
সন্ধ্যা হলেই বসে ধারাবাহিকের আসর। বাংলাদেশ কিংবা ভারত, বাড়ির মেয়ে বউ থেকে শুরু করে পুরুষরাও সিরিয়াল দেখতে বেশ পছন্দ করেন। ষ্টার জলসা, জি বাংলা তো আছেই, সাথে আছে আরো অনেক চ্যানেল যেখানে এমন কিছু ধারাবাহিক প্রচার হয়, যা দর্শকদের ভীষণ পছন্দের।
এমনই একটি ধারাবাহিক কালারস বাংলার ‘ব্যারিস্টার বাবু’। ভারতের স্বাধীনতার আগেকার সময়ের বাল্যবিবাহের কাহিনী নিয়েই তৈরী এই গল্পের প্রেক্ষাপট। গল্পে মূল চরিত্র বন্দিতার ভূমিকায় অভিনয় করছেন খুদে অভিনেত্রী আউরা ভাটনাগার বাদোনি।
সিরিয়ালের গল্পসূত্রে জানা যায়, মাত্র ৮ বছর বয়সেই এক ইংল্যান্ড ফেরত ব্যারিস্টারের সাথে বিয়ে হয় বন্দিতার। ছোট্ট বন্দিতা প্রথাগত পিতৃতান্ত্রিক সমাজের থেকে একটু আলাদা। ন্যায্য অধিকারের জন্য প্রশ্ন করতে জানে সে। সিরিয়ালের মূল আকর্ষণও এই বন্দিতাই। ঠিক যেমন আগেকার দিনে ছোট বয়সে বিয়ে দেওয়া হত মেয়েদের তেমনি ছোট্ট বউ সেজেই অভিনয় করে আউরা। আর তাঁর অভিনয় বর্তমানে অসংখ্য মানুষের মন জয় করে নিয়েছে।
আউরার আসল বয়স সবে ১০ ছুঁই ছুঁই। এই বয়সের বাকি মেয়েরা লেখাপড়া আর হয়তো খেলা নিয়েই মেতে আছে। সেখানে আউরা তাঁর পড়াশোনা আর অভিনয়ের ক্যারিয়ারে কিন্তু দারুনভাবে অভ্যস্ত হয়ে পড়েছে। আউরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়, ইতিমধ্যেই লক্ষাধিক অনুসারীও রয়েছে তাঁর। মাত্র ১০বছর বয়সেই রাতারাতি তারকা বনে গেল ছোট্ট আউরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই নিজের নানান ছবি শেয়ার করে আউরা। আর সেই ছবি ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না। আউরার ফেসবুক, ইনস্টাগ্রামে উঁকি মারলেই দেখা যাবে শুটিংয়ের মাঝেই বই নিয়ে পড়তে বসে যায় সে।
আবার সম্প্রতি চেনা শাড়ির সাজ থেকে বাইরে বেরিয়ে গাউন পরে দেখা গিয়েছে আউরাকে। কারণ সিরিয়ালে যে তাকে ইংরেজি মেমসাহেব সাজতে হয়েছে। আউরার এই গাউন পরা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল।
সিরিয়ালটি ইতিমধ্যে ২ শতাধিক পর্ব প্রচার হয়েছে। প্রতি সোম-শনি বাংলাদেশ সময় রাত ৯ টায় কালারস বাংলায় সিরিয়ালটি দেখা যাচ্ছে।

সন্ধ্যা হলেই বসে ধারাবাহিকের আসর। বাংলাদেশ কিংবা ভারত, বাড়ির মেয়ে বউ থেকে শুরু করে পুরুষরাও সিরিয়াল দেখতে বেশ পছন্দ করেন। ষ্টার জলসা, জি বাংলা তো আছেই, সাথে আছে আরো অনেক চ্যানেল যেখানে এমন কিছু ধারাবাহিক প্রচার হয়, যা দর্শকদের ভীষণ পছন্দের।
এমনই একটি ধারাবাহিক কালারস বাংলার ‘ব্যারিস্টার বাবু’। ভারতের স্বাধীনতার আগেকার সময়ের বাল্যবিবাহের কাহিনী নিয়েই তৈরী এই গল্পের প্রেক্ষাপট। গল্পে মূল চরিত্র বন্দিতার ভূমিকায় অভিনয় করছেন খুদে অভিনেত্রী আউরা ভাটনাগার বাদোনি।
সিরিয়ালের গল্পসূত্রে জানা যায়, মাত্র ৮ বছর বয়সেই এক ইংল্যান্ড ফেরত ব্যারিস্টারের সাথে বিয়ে হয় বন্দিতার। ছোট্ট বন্দিতা প্রথাগত পিতৃতান্ত্রিক সমাজের থেকে একটু আলাদা। ন্যায্য অধিকারের জন্য প্রশ্ন করতে জানে সে। সিরিয়ালের মূল আকর্ষণও এই বন্দিতাই। ঠিক যেমন আগেকার দিনে ছোট বয়সে বিয়ে দেওয়া হত মেয়েদের তেমনি ছোট্ট বউ সেজেই অভিনয় করে আউরা। আর তাঁর অভিনয় বর্তমানে অসংখ্য মানুষের মন জয় করে নিয়েছে।
আউরার আসল বয়স সবে ১০ ছুঁই ছুঁই। এই বয়সের বাকি মেয়েরা লেখাপড়া আর হয়তো খেলা নিয়েই মেতে আছে। সেখানে আউরা তাঁর পড়াশোনা আর অভিনয়ের ক্যারিয়ারে কিন্তু দারুনভাবে অভ্যস্ত হয়ে পড়েছে। আউরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়, ইতিমধ্যেই লক্ষাধিক অনুসারীও রয়েছে তাঁর। মাত্র ১০বছর বয়সেই রাতারাতি তারকা বনে গেল ছোট্ট আউরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই নিজের নানান ছবি শেয়ার করে আউরা। আর সেই ছবি ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না। আউরার ফেসবুক, ইনস্টাগ্রামে উঁকি মারলেই দেখা যাবে শুটিংয়ের মাঝেই বই নিয়ে পড়তে বসে যায় সে।
আবার সম্প্রতি চেনা শাড়ির সাজ থেকে বাইরে বেরিয়ে গাউন পরে দেখা গিয়েছে আউরাকে। কারণ সিরিয়ালে যে তাকে ইংরেজি মেমসাহেব সাজতে হয়েছে। আউরার এই গাউন পরা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল।
সিরিয়ালটি ইতিমধ্যে ২ শতাধিক পর্ব প্রচার হয়েছে। প্রতি সোম-শনি বাংলাদেশ সময় রাত ৯ টায় কালারস বাংলায় সিরিয়ালটি দেখা যাচ্ছে।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
২০ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
২০ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
২০ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে