
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ যাত্রায় এখন পর্যন্ত অনেক তারকাই যুক্ত হয়েছেন। রাহুলের সঙ্গে পা মিলিয়ে হেঁটেছেন তাঁরা। এবার এ যাত্রায় যুক্ত হচ্ছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা কমল হাসান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা কমল হাসান আগামী ২৪ ডিসেম্বর ‘ভারত জোড়ো’ যাত্রায় সাবেক কংগ্রেস প্রধান রাহুল গান্ধীর সঙ্গে যোগ দেবেন।
অভিনেতা কাম রাজনীতিবিদ কমল হাসান আগামী সপ্তাহে দিল্লিতে গান্ধীর সঙ্গে হাঁটবেন। কমল হাসানের দল মাক্কল নিদি মায়াম থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই দক্ষিণী সুপারস্টারকে স্বয়ং রাহুল গান্ধীই আমন্ত্রণ জানিয়েছেন।
ভারত জোড়ো যাত্রা ২৪ ডিসেম্বর দিল্লিতে প্রবেশ করবে। প্রায় আট দিনের বিরতির পর এ পদযাত্রা বিজেপির নেতৃত্বাধীন উত্তর প্রদেশ, হরিয়ানায় যাবে এবং পরের মাসে পাঞ্জাবে প্রবেশ করবে। এর পর যাবে জম্মু ও কাশ্মীর।
গত শুক্রবার পদযাত্রাটি ১০০ দিন পূর্ণ করেছে। তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করে এখন পর্যন্ত কেরালা, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং রাজস্থানসহ আটটি রাজ্য ভ্রমণ করেছে।
যাত্রার ১০০ দিন উপলক্ষে একটি মিউজিক্যাল কনসার্টের আয়োজন করা হয়। এতে বলিউডের প্লেব্যাক শিল্পী সুনিধি চৌহান এবং অন্যরা পারফর্ম করেন। এটি একটি বড় অর্জন বলে মনে করছে কংগ্রেস।
এদিকে গত বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (আরবিআই) সাবেক গভর্নর রঘুরাম রাজন রাজস্থানের সাওয়াই মাধোপুরে রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রায় যোগ দেন।
এর আগে, অভিনেত্রী স্বরা ভাস্কর মধ্যপ্রদেশের উজ্জয়নে পদযাত্রায় অংশ নিয়েছিলেন। অলিম্পিক পদক বিজয়ী বক্সার এবং কংগ্রেস নেতা বিজেন্দর সিংও মধ্যপ্রদেশের যাত্রায় অংশ নেন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ যাত্রায় এখন পর্যন্ত অনেক তারকাই যুক্ত হয়েছেন। রাহুলের সঙ্গে পা মিলিয়ে হেঁটেছেন তাঁরা। এবার এ যাত্রায় যুক্ত হচ্ছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা কমল হাসান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা কমল হাসান আগামী ২৪ ডিসেম্বর ‘ভারত জোড়ো’ যাত্রায় সাবেক কংগ্রেস প্রধান রাহুল গান্ধীর সঙ্গে যোগ দেবেন।
অভিনেতা কাম রাজনীতিবিদ কমল হাসান আগামী সপ্তাহে দিল্লিতে গান্ধীর সঙ্গে হাঁটবেন। কমল হাসানের দল মাক্কল নিদি মায়াম থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই দক্ষিণী সুপারস্টারকে স্বয়ং রাহুল গান্ধীই আমন্ত্রণ জানিয়েছেন।
ভারত জোড়ো যাত্রা ২৪ ডিসেম্বর দিল্লিতে প্রবেশ করবে। প্রায় আট দিনের বিরতির পর এ পদযাত্রা বিজেপির নেতৃত্বাধীন উত্তর প্রদেশ, হরিয়ানায় যাবে এবং পরের মাসে পাঞ্জাবে প্রবেশ করবে। এর পর যাবে জম্মু ও কাশ্মীর।
গত শুক্রবার পদযাত্রাটি ১০০ দিন পূর্ণ করেছে। তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করে এখন পর্যন্ত কেরালা, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং রাজস্থানসহ আটটি রাজ্য ভ্রমণ করেছে।
যাত্রার ১০০ দিন উপলক্ষে একটি মিউজিক্যাল কনসার্টের আয়োজন করা হয়। এতে বলিউডের প্লেব্যাক শিল্পী সুনিধি চৌহান এবং অন্যরা পারফর্ম করেন। এটি একটি বড় অর্জন বলে মনে করছে কংগ্রেস।
এদিকে গত বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (আরবিআই) সাবেক গভর্নর রঘুরাম রাজন রাজস্থানের সাওয়াই মাধোপুরে রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রায় যোগ দেন।
এর আগে, অভিনেত্রী স্বরা ভাস্কর মধ্যপ্রদেশের উজ্জয়নে পদযাত্রায় অংশ নিয়েছিলেন। অলিম্পিক পদক বিজয়ী বক্সার এবং কংগ্রেস নেতা বিজেন্দর সিংও মধ্যপ্রদেশের যাত্রায় অংশ নেন।

ভারতের জনপ্রিয় গায়ক ও অভিনেতা, ইন্ডিয়ান আইডল সিজন-৩-এর বিজয়ী প্রশান্ত তামাং মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) ইন্ডিয়ান এক্সপ্রেসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে নয়াদিল্লির নিজ বাসভবনে মাত্র ৪৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রশান্ত।
২ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের আমলে শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প থেকে তৈরি হয়েছিল অ্যানিমেশন সিনেমা ‘মুজিব ভাই’ ও সিরিজ ‘খোকা’।
১৪ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৪ ঘণ্টা আগে
নানা বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২৫ সালে ইউসিবি রেকর্ড সাফল্য অর্জন করেছে, যা ব্যাংকটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই অর্জন উদ্যাপনের মাধ্যমে গ্রাহক, স্টেকহোল্ডার ও শিল্প-সহযোগীদের কৃতজ্ঞতা জানাতে ৯ জানুয়ারি ইউসিবি আয়োজন করে জমকালো এক অনুষ্ঠান।
১৪ ঘণ্টা আগে