
শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে প্রভাস-কৃতীর ‘আদিপুরুষ’ সিনেমা। বহু বাধা, বিতর্ক পার করে আগামী ১৬ জুন অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। মুক্তির আগে সিনেমার সাফল্য কামনায় পুজো দিতে তিরুপতির ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে গিয়েছিলেন পরিচালক ওম রাউত ও অভিনেত্রী কৃতি শ্যানন। আর সেখানে গিয়েই ফের নতুন করে বিতর্কে জড়ালেন পরিচালক ও অভিনেত্রী। মন্দির চত্বর ছেড়ে বের হওয়ার আগেই কৃতীকে জড়িয়ে ধরেন পরিচালক ওম রাউত। কৃতীর গালে চুমু খেতে দেখা যায় তাঁকে। আর সেই ছবি অনলাইনে আসতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এ ঘটনায় বিজেপির তোপের মুখে পড়েন পরিচালক ওম ও কৃতী। ঘটনার নিন্দা জানান অন্ধ্র প্রদেশের বিজেপির রাজ্য সম্পাদক রমেশ নাইডু। টুইটারে ঘটনার তীব্র প্রতিবাদ করেন তিনি। লেখেন, ‘ধর্মীয় স্থানে এ ধরনের কাজের কি খুব প্রয়োজন ছিল? তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দির চত্বরে প্রকাশ্যে চুম্বন ও আলিঙ্গন করে ভীষণ অনৈতিক কাজ করেছেন। ধর্মীয় স্থানে এ ধরনের কাজ অসম্মানজনক, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না।’
যদিও পরে অন্ধ্র প্রদেশের বিজেপির রাজ্য সম্পাদক রমেশ নাইডু তাঁর সেই টুইট মুছে দেন। ততক্ষণে অবশ্য অনলাইনে ছড়িয়ে পড়েছে সেই টুইটের স্ক্রিনশট। এদিকে চিলকুর বালাজি মন্দিরের প্রধান পুরোহিত কৃতী শ্যাননকে চুম্বনের ভিডিওতে লিখেছেন ‘এটা একটি নিন্দনীয় কাজ। এমনকি স্বামী-স্ত্রীও একসঙ্গে ওখানে (মন্দির) যান না। আপনি হোটেলরুমে গিয়ে এটা করতে পারতেন। আপনার আচরণ রামায়ণ এবং দেবী সীতাকে অপমান করার মতো।’
প্রসঙ্গত, আদিপুরুষ ঘিরে শুরুতে কম বিতর্ক হয়নি। টিজার মুক্তির পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল সিনেমাটি। পরে ভুল-ত্রুটি শুধুরে নিয়ে তিরুপতিতেই ঘটা করে ‘আদিপুরুষ’-এর ট্রেলার লঞ্চ হয়।
এদিকে মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ের মাধ্যমে বাজেটের ৮৫ শতাংশ টাকা তুলে নিয়েছেন নির্মাতারা। তেলেঙ্গানায় বিনা মূল্যে বিক্রি হয়েছে এই ছবির ১০ হাজার টিকিট। দ্য কাশ্মীর ফাইলসের অন্যতম প্রযোজক অভিষেক আগরওয়াল ছবির ১০ হাজার টিকিট কিনে তেলেঙ্গানায় বিলিয়েছেন। রাজ্যের সরকারি স্কুল পড়ুয়া, বৃদ্ধাশ্রম অনাথ আশ্রমের জন্য এই টিকিট কিনেছেন তিনি। এ ছাড়া দুস্থ শিশুদের জন্য ১০ হাজার টিকিট বুক করেছেন রণবীর কাপুর।

শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে প্রভাস-কৃতীর ‘আদিপুরুষ’ সিনেমা। বহু বাধা, বিতর্ক পার করে আগামী ১৬ জুন অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। মুক্তির আগে সিনেমার সাফল্য কামনায় পুজো দিতে তিরুপতির ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে গিয়েছিলেন পরিচালক ওম রাউত ও অভিনেত্রী কৃতি শ্যানন। আর সেখানে গিয়েই ফের নতুন করে বিতর্কে জড়ালেন পরিচালক ও অভিনেত্রী। মন্দির চত্বর ছেড়ে বের হওয়ার আগেই কৃতীকে জড়িয়ে