
এ কী অদ্ভুত কথা! করোনাভাইরাসে নাকাল গোটা বিশ্ব। সতর্কতা, ভ্যাকসিন, বুস্টার ডোজ—নানা উপায় করে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিটি দেশ। তবুও বারবার হানা দিচ্ছে করোনার নতুন নতুন ঢেউ। এত শক্তিশালী ভাইরাসকে নাকি নিমিষেই ঠেকিয়ে দেবে হিন্দি সিরিয়ালের নাগিন!
ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘নাগিন’। অতি-প্রাকৃতিক কল্প-কাহিনি হিসেবে একতা কাপুর প্রযোজিত এ সিরিয়াল পার করেছে জনপ্রিয়তার পাঁচটি সিজন। এবার আসছে ষষ্ঠ সিজন। ‘নাগিন’-এর ষষ্ঠ সিজনের প্রেক্ষাপট হিসেবে বেছে নেওয়া হয়েছে মহামারি করোনাকে। সম্প্রতি সেটার টিজার প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দেশকে রক্ষা করতে মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়বে এক নাগিন। আর সেটা নিয়েই দর্শকদের মধ্যে পড়ে গেছে হট্টগোল।
৪৫ সেকেন্ডের ওই টিজারে প্রথমেই এক পুরুষ কন্ঠে শোনা যায়, প্রতিবেশী দেশ এক ভাইরাসকে হাতিয়ার বানিয়ে আক্রমণের পরিকল্পনা করছে। হিমালয়ের সাধু-সন্ন্যাসীদের একত্র করে একজন সেই গোপন কথা জানাচ্ছেন তাদের।
অপরপ্রান্ত থেকে আরেক ব্যক্তি প্রশ্ন ছোঁড়ে, তাহলে এই বিপদ থেকে কে আমাদের রক্ষা করবে? তখনই টিজারে নাগিনের আবির্ভাব।
কালার্স চ্যানেলের সোশ্যাল মিডিয়ায় টিজার শেয়ার করে জানানো হয়েছে, ‘দেশ রক্ষার জন্য বিষ দিয়ে আরেক বিষকে শেষ করতে আসছে নাগিন।’ টিজারে এটাও দেখা গেছে, নদীর জলের মাধ্যমে সেই ভাইরাসের সংক্রমণ ছড়ানোর চেষ্টা করেছে প্রতিবেশী দেশ। নাগিন এসে সেই আক্রমণ ঠেকিয়ে দেবে। কীভাবে তা সম্ভব? সেটাই দেখাবে হিন্দি সিরিয়াল ‘নাগিন ৬’।
সিরিয়ালের এই টিজার দেখে অনলাইনে বিদ্রুপ শুরু করেছেন অনেকে। কেউ কেউ লিখছেন, ‘নাগিন-ই তাহলে করোনার অ্যান্টিডট!’ কারও মন্তব্য, ‘এবার থেকে ইনস্টাগ্রামে হা-হা, ডিসলাইক বাটন চালু করা হোক’।
দেখুন ‘নাগিন ৬’-এর টিজার:

এ কী অদ্ভুত কথা! করোনাভাইরাসে নাকাল গোটা বিশ্ব। সতর্কতা, ভ্যাকসিন, বুস্টার ডোজ—নানা উপায় করে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিটি দেশ। তবুও বারবার হানা দিচ্ছে করোনার নতুন নতুন ঢেউ। এত শক্তিশালী ভাইরাসকে নাকি নিমিষেই ঠেকিয়ে দেবে হিন্দি সিরিয়ালের নাগিন!
ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘নাগিন’। অতি-প্রাকৃতিক কল্প-কাহিনি হিসেবে একতা কাপুর প্রযোজিত এ সিরিয়াল পার করেছে জনপ্রিয়তার পাঁচটি সিজন। এবার আসছে ষষ্ঠ সিজন। ‘নাগিন’-এর ষষ্ঠ সিজনের প্রেক্ষাপট হিসেবে বেছে নেওয়া হয়েছে মহামারি করোনাকে। সম্প্রতি সেটার টিজার প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দেশকে রক্ষা করতে মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়বে এক নাগিন। আর সেটা নিয়েই দর্শকদের মধ্যে পড়ে গেছে হট্টগোল।
৪৫ সেকেন্ডের ওই টিজারে প্রথমেই এক পুরুষ কন্ঠে শোনা যায়, প্রতিবেশী দেশ এক ভাইরাসকে হাতিয়ার বানিয়ে আক্রমণের পরিকল্পনা করছে। হিমালয়ের সাধু-সন্ন্যাসীদের একত্র করে একজন সেই গোপন কথা জানাচ্ছেন তাদের।
অপরপ্রান্ত থেকে আরেক ব্যক্তি প্রশ্ন ছোঁড়ে, তাহলে এই বিপদ থেকে কে আমাদের রক্ষা করবে? তখনই টিজারে নাগিনের আবির্ভাব।
কালার্স চ্যানেলের সোশ্যাল মিডিয়ায় টিজার শেয়ার করে জানানো হয়েছে, ‘দেশ রক্ষার জন্য বিষ দিয়ে আরেক বিষকে শেষ করতে আসছে নাগিন।’ টিজারে এটাও দেখা গেছে, নদীর জলের মাধ্যমে সেই ভাইরাসের সংক্রমণ ছড়ানোর চেষ্টা করেছে প্রতিবেশী দেশ। নাগিন এসে সেই আক্রমণ ঠেকিয়ে দেবে। কীভাবে তা সম্ভব? সেটাই দেখাবে হিন্দি সিরিয়াল ‘নাগিন ৬’।
সিরিয়ালের এই টিজার দেখে অনলাইনে বিদ্রুপ শুরু করেছেন অনেকে। কেউ কেউ লিখছেন, ‘নাগিন-ই তাহলে করোনার অ্যান্টিডট!’ কারও মন্তব্য, ‘এবার থেকে ইনস্টাগ্রামে হা-হা, ডিসলাইক বাটন চালু করা হোক’।
দেখুন ‘নাগিন ৬’-এর টিজার:

মঙ্গলবার রাতে শুরু হয় জেফার ও রাফসানের বিয়ের গুঞ্জন। তবে চুপ ছিলেন রাফসান ও জেফার। যোগাযোগ করলেও কারও নাগাল পাওয়া যাচ্ছিল না। তবে তাঁদের ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছিলেন, বুধবার বিয়ে করতে যাচ্ছেন রাফসান ও জেফার।
১২ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হলো সিনেমা। নাম কাট-পিস। বানিয়েছেন ইফফাত জাহান মম। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্র তাজ ও মালার ভূমিকায় অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা। গত সোমবার এফডিসিতে এক অনুষ্ঠানে ফার্স্ট লুক টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কাট-পিস সিনেমার
১৮ ঘণ্টা আগে
একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন ডলি জহুর। মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকটা অভিমান থেকেই ২০১১ সালে সরে আসেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমা থেকে ছিলেন দূরে। সিনেমায় আর কাজ
১৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোট দানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ১০টায়। ১৩ জানুয়ারি
১৯ ঘণ্টা আগে