Ajker Patrika

বিজেপির জনসভায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে কেরালা স্টোরির কলাকুশলীরা

বিজেপির জনসভায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে কেরালা স্টোরির কলাকুশলীরা

গতকাল রোববার ভারতের তেলেঙ্গানা রাজ্যের করিমনগরে বিজেপির নেতৃত্বে আয়োজিত হিন্দু একতা জনসভায় অংশ নেওয়ার কথা ছিল ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার কলাকুশলীদের। কিন্তু সেখানে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন সিনেমাটির পরিচালক সুদীপ্ত সেন ও অভিনেত্রী আদা শর্মা। আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়া।

বিষয়টি নিশ্চিত করে সিনেমাটির অভিনেত্রী আদা শর্মা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি ভালো আছি বন্ধুরা। আপনার অনেক অনেক বার্তা পেয়েছি, আপনারা উদ্বিগ্ন হয়েছেন বুঝতে পারছি। আমাদের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়েছে। এটুকুই বলতে পারি, আমরা দলের সবাই ঠিক আছি। বড় কোনও বিপদ হয়নি। অনেক ধন্যবাদ আপনাদের।’

যদিও এর আগে দুর্ঘটনার আভাস দিয়েছিলেন পরিচালক নিজেই। সুদীপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আজ আমাদের যাওয়ার কথা ছিল করিমনগরে, এক জনসভায় যুবক-যুবতীদের ভিড়ে আমাদের সিনেমাটি নিয়ে কথা হত। কিন্তু হঠাৎ স্বাস্থ্যের অবনতি হওয়ায় যেতে পারলাম না অত দূর। খুব খুব দুঃখিত আমরা। করিমনগরের মানুষের কাছে ক্ষমাপ্রার্থী। সিনেমাটি বানিয়েছিলাম আমাদের কন্যাদের রক্ষা করতে। দয়া করে পাশে থাকুন।’

সম্প্রতি মুক্তি পাওয়া ভারতের আলোচিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে উত্তাপ ছড়িয়েছে ভারতের রাজনৈতিক অঙ্গনে। বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর পর এই সিনেমাটি নিয়ে ভারতের রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থান নিয়েছে। আপত্তি জানিয়েছিল কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজায়ন। সিনেমাটির মাধ্যমে কেরালার ধর্মনিরপেক্ষ পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে, এমনই অভিযোগ তাঁর। তবে শুধু সিপিআইএম নয়, সিনেমাটির মুক্তির পর থেকেই নিষেধাজ্ঞা চেয়ে সরব কংগ্রেসও। তবে এত বিতর্কের মধ্যও সিনেমাটির সমর্থন দিয়ে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি।

গত ৫ মে হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়লাম ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি ইদনানি, বিজয় কৃষ্ণ, প্রণয় পাচৌরি, প্রণব মিশ্র প্রমুখ। বিতর্কের মধ্যেও বক্স অফিসে বেশ ভালো অবস্থানে রয়েছে সুদীপ্ত সেন পরিচালিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। ভারতের কেরালা ও পশ্চিমবঙ্গে নিষিদ্ধের পরেও অন্য রাজ্যে বেশ ভালোই চলছে সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত