Ajker Patrika

জরিমানা গুনতে হলো পুষ্পারাজকে

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১৪: ২৮
জরিমানা গুনতে হলো পুষ্পারাজকে

দক্ষিণী সুপারহিট ‘পুষ্পা’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্র ‘পুষ্পারাজ’ অসংখ্যবার ট্রাফিক পুলিশের চোখ ফাঁকি দিতে পারলেও বাস্তবে একবারও পারলেন না। রীতিমতো জরিমানা গুনতে হলো ‘পুষ্পারাজ’ খ্যাত আল্লু অর্জুনকে। জনপ্রিয় এই দক্ষিণী সুপারস্টার সম্প্রতি ট্রাফিক নিয়ম লঙ্ঘন করায় জরিমানার মুখে পড়েন।

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানা যায়, ট্রাফিক নিয়ম ভেঙে গাড়ির কাচ কালো রাখার জন‍্য হায়দরাবাদ পুলিশ জরিমানা করে আল্লু অর্জুনকে। নিজের বিলাসবহুল ল‍্যান্ড রোভার রেঞ্জ রোভার লাক্সারি এসইউভি গাড়িটির কাচ কালো রাখার জন‍্য জরিমানার মুখে পড়েন অভিনেতা। হায়দরাবাদ পুলিশ তাঁকে ৭০০ রুপি জরিমানা করে। 

জরিমানা গুনতে হলো ‘পুষ্পারাজ’ খ্যাত আল্লু অর্জুনকে।ভারতে গাড়িতে কালো কাচ ব্যবহার করা নিষিদ্ধ। নিষেধাজ্ঞা থাকার পরও আল্লুর গাড়িতে ওই কাচ থাকায় জরিমানা করা হয়। এর আগে অভিনেতা কল‍্যাণ রাম ও পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসও একই কারণে পুলিশি জটিলতায় পড়েছিলেন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত দক্ষিণী সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। কেবল দেশে নয়, দেশের বাইরেও তুমুল জনপ্রিয়তা পায় সিনেমাটি। সবার মুখে মুখে ছিল এর জনপ্রিয় সংলাপগুলো। ইতিমধ্যে ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং শুরু হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

ভোলায় তরুণকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

ইসলামী আন্দোলন জোট ছাড়বে, প্রত্যাশা করিনি: আসিফ মাহমুদ

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত