দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। কয়েক দিন আগেই আক্রান্ত হয়েছিলেন বিরল অটোইমিউন রোগ মায়োসাইটিসে। সেই কারণে দীর্ঘদিন শুটিং থেকে দূরে ছিলেন তিনি। এই অসুস্থতা নিয়েও সামান্থা তাঁর মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘শকুন্তলম’ ছবির একটি দৃশ্যে অভিনয়ের জন্য ৩০ কেজি ওজনের শাড়ি পরেছিলেন।
গতকাল বুধবার ভারতীয় সংবাদমাধ্যম নিউজ–১৮ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
সিনেমাটির একটি দৃশ্যে ৩০ কেজি ওজনের শাড়ি পরতে হয়েছিল সামান্থাকে। এক কিংবা দুদিন নয়, এক সপ্তাহ শাড়িটি পরতে হয়েছিল সামান্থাকে। এত ভারী পোশাক পরে পারফর্ম করা অসুস্থ সামান্থার জন্য অনেক বড় চ্যালেঞ্জের বিষয় ছিল। শুধু শাড়ি নয়, এই সিনেমায় সামান্থাকে পরতে হয়েছিল ভারী গয়নাও।
সিনেমাটিতে সামান্থার গয়নার পেছনেই খরচ হয়েছিল ৩ কোটি রুপি। ছবিটির ট্রেলার, গান মুক্তির পর থেকেই শকুন্তলার লুকে প্রশংসা কুড়াচ্ছেন সামান্থা।
গত মাসেই মুক্তি পেয়েছে সামান্থার নতুন সিনেমা ‘শকুন্তলম’–এর ট্রেলার। দক্ষিণ ভারতীয় পরিচালক গুণ শেখরের ‘শকুন্তলম’ কালিদাসের কালজয়ী সংস্কৃত নাটক ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে নির্মিত হয়েছে। সিনেমাটিতে শকুন্তলার চরিত্রে দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে ও মহারাজা দুষ্মন্তের চরিত্রে দেব মোহনকে। এছাড়াও আরও অভিনয় করেছেন মোহন বাবু, গৌতমী, অদিতি বালান ও অনন্যা নাগাল্লা। এই সিনেমা দিয়েই অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে দক্ষিণী তারকা আল্লু অর্জুনের ৯ বছরের মেয়ে আল্লু অরহার।
তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি ভাষায় আগামী ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। এদিকে ‘শকুন্তলম’ মুক্তির আগেই নতুন খবর এসেছে। সামান্থা—রুশো ব্রাদার্সদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এজিবিও’র তৈরি অ্যামাজন প্রাইমের অ্যাকশন সিরিজ ‘সিটাডেলের’ ভারতীয় ইউনিভার্সের মাধ্যমে অসুস্থতা কাটিয়ে ফের অভিনয়ে ফিরছেন সামান্থা। এবার তাঁর সঙ্গে আছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান।

৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে রেকর্ড গড়ল রায়ান কুগলার পরিচালিত ‘সিনারস’। সেরা সিনেমা, সেরা অভিনেতা, পরিচালক, চিত্রনাট্য, সংগীত, চিত্র গ্রহণসহ মোট ১৬টি বিভাগে মনোনয়ন পেল হরর সিনেমাটি।
৮ ঘণ্টা আগে
সার্কাসকন্যা তারা ও হোসেন মাঝির গল্প নিয়ে অরুণ চৌধুরী বানিয়েছেন ‘জলে জ্বলে তারা’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছর ফেব্রুয়ারিতে। এবার সেটি মুক্তি পেল ইউটিউবে। তবে বদলে গেছে নাম। টেন স্টুডিওস নামের ইউটিউব চ্যানেলে ‘তারার সার্কাস’ নামে দেখা যাচ্ছে সিনেমাটি।
১৯ ঘণ্টা আগে
গত নভেম্বরে খবর ছড়িয়েছিল, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। তবে এমন খবরের কোনো নিশ্চয়তা দেননি নির্মাতা। শুধু জানিয়েছিলেন, বাংলাদেশের পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে ভারতের একজন নায়িকাকে।
১ দিন আগে
এই সময়ের অন্যতম সেরা কমেডিয়ানের নাম জাকির খান। ভারতীয় এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের জনপ্রিয়তা ছড়িয়ে আছে সারা বিশ্বে। আমাজন প্রাইমে প্রচারিত হয়েছে তাঁর একাধিক কমেডি শো। প্রথম ভারতীয় কমেডিয়ান হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পারফর্ম করেছেন জাকির। বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
১ দিন আগে