ধরেন পরিচালক ওম রাউত। কৃতীর গালে চুমু খেতে দেখা যায় তাঁকে। আর সেই ছবি অনলাইনে আসতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এ ঘটনায় বিজেপির তোপের মুখে পড়েন পরিচালক ওম ও কৃতী। ঘটনার নিন্দা জানান অন্ধ্র প্রদেশের বিজেপির রাজ্য সম্পাদক রমেশ নাইডু। টুইটারে ঘটনার তীব্র প্রতিবাদ করেন তিনি। লেখেন, ‘ধর্মীয় স্থানে এ ধরনের কাজের কি খুব প্রয়োজন ছিল? তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দির চত্বরে প্রকাশ্যে চুম্বন ও আলিঙ্গন করে ভীষণ অনৈতিক কাজ করেছেন। ধর্মীয় স্থানে এ ধরনের কাজ অসম্মানজনক, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না।’
যদিও পরে অন্ধ্র প্রদেশের বিজেপির রাজ্য সম্পাদক রমেশ নাইডু তাঁর সেই টুইট মুছে দেন। ততক্ষণে অবশ্য অনলাইনে ছড়িয়ে পড়েছে সেই টুইটের স্ক্রিনশট। এদিকে চিলকুর বালাজি মন্দিরের প্রধান পুরোহিত কৃতী শ্যাননকে চুম্বনের ভিডিওতে লিখেছেন ‘এটা একটি নিন্দনীয় কাজ। এমনকি স্বামী-স্ত্রীও একসঙ্গে ওখানে (মন্দির) যান না। আপনি হোটেলরুমে গিয়ে এটা করতে পারতেন। আপনার আচরণ রামায়ণ এবং দেবী সীতাকে অপমান করার মতো।’
প্রসঙ্গত, আদিপুরুষ ঘিরে শুরুতে কম বিতর্ক হয়নি। টিজার মুক্তির পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল সিনেমাটি। পরে ভুল-ত্রুটি শুধুরে নিয়ে তিরুপতিতেই ঘটা করে ‘আদিপুরুষ’-এর ট্রেলার লঞ্চ হয়।
এদিকে মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ের মাধ্যমে বাজেটের ৮৫ শতাংশ টাকা তুলে নিয়েছেন নির্মাতারা। তেলেঙ্গানায় বিনা মূল্যে বিক্রি হয়েছে এই ছবির ১০ হাজার টিকিট। দ্য কাশ্মীর ফাইলসের অন্যতম প্রযোজক অভিষেক আগরওয়াল ছবির ১০ হাজার টিকিট কিনে তেলেঙ্গানায় বিলিয়েছেন। রাজ্যের সরকারি স্কুল পড়ুয়া, বৃদ্ধাশ্রম অনাথ আশ্রমের জন্য এই টিকিট কিনেছেন তিনি। এ ছাড়া দুস্থ শিশুদের জন্য ১০ হাজার টিকিট বুক করেছেন রণবীর কাপুর।

উপকূলের মানুষের জীবনযাপনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘হাঙর’ নামের সিনেমা। বানিয়েছেন তন্ময় সূর্য। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নেপালি অভিনেতা প্রমোদ অগ্রাহারি। হাঙর দিয়ে বাংলাদেশি সিনেমায় অভিষেক হচ্ছে প্রমোদের। রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।
৮ মিনিট আগে
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে আজ থেকে শুরু হচ্ছে চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
১৩ মিনিট আগে
এক টেকে পুরো গানের শুটিং করে রেকর্ড গড়ল ‘পিনিক’ সিনেমা। ‘আধাচাঁদ’ শিরোনামের এই রোমান্টিক গানটি দিয়ে শেষ হয়েছে সিনেমার শুটিং। গানটিতে অভিনয় করেছেন শবনম বুবলী ও আদর আজাদ।
১৯ মিনিট আগে
হাঙ্গেরিয়ান চলচ্চিত্র পরিচালক বেলা তার ৭০ বছর বয়সে প্রয়াত হলেন ৬ জানুয়ারি। দার্শনিক ভাবধারার সিনেমা নির্মাণে তিনি ছিলেন জগদ্বিখ্যাত। দীর্ঘ ক্যারিয়ারে হাতে গোনা কিছু সিনেমা বানিয়েছেন বেলা তার, তাতেই বদলে দিয়েছেন চলচ্চিত্র নির্মাণের গতানুগতিক ধারা।
২১ মিনিট আগে