বিনোদন প্রতিবেদক

ওটিটি প্ল্যাটফর্ম হইচই তাদের পঞ্চম বর্ষে পা দিয়েছে। পৃথিবীব্যাপী বাংলা ভাষা-ভাষীদের কাছে মানসম্মত বাংলা কন্টেন্ট পৌঁছে দেয়ার অব্যাহত প্রচেষ্টার চার বছরে হইচই বাংলা ওটিটি প্ল্যাটফর্ম গুলোর মধ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। আর বিগত বছরে ক্রমান্বয়ে বেড়ে চলা সাবস্ক্রাইবারের সংখ্যা জন-মানুষের গল্প তাঁদের কাছে পৌঁছে দিতে অনুপ্রাণিত করেছে হইচইকে।
বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে অভূতপূর্ব সাড়া পাওয়ায় হইচই তাদের পঞ্চম বর্ষে বাংলাদেশ থেকে শঙ্খ দাস গুপ্ত, তানিম নূর, অমিতাভ রেজা চৌধুরী, সৈয়দ আহমেদ শাওকি এবং আশফাক নিপুণ এর পরিচালনায় ৫ টি নতুন অরিজিনাল সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছে।
সিরিজগুলো এক নজরে –
বলি
সোহরাব – রুস্তম – নাম দুটির সাথে বাঙ্গালীর আবেগ জড়ানো। প্রাচীন এক লোককাহিনীর ছায়া অবলম্বনে নির্মিত হচ্ছে অ্যাকশন/থ্রিলার বলি যেখানে মূল দুইটি চরিত্রে অভিনয় করেছেন তাকদীর দিয়ে দেশ মাতানো জুটি – চঞ্চল চৌধুরী এবং সোহেল মন্ডল। পরিচালনা করেছেন শঙ্খ দাস গুপ্ত।
কাইজার
একজন ভিডিও গেমে আসক্ত হোমিসাইড ডিটেক্টিভ। অস্বাস্থ্যকর সব অভ্যাস তার ব্যক্তি ও পেশা জীবনে নানা নেতিবাচক প্রভাব ফেলে। আরও শোনা যায় – কাইজার নাকি রক্ত ভয় পায়! পরিচালনায় – তানিম নূর।
বোধ
একজন অবসরপ্রাপ্ত বিচারপতির বোধের জাগরন এবং বিবেকের দংশন – অমিতাভ রেজা চৌধুরীর নতুন ওয়েব সিরিজ।
কারাগার
একটি জেল। সেল নাম্বার ৫০১। সেলটিতে রাখা বেশ কিছু কয়েদীর আত্মহত্যার পর থেকে সেলটি দীর্ঘদিন ধরে বন্ধ। এক সকালে সেলটিতে এক কয়েদীকে খুঁজে পাওয়া যায় যে দাবী করে সেলের ভেতরে সে ২০০ বছর ধরে বন্দী। তাকদীরের আকাশচুম্বী সাফল্যের পর সৈয়দ আহমেদ শাওকির নতুন ন্যারেটিভ থ্রিলার সিরিজ।
সাবরিনা
দুই বাংলা কাঁপানো ওয়েব সিরিজ মহানগরের পর আশফাক নিপুণ নিয়ে আসছেন সাবরিনা যেখানে সামাজিক অবস্থান নির্বিশেষে নারীদের উপর নিপীড়নের চিত্র তুলে ধরা হয়েছে। দুই নারীকে কেন্দ্র করে শিহরণ জাগানো একটি গল্প।
বাংলাদেশে নির্মিতব্য পাঁচটি সিরিজ ছাড়াও হইচই আরও বারোটি অরিজিনাল সিরিজের ঘোষণা দিয়েছে। আসন্ন এই সিরিজ গুলো হচ্ছে –
খ্যাপা শহর: মার্ডার ইন দ্যা হিলস এর পর পুলিশ আর গ্যাং ওয়ার নিয়ে অঞ্জন দত্তের দ্বিতীয় ওয়েব সিরিজ।
মন্দার: শেক্সপীয়ারের ম্যাকবেথ অবলম্বনে অনির্বাণ ভট্টাচার্যের নির্দেশনায় প্রথম ওয়েব সিরিজ।
গোরা: শাহানা দত্তের নতুন ডিটেক্টিভ সিরিজ গোরা। ডিটেক্টিভ গোরা চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর ডিজিটাল মাধ্যমে অভিষেক হতে যাচ্ছে।
ইন্দু: হ্যালো এবং পাপের মতো ব্লকবাস্টারের পর আরও একটি ফ্যামিলি ড্রামা/ থ্রিলার সিরিজ। অভিনয়ে ইশা সাহা।
ব্যোমকেশ ৭: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস চোরাবালি অবলম্বনে আসছে ব্যোমকেশ ৭। অভিনয়ে অনির্বাণ ভট্টাচার্যের সাথে আছেন অর্জুন চক্রবর্তী, উষশি রায়, চন্দন সেন প্রমুখ।
একেন বাবু ৫: ডিটেক্টিভ একেন বাবু সিরিজের পঞ্চম সিজন। কাহিনী আবর্তিত হয়েছে একটি অ্যান্টিক হীরা চুরির ঘটনা নিয়ে।
