একটি পডকাস্টকে কেন্দ্র করে। বৃহস্পতিবার রাতে দ্য মেসেজ পডকাস্ট ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি পডকাস্টে ইসলাম ধর্মে তওবার গুরুত্ব নিয়ে কথা বলেন তামিম মৃধা ও আহমেদ আরেফিন। এরপর তামিমের ভাই সেই পডকাস্ট শেয়ার করে ফেসবুকে জানান, তাঁর ভাই মুলধারার মিডিয়ার কাজ ছেড়ে দিয়েছেন। সেই পোস্ট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
মিডিয়া ছাড়ার গুঞ্জন প্রসঙ্গে তামিম মৃধা বলেন, ‘আমি একটা পডকাস্ট নিয়ে এসেছি। সেটার পরিপ্রেক্ষিতেই সবাই ভাবছে আমি অভিনয় ছেড়ে দিয়েছি। কিন্তু আমি এমন কোনো ঘোষণা করিনি যে মিডিয়া ছেড়ে ইসলামের ছায়াতলে এসেছি। ইসলামিক পডকাস্টের সঙ্গে মিডিয়া ছেড়ে দেওয়ার কোনো সম্পর্ক নেই। কোভিডের পর থেকে এমনিতেই মিডিয়ায় কাজ কম করছি। আমার কাছে মনে হয়েছে, সংখ্যায় কম হলেও অর্থবহ কাজের সঙ্গে সম্পৃক্ত থাকা ভালো। কাজ করতে তো আমার কোনো বাধা নেই। কিন্তু কেউ যদি এটাকে প্রতিষ্ঠিত করে দেয়, আমি মিডিয়া ছেড়ে দিচ্ছি—সেটা ঠিক নয়।’
ইসলামিক পডকাস্ট নিয়ে তামিম বলেন, ‘বিয়ের পর স্ত্রীকে নিয়ে ওমরাহ করতে যাওয়ার পর মনে হলো, আল্লাহর বিধানগুলো সঠিকভাবে জানা প্রয়োজন। এরপর ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে পড়ছিলাম, জানছিলাম ও বোঝার চেষ্টা করছিলাম। সে সময় মনে হলো, যেটুকু শিখছি তা সবার মাঝে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। এরপর পডকাস্টের চিন্তাটা আসে। এ ছাড়া আমাদের সমাজে অদ্ভুত ধরনের একটা মাইন্ড সেট হয়েছে যে টুপি পরলে, পাঞ্জাবি বা জোব্বা পরলে অনেকেই জঙ্গি মনে করে। ওই মিথগুলো ভাঙাটাও একটা কারণ এই পডকাস্টের।’

তামিম জানান, ইতিমধ্যে শেষ হয়েছে এ পডকাস্টের প্রথম পাঁচ পর্বের শুটিং। প্রতি সপ্তাহে একটি পর্ব প্রকাশের ইচ্ছা তাঁর। প্রতি পর্বেই তামিমের সঙ্গে আলোচক হিসেবে থাকবেন আহমেদ আরেফিন।

শোবিজ অঙ্গনকে বিদায় বলেছেন অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা—শুক্রবার রাত থেকে এমন খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হয়েছে তামিম মৃধার অভিনয় ছাড়ার খবর। তবে তামিম জানালেন, তিনি কোথাও মিডিয়া ছাড়ার ঘোষণা দেননি।
তামিমের অভিনয় ছাড়ার গুঞ্জন ছড়িয়েছে মূলত একটি পডকাস্টকে কেন্দ্র করে। বৃহস্পতিবার রাতে দ্য মেসেজ পডকাস্ট ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি পডকাস্টে ইসলাম ধর্মে তওবার গুরুত্ব নিয়ে কথা বলেন তামিম মৃধা ও আহমেদ আরেফিন। এরপর তামিমের ভাই সেই পডকাস্ট শেয়ার করে ফেসবুকে জানান, তাঁর ভাই মুলধারার মিডিয়ার কাজ ছেড়ে দিয়েছেন। সেই পোস্ট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
মিডিয়া ছাড়ার গুঞ্জন প্রসঙ্গে তামিম মৃধা বলেন, ‘আমি একটা পডকাস্ট নিয়ে এসেছি। সেটার পরিপ্রেক্ষিতেই সবাই ভাবছে আমি অভিনয় ছেড়ে দিয়েছি। কিন্তু আমি এমন কোনো ঘোষণা করিনি যে মিডিয়া ছেড়ে ইসলামের ছায়াতলে এসেছি। ইসলামিক পডকাস্টের সঙ্গে মিডিয়া ছেড়ে দেওয়ার কোনো সম্পর্ক নেই। কোভিডের পর থেকে এমনিতেই মিডিয়ায় কাজ কম করছি। আমার কাছে মনে হয়েছে, সংখ্যায় কম হলেও অর্থবহ কাজের সঙ্গে সম্পৃক্ত থাকা ভালো। কাজ করতে তো আমার কোনো বাধা নেই। কিন্তু কেউ যদি এটাকে প্রতিষ্ঠিত করে দেয়, আমি মিডিয়া ছেড়ে দিচ্ছি—সেটা ঠিক নয়।’
ইসলামিক পডকাস্ট নিয়ে তামিম বলেন, ‘বিয়ের পর স্ত্রীকে নিয়ে ওমরাহ করতে যাওয়ার পর মনে হলো, আল্লাহর বিধানগুলো সঠিকভাবে জানা প্রয়োজন। এরপর ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে পড়ছিলাম, জানছিলাম ও বোঝার চেষ্টা করছিলাম। সে সময় মনে হলো, যেটুকু শিখছি তা সবার মাঝে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। এরপর পডকাস্টের চিন্তাটা আসে। এ ছাড়া আমাদের সমাজে অদ্ভুত ধরনের একটা মাইন্ড সেট হয়েছে যে টুপি পরলে, পাঞ্জাবি বা জোব্বা পরলে অনেকেই জঙ্গি মনে করে। ওই মিথগুলো ভাঙাটাও একটা কারণ এই পডকাস্টের।’

তামিম জানান, ইতিমধ্যে শেষ হয়েছে এ পডকাস্টের প্রথম পাঁচ পর্বের শুটিং। প্রতি সপ্তাহে একটি পর্ব প্রকাশের ইচ্ছা তাঁর। প্রতি পর্বেই তামিমের সঙ্গে আলোচক হিসেবে থাকবেন আহমেদ আরেফিন।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
৫ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
৫ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
৭ ঘণ্টা আগে