
এ কী অদ্ভুত কথা! করোনাভাইরাসে নাকাল গোটা বিশ্ব। সতর্কতা, ভ্যাকসিন, বুস্টার ডোজ—নানা উপায় করে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিটি দেশ। তবুও বারবার হানা দিচ্ছে করোনার নতুন নতুন ঢেউ। এত শক্তিশালী ভাইরাসকে নাকি নিমিষেই ঠেকিয়ে দেবে হিন্দি সিরিয়ালের নাগিন!
ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘নাগিন’। অতি-প্রাকৃতিক কল্প-কাহিনি হিসেবে একতা কাপুর প্রযোজিত এ সিরিয়াল পার করেছে জনপ্রিয়তার পাঁচটি সিজন। এবার আসছে ষষ্ঠ সিজন। ‘নাগিন’-এর ষষ্ঠ সিজনের প্রেক্ষাপট হিসেবে বেছে নেওয়া হয়েছে মহামারি করোনাকে। সম্প্রতি সেটার টিজার প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দেশকে রক্ষা করতে মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়বে এক নাগিন। আর সেটা নিয়েই দর্শকদের মধ্যে পড়ে গেছে হট্টগোল।
৪৫ সেকেন্ডের ওই টিজারে প্রথমেই এক পুরুষ কন্ঠে শোনা যায়, প্রতিবেশী দেশ এক ভাইরাসকে হাতিয়ার বানিয়ে আক্রমণের পরিকল্পনা করছে। হিমালয়ের সাধু-সন্ন্যাসীদের একত্র করে একজন সেই গোপন কথা জানাচ্ছেন তাদের।
অপরপ্রান্ত থেকে আরেক ব্যক্তি প্রশ্ন ছোঁড়ে, তাহলে এই বিপদ থেকে কে আমাদের রক্ষা করবে? তখনই টিজারে নাগিনের আবির্ভাব।
কালার্স চ্যানেলের সোশ্যাল মিডিয়ায় টিজার শেয়ার করে জানানো হয়েছে, ‘দেশ রক্ষার জন্য বিষ দিয়ে আরেক বিষকে শেষ করতে আসছে নাগিন।’ টিজারে এটাও দেখা গেছে, নদীর জলের মাধ্যমে সেই ভাইরাসের সংক্রমণ ছড়ানোর চেষ্টা করেছে প্রতিবেশী দেশ। নাগিন এসে সেই আক্রমণ ঠেকিয়ে দেবে। কীভাবে তা সম্ভব? সেটাই দেখাবে হিন্দি সিরিয়াল ‘নাগিন ৬’।
সিরিয়ালের এই টিজার দেখে অনলাইনে বিদ্রুপ শুরু করেছেন অনেকে। কেউ কেউ লিখছেন, ‘নাগিন-ই তাহলে করোনার অ্যান্টিডট!’ কারও মন্তব্য, ‘এবার থেকে ইনস্টাগ্রামে হা-হা, ডিসলাইক বাটন চালু করা হোক’।
দেখুন ‘নাগিন ৬’-এর টিজার:

এ কী অদ্ভুত কথা! করোনাভাইরাসে নাকাল গোটা বিশ্ব। সতর্কতা, ভ্যাকসিন, বুস্টার ডোজ—নানা উপায় করে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিটি দেশ। তবুও বারবার হানা দিচ্ছে করোনার নতুন নতুন ঢেউ। এত শক্তিশালী ভাইরাসকে নাকি নিমিষেই ঠেকিয়ে দেবে হিন্দি সিরিয়ালের নাগিন!
ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘নাগিন’। অতি-প্রাকৃতিক কল্প-কাহিনি হিসেবে একতা কাপুর প্রযোজিত এ সিরিয়াল পার করেছে জনপ্রিয়তার পাঁচটি সিজন। এবার আসছে ষষ্ঠ সিজন। ‘নাগিন’-এর ষষ্ঠ সিজনের প্রেক্ষাপট হিসেবে বেছে নেওয়া হয়েছে মহামারি করোনাকে। সম্প্রতি সেটার টিজার প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দেশকে রক্ষা করতে মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়বে এক নাগিন। আর সেটা নিয়েই দর্শকদের মধ্যে পড়ে গেছে হট্টগোল।
৪৫ সেকেন্ডের ওই টিজারে প্রথমেই এক পুরুষ কন্ঠে শোনা যায়, প্রতিবেশী দেশ এক ভাইরাসকে হাতিয়ার বানিয়ে আক্রমণের পরিকল্পনা করছে। হিমালয়ের সাধু-সন্ন্যাসীদের একত্র করে একজন সেই গোপন কথা জানাচ্ছেন তাদের।
অপরপ্রান্ত থেকে আরেক ব্যক্তি প্রশ্ন ছোঁড়ে, তাহলে এই বিপদ থেকে কে আমাদের রক্ষা করবে? তখনই টিজারে নাগিনের আবির্ভাব।
কালার্স চ্যানেলের সোশ্যাল মিডিয়ায় টিজার শেয়ার করে জানানো হয়েছে, ‘দেশ রক্ষার জন্য বিষ দিয়ে আরেক বিষকে শেষ করতে আসছে নাগিন।’ টিজারে এটাও দেখা গেছে, নদীর জলের মাধ্যমে সেই ভাইরাসের সংক্রমণ ছড়ানোর চেষ্টা করেছে প্রতিবেশী দেশ। নাগিন এসে সেই আক্রমণ ঠেকিয়ে দেবে। কীভাবে তা সম্ভব? সেটাই দেখাবে হিন্দি সিরিয়াল ‘নাগিন ৬’।
সিরিয়ালের এই টিজার দেখে অনলাইনে বিদ্রুপ শুরু করেছেন অনেকে। কেউ কেউ লিখছেন, ‘নাগিন-ই তাহলে করোনার অ্যান্টিডট!’ কারও মন্তব্য, ‘এবার থেকে ইনস্টাগ্রামে হা-হা, ডিসলাইক বাটন চালু করা হোক’।
দেখুন ‘নাগিন ৬’-এর টিজার:

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১৮ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১৮ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১৮ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে