
অবশেষে গতকাল রোববার মুক্তি পেল ‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’–এর ট্রেলার। ২ মিনিট ২৯ সেকেন্ডের ট্রেলারে সত্যান্বেষীর চরিত্রে ধরা দিয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। অজিত চরিত্রে তাঁর সঙ্গী এবার ভাস্বর চট্টোপাধ্যায়। আর স্ত্রী সত্যবতীর ভূমিকায় বরাবরের মতো অভিনয় করেছেন ঋদ্ধিমা ঘোষ। এক অমোঘ রহস্যের হাতছানির সমাধান কি করতে পারবেন ব্যোমকেশ?
ব্যোমকেশের সামনে রয়েছে নিশানাথ বাবুর মৃত্যুরহস্য সমাধানের হাতছানি। যেখানে সন্দেহভাজন অপরাধী অনেকেই। এমতাবস্থায় তিনি পারবেন কি রহস্যের পর্দা ফাঁস করতে? একই সঙ্গে এবার ব্যোমকেশকে এই প্রশ্নের মুখে পড়তে দেখা যায়, তিনি কখনো কোনো রহস্যের সমাধান করতে অসফল হয়েছেন কি না? ট্রেলারের শুরুতেই শোনা যায় ফোনের রিংয়ের শব্দ, সঙ্গে ব্যোমকেশের গমগমে কণ্ঠস্বরে ‘হ্যালো’। এরপরই পর্দায় একটার পর একটা চরিত্র ফুটে উঠতে থাকে। একটি দৃশ্যের সংলাপের সঙ্গে অদ্ভুতভাবে মিশে যায় পরের দৃশ্যটির সংলাপ।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা চিড়িয়াখানা গল্প অবলম্বনে নির্মিত সিরিজটির ট্রেলার গতকাল রোববার প্রকাশ্যে আনে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। ক্যাপশনে হইচই লিখেছে ‘পিঁজরাপোল থেকে হাতছানি দিচ্ছে এক হাড়হিম করা রহস্য। প্রশ্ন একটাই —আমাদের সত্যান্বেষী কি এই তদন্তে হবে সফল?’ আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে সিরিজটি।
ব্যোমকেশ ও পিঁজরাপোলে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন– অনির্বাণ, ভাস্বর এবং ঋদ্ধিমা। এ ছাড়া আরও দেখা যাবে অনুষ্কা চক্রবর্তী, সৌমিক মৈত্র, দুর্বার শর্মা, কৌশিক হাফিজি প্রমুখকে। সিরিজটি পরিচালনা করেছেন সুদীপ্ত রায়। চিত্রগ্রহণে রয়েছেন অয়ন শীল। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য।

অবশেষে গতকাল রোববার মুক্তি পেল ‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’–এর ট্রেলার। ২ মিনিট ২৯ সেকেন্ডের ট্রেলারে সত্যান্বেষীর চরিত্রে ধরা দিয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। অজিত চরিত্রে তাঁর সঙ্গী এবার ভাস্বর চট্টোপাধ্যায়। আর স্ত্রী সত্যবতীর ভূমিকায় বরাবরের মতো অভিনয় করেছেন ঋদ্ধিমা ঘোষ। এক অমোঘ রহস্যের হাতছানির সমাধান কি করতে পারবেন ব্যোমকেশ?
ব্যোমকেশের সামনে রয়েছে নিশানাথ বাবুর মৃত্যুরহস্য সমাধানের হাতছানি। যেখানে সন্দেহভাজন অপরাধী অনেকেই। এমতাবস্থায় তিনি পারবেন কি রহস্যের পর্দা ফাঁস করতে? একই সঙ্গে এবার ব্যোমকেশকে এই প্রশ্নের মুখে পড়তে দেখা যায়, তিনি কখনো কোনো রহস্যের সমাধান করতে অসফল হয়েছেন কি না? ট্রেলারের শুরুতেই শোনা যায় ফোনের রিংয়ের শব্দ, সঙ্গে ব্যোমকেশের গমগমে কণ্ঠস্বরে ‘হ্যালো’। এরপরই পর্দায় একটার পর একটা চরিত্র ফুটে উঠতে থাকে। একটি দৃশ্যের সংলাপের সঙ্গে অদ্ভুতভাবে মিশে যায় পরের দৃশ্যটির সংলাপ।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা চিড়িয়াখানা গল্প অবলম্বনে নির্মিত সিরিজটির ট্রেলার গতকাল রোববার প্রকাশ্যে আনে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। ক্যাপশনে হইচই লিখেছে ‘পিঁজরাপোল থেকে হাতছানি দিচ্ছে এক হাড়হিম করা রহস্য। প্রশ্ন একটাই —আমাদের সত্যান্বেষী কি এই তদন্তে হবে সফল?’ আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে সিরিজটি।
ব্যোমকেশ ও পিঁজরাপোলে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন– অনির্বাণ, ভাস্বর এবং ঋদ্ধিমা। এ ছাড়া আরও দেখা যাবে অনুষ্কা চক্রবর্তী, সৌমিক মৈত্র, দুর্বার শর্মা, কৌশিক হাফিজি প্রমুখকে। সিরিজটি পরিচালনা করেছেন সুদীপ্ত রায়। চিত্রগ্রহণে রয়েছেন অয়ন শীল। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য।

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
১ দিন আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে প্রদর্শিত হয়েছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
রাজধানীর তিনটি ভেন্যুতে এ মাসে চারটি প্রদর্শনী নিয়ে ফিরছে নিনাদ নাট্যদলের প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নির্মিত মঞ্চনাটকটি প্রথম মঞ্চে আসে গত অক্টোবরে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও মিরপুরের বিবলিওন বুকস্টোর ক্যাফেতে নাটকটির মোট সাতটি প্রদর্শনী হয়।
১ দিন আগে
বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, নাট্যকার, পরিচালক ও স্থপতি শাকুর মজিদ। নাম দিয়েছেন ‘ভাটিবাংলার অধিরাজ’। ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে নির্মাতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী।
১ দিন আগে