
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। সুপারস্টার হওয়ার পরও তাঁর সাধারণ জীবনযাপন হয়েছে খবরের শিরোনাম। ২০২২ সালে ‘লাইগার’ দিয়ে বলিউডে অভিষেক হয় বিজয়ের। আর সিনেমাটির প্রচারে চপ্পল পরে হাজির হয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। সম্প্রতি জীবনযাপন নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইম অব ইন্ডিয়ার সঙ্গে কথা বলেছেন অভিনেতা। সেখানেই জানিয়েছেন মধ্যবিত্ত জীবনযাপনে বিশ্বাসী এই দক্ষিণী তারকা।
ই-টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বিজয় জানান, যে পোশাকে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই পোশাকই বেছে নেন তিনি। প্রায় ৩০ দিন ‘লাইগার’ ছবির প্রচারের কর্মসূচি ছিল। অভিনেতার মতে, প্রতিদিন ভিন্ন পোশাক ও জুতা বাছাইয়ে অনেকটা সময় চলে যায়। তাই হাওয়াই চপ্পলই তাঁর কাছে প্রথম পছন্দ।
কিছুদিন আগে পুরস্কারসংক্রান্ত বিষয়েও শিরোনামে এসেছিলেন বিজয়। নিজের অর্জিত পুরস্কারের প্রতি বিশেষ আকর্ষণ নেই অভিনেতার। কখনো তা নিলামে তোলেন, আবার কখনো সেটি অন্যকে দিয়ে দেন! এমনই অদ্ভুত মনের মানুষ এই অভিনেতা।
সাফল্যের শিখর ছুঁলেও পা সব সময় মাটিতে। আজও মধ্যবিত্ত জীবনযাপনে বিশ্বাসী বিজয় দেবেরাকোন্ডা। সম্প্রতি হায়দরাবাদের একটি অনুষ্ঠানে অভিনেতা জানিয়েছেন, জীবন পালটে গেলেও এখনো তিনি মধ্যবিত্ত ছেলে। তাঁর কথায়, ‘এখনো শ্যাম্পুর বোতলে পানি ভরে ব্যবহার করার অভ্যাস রয়েছে আমার। শ্যাম্পু শেষ হয়ে যাওয়ার আগে যাতে সবটুকু ব্যবহার করতে পারি।’
উল্লেখ্য, গতকাল বিজয় পালন করেছেন ৩৫তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে দুটি নতুন ছবির ঘোষণা করলেন অভিনেতা। দিল রাজু প্রযোজিত রবি কিরণ কোলার পরিচালনায় অ্যাকশন ঘরানার একটি ছবি করবেন অভিনেতা। অন্য ছবিটিতে রাহুল সংকৃত্যায়নের সঙ্গে জুটি বাঁধছেন বিজয়। সে ছবিটি মূলত পিরিয়ড অ্যাকশন ড্রামা।

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। সুপারস্টার হওয়ার পরও তাঁর সাধারণ জীবনযাপন হয়েছে খবরের শিরোনাম। ২০২২ সালে ‘লাইগার’ দিয়ে বলিউডে অভিষেক হয় বিজয়ের। আর সিনেমাটির প্রচারে চপ্পল পরে হাজির হয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। সম্প্রতি জীবনযাপন নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইম অব ইন্ডিয়ার সঙ্গে কথা বলেছেন অভিনেতা। সেখানেই জানিয়েছেন মধ্যবিত্ত জীবনযাপনে বিশ্বাসী এই দক্ষিণী তারকা।
ই-টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বিজয় জানান, যে পোশাকে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই পোশাকই বেছে নেন তিনি। প্রায় ৩০ দিন ‘লাইগার’ ছবির প্রচারের কর্মসূচি ছিল। অভিনেতার মতে, প্রতিদিন ভিন্ন পোশাক ও জুতা বাছাইয়ে অনেকটা সময় চলে যায়। তাই হাওয়াই চপ্পলই তাঁর কাছে প্রথম পছন্দ।
কিছুদিন আগে পুরস্কারসংক্রান্ত বিষয়েও শিরোনামে এসেছিলেন বিজয়। নিজের অর্জিত পুরস্কারের প্রতি বিশেষ আকর্ষণ নেই অভিনেতার। কখনো তা নিলামে তোলেন, আবার কখনো সেটি অন্যকে দিয়ে দেন! এমনই অদ্ভুত মনের মানুষ এই অভিনেতা।
সাফল্যের শিখর ছুঁলেও পা সব সময় মাটিতে। আজও মধ্যবিত্ত জীবনযাপনে বিশ্বাসী বিজয় দেবেরাকোন্ডা। সম্প্রতি হায়দরাবাদের একটি অনুষ্ঠানে অভিনেতা জানিয়েছেন, জীবন পালটে গেলেও এখনো তিনি মধ্যবিত্ত ছেলে। তাঁর কথায়, ‘এখনো শ্যাম্পুর বোতলে পানি ভরে ব্যবহার করার অভ্যাস রয়েছে আমার। শ্যাম্পু শেষ হয়ে যাওয়ার আগে যাতে সবটুকু ব্যবহার করতে পারি।’
উল্লেখ্য, গতকাল বিজয় পালন করেছেন ৩৫তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে দুটি নতুন ছবির ঘোষণা করলেন অভিনেতা। দিল রাজু প্রযোজিত রবি কিরণ কোলার পরিচালনায় অ্যাকশন ঘরানার একটি ছবি করবেন অভিনেতা। অন্য ছবিটিতে রাহুল সংকৃত্যায়নের সঙ্গে জুটি বাঁধছেন বিজয়। সে ছবিটি মূলত পিরিয়ড অ্যাকশন ড্রামা।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
৫ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
৬ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
৬ ঘণ্টা আগে