
ভারতের গত বছরের আলোচিত ছবি পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’। সিনেমাটির ‘নাটু নাটু’ গান ইতিমধ্যে এবারের অস্কারে ‘সেরা মৌলিক গান’-এর পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। কয়েক দিন আগেই জানা গিয়েছিল এবারের অস্কারের মঞ্চে গানটি পরিবেশিত হবে। এবার এই গানে কে পারফর্ম করবেন তা জানা গেল। গায়ক রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরবের পরিবেশনায় গানটিতে নাচবেন আমেরিকান অভিনেত্রী-নৃত্যশিল্পী লরেন গটলিব। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
বলিউডের সিনেমা ‘এনি বডি ক্যান ডান্স’ অভিনেত্রী লরেন গটলিব টুইটারে লেখেন, ‘বিশেষ খবর!!! আমি অস্কারে নাটু নাটুতে পারফর্ম করছি!!!!!! আমি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে উত্তেজিত। আমার সৌভাগ্য কামনা করুন।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে জুনিয়র এনটিআর জানিয়েছিলেন, তিনি বা রামচরণ এই গানে নাচবেন না। সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছিলেন—এম এম কিরাবানি, রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব গানটি পরিবেশনা করবেন।
ব্যবসায়িক সফলতা থেকে সম্মাননা, সব পেয়েছে পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’। সিনেমাটির গান ‘নাটু নাটু’ ভারতের প্রথম গান হিসেবে ৯৫তম একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ‘সেরা মৌলিক গান’ বিভাগে। এম এম কিরাবানির সংগীত পরিচালনায় গানটি গেয়েছিলেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব।
হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের এবারের আসরের সমালোচকদের চোখে সেরা বিদেশি সিনেমা, সেরা অ্যাকশন সিনেমা ও সেরা স্টান্টস বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ‘আরআরআর’। সেরা মৌলিক গানের পুরস্কার পেয়েছিল এই সিনেমার গান ‘নাটু নাটু’। ‘নাটু নাটু’ গানের জন্য সম্প্রতি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডও জিতে নিয়েছিল সিনেমাটি।

ভারতের গত বছরের আলোচিত ছবি পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’। সিনেমাটির ‘নাটু নাটু’ গান ইতিমধ্যে এবারের অস্কারে ‘সেরা মৌলিক গান’-এর পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। কয়েক দিন আগেই জানা গিয়েছিল এবারের অস্কারের মঞ্চে গানটি পরিবেশিত হবে। এবার এই গানে কে পারফর্ম করবেন তা জানা গেল। গায়ক রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরবের পরিবেশনায় গানটিতে নাচবেন আমেরিকান অভিনেত্রী-নৃত্যশিল্পী লরেন গটলিব। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
বলিউডের সিনেমা ‘এনি বডি ক্যান ডান্স’ অভিনেত্রী লরেন গটলিব টুইটারে লেখেন, ‘বিশেষ খবর!!! আমি অস্কারে নাটু নাটুতে পারফর্ম করছি!!!!!! আমি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে উত্তেজিত। আমার সৌভাগ্য কামনা করুন।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে জুনিয়র এনটিআর জানিয়েছিলেন, তিনি বা রামচরণ এই গানে নাচবেন না। সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছিলেন—এম এম কিরাবানি, রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব গানটি পরিবেশনা করবেন।
ব্যবসায়িক সফলতা থেকে সম্মাননা, সব পেয়েছে পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’। সিনেমাটির গান ‘নাটু নাটু’ ভারতের প্রথম গান হিসেবে ৯৫তম একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ‘সেরা মৌলিক গান’ বিভাগে। এম এম কিরাবানির সংগীত পরিচালনায় গানটি গেয়েছিলেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব।
হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের এবারের আসরের সমালোচকদের চোখে সেরা বিদেশি সিনেমা, সেরা অ্যাকশন সিনেমা ও সেরা স্টান্টস বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ‘আরআরআর’। সেরা মৌলিক গানের পুরস্কার পেয়েছিল এই সিনেমার গান ‘নাটু নাটু’। ‘নাটু নাটু’ গানের জন্য সম্প্রতি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডও জিতে নিয়েছিল সিনেমাটি।

মারা গেছেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১৬ ঘণ্টা আগে
আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
২১ ঘণ্টা আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
২১ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
২১ ঘণ্টা আগে