
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ যাত্রায় এখন পর্যন্ত অনেক তারকাই যুক্ত হয়েছেন। রাহুলের সঙ্গে পা মিলিয়ে হেঁটেছেন তাঁরা। এবার এ যাত্রায় যুক্ত হচ্ছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা কমল হাসান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা কমল হাসান আগামী ২৪ ডিসেম্বর ‘ভারত জোড়ো’ যাত্রায় সাবেক কংগ্রেস প্রধান রাহুল গান্ধীর সঙ্গে যোগ দেবেন।
অভিনেতা কাম রাজনীতিবিদ কমল হাসান আগামী সপ্তাহে দিল্লিতে গান্ধীর সঙ্গে হাঁটবেন। কমল হাসানের দল মাক্কল নিদি মায়াম থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই দক্ষিণী সুপারস্টারকে স্বয়ং রাহুল গান্ধীই আমন্ত্রণ জানিয়েছেন।
ভারত জোড়ো যাত্রা ২৪ ডিসেম্বর দিল্লিতে প্রবেশ করবে। প্রায় আট দিনের বিরতির পর এ পদযাত্রা বিজেপির নেতৃত্বাধীন উত্তর প্রদেশ, হরিয়ানায় যাবে এবং পরের মাসে পাঞ্জাবে প্রবেশ করবে। এর পর যাবে জম্মু ও কাশ্মীর।
গত শুক্রবার পদযাত্রাটি ১০০ দিন পূর্ণ করেছে। তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করে এখন পর্যন্ত কেরালা, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং রাজস্থানসহ আটটি রাজ্য ভ্রমণ করেছে।
যাত্রার ১০০ দিন উপলক্ষে একটি মিউজিক্যাল কনসার্টের আয়োজন করা হয়। এতে বলিউডের প্লেব্যাক শিল্পী সুনিধি চৌহান এবং অন্যরা পারফর্ম করেন। এটি একটি বড় অর্জন বলে মনে করছে কংগ্রেস।
এদিকে গত বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (আরবিআই) সাবেক গভর্নর রঘুরাম রাজন রাজস্থানের সাওয়াই মাধোপুরে রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রায় যোগ দেন।
এর আগে, অভিনেত্রী স্বরা ভাস্কর মধ্যপ্রদেশের উজ্জয়নে পদযাত্রায় অংশ নিয়েছিলেন। অলিম্পিক পদক বিজয়ী বক্সার এবং কংগ্রেস নেতা বিজেন্দর সিংও মধ্যপ্রদেশের যাত্রায় অংশ নেন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ যাত্রায় এখন পর্যন্ত অনেক তারকাই যুক্ত হয়েছেন। রাহুলের সঙ্গে পা মিলিয়ে হেঁটেছেন তাঁরা। এবার এ যাত্রায় যুক্ত হচ্ছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা কমল হাসান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা কমল হাসান আগামী ২৪ ডিসেম্বর ‘ভারত জোড়ো’ যাত্রায় সাবেক কংগ্রেস প্রধান রাহুল গান্ধীর সঙ্গে যোগ দেবেন।
অভিনেতা কাম রাজনীতিবিদ কমল হাসান আগামী সপ্তাহে দিল্লিতে গান্ধীর সঙ্গে হাঁটবেন। কমল হাসানের দল মাক্কল নিদি মায়াম থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই দক্ষিণী সুপারস্টারকে স্বয়ং রাহুল গান্ধীই আমন্ত্রণ জানিয়েছেন।
ভারত জোড়ো যাত্রা ২৪ ডিসেম্বর দিল্লিতে প্রবেশ করবে। প্রায় আট দিনের বিরতির পর এ পদযাত্রা বিজেপির নেতৃত্বাধীন উত্তর প্রদেশ, হরিয়ানায় যাবে এবং পরের মাসে পাঞ্জাবে প্রবেশ করবে। এর পর যাবে জম্মু ও কাশ্মীর।
গত শুক্রবার পদযাত্রাটি ১০০ দিন পূর্ণ করেছে। তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করে এখন পর্যন্ত কেরালা, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং রাজস্থানসহ আটটি রাজ্য ভ্রমণ করেছে।
যাত্রার ১০০ দিন উপলক্ষে একটি মিউজিক্যাল কনসার্টের আয়োজন করা হয়। এতে বলিউডের প্লেব্যাক শিল্পী সুনিধি চৌহান এবং অন্যরা পারফর্ম করেন। এটি একটি বড় অর্জন বলে মনে করছে কংগ্রেস।
এদিকে গত বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (আরবিআই) সাবেক গভর্নর রঘুরাম রাজন রাজস্থানের সাওয়াই মাধোপুরে রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রায় যোগ দেন।
এর আগে, অভিনেত্রী স্বরা ভাস্কর মধ্যপ্রদেশের উজ্জয়নে পদযাত্রায় অংশ নিয়েছিলেন। অলিম্পিক পদক বিজয়ী বক্সার এবং কংগ্রেস নেতা বিজেন্দর সিংও মধ্যপ্রদেশের যাত্রায় অংশ নেন।

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২২ মিনিট আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে প্রদর্শিত হয়েছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
২৪ মিনিট আগে
রাজধানীর তিনটি ভেন্যুতে এ মাসে চারটি প্রদর্শনী নিয়ে ফিরছে নিনাদ নাট্যদলের প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নির্মিত মঞ্চনাটকটি প্রথম মঞ্চে আসে গত অক্টোবরে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও মিরপুরের বিবলিওন বুকস্টোর ক্যাফেতে নাটকটির মোট সাতটি প্রদর্শনী হয়।
২৬ মিনিট আগে
বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, নাট্যকার, পরিচালক ও স্থপতি শাকুর মজিদ। নাম দিয়েছেন ‘ভাটিবাংলার অধিরাজ’। ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে নির্মাতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী।
৩১ মিনিট আগে