
দু’বছর পার হলেও এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’-এর ক্রেজ এখনো যেন কমেনি। এই মুহূর্তে জাপান মেতে রয়েছে সিনেমাটি নিয়ে। সেখানে আয়োজন করা হয়েছিল সিনেমাটির স্পেশাল স্ক্রিনিং। আর সেখানেই প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি, অনুষ্ঠানে হাজির হয়েছিলেন খোদ পরিচালক রাজামৌলি।
সেখান থেকেই নতুন ঘোষণা দিলেন রাজামৌলি। প্রভাসের সঙ্গে ‘বাহুবলী’, জুনিয়র এনটিআর ও রাম চরণকে নিয়ে ‘আরআরআর’ করার পর এবার পরিচালকের পরের কাজে দেখা যাবে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুকে। শোনা যাচ্ছে ‘ইন্ডিয়ানা জোনস’-এর আদলে এক ভারতীয় গল্প বলতে পারেন রাজামৌলি।
অনেক দিন ধরে জল্পনা ছিলই। এবার সরাসরি ঘোষণা করে দিলেন রাজামৌলি। জানা যাচ্ছে সিনেমার নাম হতে পারে ‘এসএসএমবি ২৯’। পিরিয়ডিক্যাল ড্রামা ঘরানার সিনেমাটির নায়কের চরিত্রে দেখা যাবে মহেশ বাবুকে, জানিয়ে দিলেন পরিচালক।
জাপানে দাঁড়িয়ে রাজামৌলি বলেন, ‘পরের সিনেমার কাজ শুরু করে দিয়েছি। লেখার কাজ শেষ, আপাতত চলছে প্রি-প্রোডাকশনের কাজ। তবে কাস্টিং এখনো চূড়ান্ত হয়নি। শুধু ঠিক হয়েছে নায়ক। সিনেমাটির প্রধান চরিত্রে দেখা যাবে মহেশ বাবুকে।’
পরিচালকের ঘোষণার পরই হর্ষধ্বনি ওঠে সেখানে। যা শুনে হাসিমুখে রাজামৌলি বলেন, ‘অনেকেই তাঁকে চেনেন দেখছি। অত্যন্ত হ্যান্ডসাম এক অভিনেতা। আশা রাখি এই সিনেমার কাজটা তাড়াতাড়ি শেষ করতে পারব, আর রিলিজের সময়ে চেষ্টা করব ওঁকে এখানে আনার।’
সিনেমাটির সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এর বাজেট প্রায় হাজার কোটি রুপি। এমনিতেই রাজামৌলির সিনেমা মানেই বড় আয়োজন। তবে এ সিনেমাটির সেট, ভিএফএক্স থেকে কাস্টিং সবখানেই চমক থাকবে বলে সূত্রটি জানিয়েছে।

দু’বছর পার হলেও এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’-এর ক্রেজ এখনো যেন কমেনি। এই মুহূর্তে জাপান মেতে রয়েছে সিনেমাটি নিয়ে। সেখানে আয়োজন করা হয়েছিল সিনেমাটির স্পেশাল স্ক্রিনিং। আর সেখানেই প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি, অনুষ্ঠানে হাজির হয়েছিলেন খোদ পরিচালক রাজামৌলি।
সেখান থেকেই নতুন ঘোষণা দিলেন রাজামৌলি। প্রভাসের সঙ্গে ‘বাহুবলী’, জুনিয়র এনটিআর ও রাম চরণকে নিয়ে ‘আরআরআর’ করার পর এবার পরিচালকের পরের কাজে দেখা যাবে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুকে। শোনা যাচ্ছে ‘ইন্ডিয়ানা জোনস’-এর আদলে এক ভারতীয় গল্প বলতে পারেন রাজামৌলি।
অনেক দিন ধরে জল্পনা ছিলই। এবার সরাসরি ঘোষণা করে দিলেন রাজামৌলি। জানা যাচ্ছে সিনেমার নাম হতে পারে ‘এসএসএমবি ২৯’। পিরিয়ডিক্যাল ড্রামা ঘরানার সিনেমাটির নায়কের চরিত্রে দেখা যাবে মহেশ বাবুকে, জানিয়ে দিলেন পরিচালক।
জাপানে দাঁড়িয়ে রাজামৌলি বলেন, ‘পরের সিনেমার কাজ শুরু করে দিয়েছি। লেখার কাজ শেষ, আপাতত চলছে প্রি-প্রোডাকশনের কাজ। তবে কাস্টিং এখনো চূড়ান্ত হয়নি। শুধু ঠিক হয়েছে নায়ক। সিনেমাটির প্রধান চরিত্রে দেখা যাবে মহেশ বাবুকে।’
পরিচালকের ঘোষণার পরই হর্ষধ্বনি ওঠে সেখানে। যা শুনে হাসিমুখে রাজামৌলি বলেন, ‘অনেকেই তাঁকে চেনেন দেখছি। অত্যন্ত হ্যান্ডসাম এক অভিনেতা। আশা রাখি এই সিনেমার কাজটা তাড়াতাড়ি শেষ করতে পারব, আর রিলিজের সময়ে চেষ্টা করব ওঁকে এখানে আনার।’
সিনেমাটির সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এর বাজেট প্রায় হাজার কোটি রুপি। এমনিতেই রাজামৌলির সিনেমা মানেই বড় আয়োজন। তবে এ সিনেমাটির সেট, ভিএফএক্স থেকে কাস্টিং সবখানেই চমক থাকবে বলে সূত্রটি জানিয়েছে।

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হলো সিনেমা। নাম কাট-পিস। বানিয়েছেন ইফফাত জাহান মম। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্র তাজ ও মালার ভূমিকায় অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা। গত সোমবার এফডিসিতে এক অনুষ্ঠানে ফার্স্ট লুক টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কাট-পিস সিনেমার
৬ ঘণ্টা আগে
একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন ডলি জহুর। মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকটা অভিমান থেকেই ২০১১ সালে সরে আসেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমা থেকে ছিলেন দূরে। সিনেমায় আর কাজ
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোট দানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ১০টায়। ১৩ জানুয়ারি
৬ ঘণ্টা আগে
নেটফ্লিক্সের সিরিজ ‘অ্যাডোলেসেন্স’ গত বছর হইচই ফেলে দিয়েছিল বিশ্বজুড়ে। ১৩ বছর বয়সী এক স্কুলপড়ুয়ার হাতে তার সহপাঠী খুন হওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে সিরিজটি। তবে অ্যাডোলেসেন্সের উদ্দেশ্য ছিল, এই সময়ের কিশোরদের মনস্তত্ত্বের অনুসন্ধান। এই ব্রিটিশ সিরিজ সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কত নীরবে কত ভয়ংকর
৬ ঘণ্টা আগে