Ajker Patrika

পাকিস্তানের সিরিয়ালে রবীন্দ্রনাথের গান

পাকিস্তানের সিরিয়ালে রবীন্দ্রনাথের গান

ঢাকা: ১৯৬১ সাল। পাকিস্তানে নিষিদ্ধ হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও গান। সময় বদলেছে। পরিবর্তিত সময়ের সাক্ষী হয়ে থাকল ‘দিল কেয়া করে’। পাকিস্তানি এই সিরিয়ালে ব্যবহার করা হয়েছে রবীন্দ্রসংগীত ‘আমার পরান যাহা চায়’। তাও বাংলা ভাষায়। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে ওই সিরিয়ালের ক্লিপস। আলোচিত হচ্ছে। হচ্ছে প্রশংসিত।

ভিডিওটি ইনস্টাগ্রামে প্রথম পোস্ট করেছিলেন ‘দিল কেয়া করে’র পরিচালক মেহরিন জব্বার। সাদাকালো ভিডিওতে দেখা যাচ্ছে চারটি চরিত্র সোফায় বসে আছে। এক নারী চরিত্র গাইছে ‘আমার পরান যাহা চায়’। অন্যরা মুগ্ধ হয়ে শুনছে। ইউটিউবে পোস্ট করা আরেকটি ভিডিওতে দেখা যায়, নায়কের অনুরোধে গানটি শোনাচ্ছেন নায়িকা।

‘দিল কেয়া করে’ সিরিয়ালের পোস্টার। গানটি গেয়েছেন শর্বরী দেশপাণ্ডে। শর্বরী যুক্তরাষ্ট্রপ্রবাসী ভারতীয় শিল্পী। ২০১৯ সালে জিও টিভিতে প্রচার হয়েছিল সিরিয়াল ‘দিল কেয়া করে’। তখনই জনপ্রিয়তা পেয়েছিল এটি। তবে এত দিন পর রবীন্দ্রসংগীতের দৃশ্যটি ছড়িয়ে পড়ায় নতুন করে আলোচনায় এ সিরিয়াল। মোট ৩০ পর্বের ‘দিল কেয়া করে’র দেখা মিলছে ওটিটি প্ল্যাটফর্ম এমএক্স প্লেয়ারে।

সিরিয়ালের প্রধান দুই চরিত্র আরমান ও আইমানের প্রেমের গল্প ‘দিল কেয়া করে’। যুক্তরাষ্ট্রফেরত গল্পের নায়িকা আইমানকে ভালোবেসে দুই বন্ধু আরমান ও সাদি। এই ত্রিভুজ প্রেমের কাহিনি কীভাবে মোড় নেয়, তা নিয়েই এগিয়ে চলে গল্প। অভিনয় করেছেন ফিরোজ খান, ইয়ামনা জায়েদি, মরিয়ম নাফিজ ও জেন বেগ।

দেখুন আলোচিত ক্লিপটি:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত