দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। সুপারস্টার হওয়ার পরও তাঁর সাধারণ জীবনযাপন হয়েছে খবরের শিরোনাম। ২০২২ সালে ‘লাইগার’ দিয়ে বলিউডে অভিষেক হয় বিজয়ের। আর সিনেমাটির প্রচারে চপ্পল পরে হাজির হয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। সম্প্রতি জীবনযাপন নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইম অব ইন্ডিয়ার সঙ্গে কথা বলেছেন অভিনেতা। সেখানেই জানিয়েছেন মধ্যবিত্ত জীবনযাপনে বিশ্বাসী এই দক্ষিণী তারকা।
ই-টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বিজয় জানান, যে পোশাকে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই পোশাকই বেছে নেন তিনি। প্রায় ৩০ দিন ‘লাইগার’ ছবির প্রচারের কর্মসূচি ছিল। অভিনেতার মতে, প্রতিদিন ভিন্ন পোশাক ও জুতা বাছাইয়ে অনেকটা সময় চলে যায়। তাই হাওয়াই চপ্পলই তাঁর কাছে প্রথম পছন্দ।
কিছুদিন আগে পুরস্কারসংক্রান্ত বিষয়েও শিরোনামে এসেছিলেন বিজয়। নিজের অর্জিত পুরস্কারের প্রতি বিশেষ আকর্ষণ নেই অভিনেতার। কখনো তা নিলামে তোলেন, আবার কখনো সেটি অন্যকে দিয়ে দেন! এমনই অদ্ভুত মনের মানুষ এই অভিনেতা।
সাফল্যের শিখর ছুঁলেও পা সব সময় মাটিতে। আজও মধ্যবিত্ত জীবনযাপনে বিশ্বাসী বিজয় দেবেরাকোন্ডা। সম্প্রতি হায়দরাবাদের একটি অনুষ্ঠানে অভিনেতা জানিয়েছেন, জীবন পালটে গেলেও এখনো তিনি মধ্যবিত্ত ছেলে। তাঁর কথায়, ‘এখনো শ্যাম্পুর বোতলে পানি ভরে ব্যবহার করার অভ্যাস রয়েছে আমার। শ্যাম্পু শেষ হয়ে যাওয়ার আগে যাতে সবটুকু ব্যবহার করতে পারি।’
উল্লেখ্য, গতকাল বিজয় পালন করেছেন ৩৫তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে দুটি নতুন ছবির ঘোষণা করলেন অভিনেতা। দিল রাজু প্রযোজিত রবি কিরণ কোলার পরিচালনায় অ্যাকশন ঘরানার একটি ছবি করবেন অভিনেতা। অন্য ছবিটিতে রাহুল সংকৃত্যায়নের সঙ্গে জুটি বাঁধছেন বিজয়। সে ছবিটি মূলত পিরিয়ড অ্যাকশন ড্রামা।

৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে রেকর্ড গড়ল রায়ান কুগলার পরিচালিত ‘সিনারস’। সেরা সিনেমা, সেরা অভিনেতা, পরিচালক, চিত্রনাট্য, সংগীত, চিত্র গ্রহণসহ মোট ১৬টি বিভাগে মনোনয়ন পেল হরর সিনেমাটি।
৮ ঘণ্টা আগে
সার্কাসকন্যা তারা ও হোসেন মাঝির গল্প নিয়ে অরুণ চৌধুরী বানিয়েছেন ‘জলে জ্বলে তারা’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছর ফেব্রুয়ারিতে। এবার সেটি মুক্তি পেল ইউটিউবে। তবে বদলে গেছে নাম। টেন স্টুডিওস নামের ইউটিউব চ্যানেলে ‘তারার সার্কাস’ নামে দেখা যাচ্ছে সিনেমাটি।
১৯ ঘণ্টা আগে
গত নভেম্বরে খবর ছড়িয়েছিল, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। তবে এমন খবরের কোনো নিশ্চয়তা দেননি নির্মাতা। শুধু জানিয়েছিলেন, বাংলাদেশের পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে ভারতের একজন নায়িকাকে।
১ দিন আগে
এই সময়ের অন্যতম সেরা কমেডিয়ানের নাম জাকির খান। ভারতীয় এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের জনপ্রিয়তা ছড়িয়ে আছে সারা বিশ্বে। আমাজন প্রাইমে প্রচারিত হয়েছে তাঁর একাধিক কমেডি শো। প্রথম ভারতীয় কমেডিয়ান হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পারফর্ম করেছেন জাকির। বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
১ দিন আগে