রুদ্রবীণার অভিশাপ: তানসেনের তানপুরার সাফল্যের পর আলাপ আর শ্রুতির ভূমিকায় ফিরে আসছে বিক্রম চ্যাটার্জী আর রুপসা। হবে প্রাচীন একটি অভিশাপের অজানা রহস্যের উদ্ঘাটন।
মন্টু পাইলট ২: দেবালয় ভট্টাচার্যের নির্দেশনায় সৌরভ দাস আবার ফিরে আসছে মন্টুর ভূমিকায়।
ত্রৈলোক্য: ভারতের প্রথম সিরিয়াল কিলার – যে কিনা একজন মহিলা, উপরন্তু বাঙালি। দেবারতি মুখোপাধ্যায়ের রার কাহিনী অবলম্বনে আসছে নতুন সিরিজ।
টিকটিকি: ধ্রুব ব্যানার্জির ওয়েব সিরিজ। অভিনয়ে অনির্বাণ ভট্টাচার্য এবং কৌশিক গাঙ্গুলি।
বটতলার গোয়েন্দা: স্বপন কুমারের গল্প অবলম্বনে অনির্বাণ ভট্টাচার্যের পরিচালনায় নতুন ডিটেক্টিভ সিরিজ।
উত্তরণ: সুকান্ত গঙ্গোপাধ্যায়ের বটতলা উপন্যাস অবলম্বনে মধুমিতা সরকার অভিনীত ওয়েব সিরিজ উত্তরণ যেখানে দেখানো হয়েছে লিক হওয়া একটি এমএমএস ক্লিপ কীভাবে সাধারণ এক গৃহিণীর জীবন আমূল বদলে দেয়।
হইচই এর সহ-প্রতিষ্ঠাতা বিষ্ণু মোহতা বলেন, “সমৃদ্ধ কন্টেন্ট লাইব্রেরির কারণে বিগত চার বছরে হইচই ব্যাপক সাড়া পেয়েছে। পঞ্চম বছরে হইচই যে কন্টেন্টগুলো আনতে যাচ্ছে তা নিয়ে আমরা উদ্দীপ্ত এবং আশাবাদী যে দর্শকরাও সমান আগ্রহে কন্টেন্টগুলোকে গ্রহণ করবে। বাংলাদেশে হইচই এর যাত্রা শুরুর পর থেকে আমরা যে সাড়া পেয়েছি তা আমাদের গ্রাহকদের কাছে পৌঁছে যাওয়ার সহজতম উপায় খুঁজে বের করতে উৎসাহ দিয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখেই আইএসপি, মোবাইল ফোন অপারেটর, সুপার শপ, ডিটিএইচ সার্ভিস এবং অনলাইন মার্কেটপ্লেস গুলোর সাথে স্ট্র্যাটেজিক ডিস্ট্রিবিউশন পার্টনারশিপ শুরু করেছে যাতে করে গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছে যাওয়া যায়। পঞ্চম বছরে আমরা ডিজিটাল গিফট কার্ড চালু করছি। এতে করে গ্রাহকেরা হ্রাসকৃত মূল্যে এবং সহজে হইচই এ সাবস্ক্রাইব করতে পারবে। ডিজিটাল কন্টেন্ট উপভোগ করার অভিজ্ঞতাকে অবিস্মরণীয় করে রাখতে মানুষের কাছাকাছি যাওয়ার হইচই এর এই প্রয়াস অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”
এসভিএফ এবং হইচই এর সহ-প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি বলেন, “বিগত চার বছরে আমি একটি ধারণা কীভাবে বাংলা ভাষার সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্মে রূপ নেয় তা প্রত্যক্ষ করেছি। আমার বিশ্বাস আমাদের কন্টেন্ট গুলোই আমাদের অন্যদের থেকে আলাদা করেছে এবং দর্শকদের কাছে আমাদের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। দর্শকদের প্রতিনিয়ত বিনোদন দিয়ে যাওয়ার লক্ষ্যে পঞ্চম বছরে আমরা কন্টেন্টের মানের দিকেই গুরুত্ব দিচ্ছি। কন্টেন্টের মান নিশ্চিত করতে আমরা তানিম নূর, অমিতাভ রেজা চৌধুরী, আশফাক নিপুণ, সৃজিত মুখার্জী, অঞ্জন দত্ত ও অনির্বাণ ভট্টাচার্যের মতো ডিরেক্টর এবং প্রখ্যাত কলাকুশলীদের সাথে কাজ করছি। হইচই এর লক্ষ্য পঞ্চম বছরে একাধিক উৎকৃষ্ট মানের কন্টেন্ট নিয়ে আসা। এতোকিছু সম্ভব করার জন্য আমাদের টিমের একান্ত প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।”
এই বিষয়ে হইচই বাংলাদেশের প্রধান সাকিব আর খান বলেন, “সারা দেশ জুড়ে দর্শকরা যেভাবে আমাদের সাদরে গ্রহণ করেছে তাতে আমি অভিভূত। তাদের এই ভালবাসার কারণেই আমরা আমাদের পার্টনারশিপ গুলোর মাধ্যমে তাদের কাছে পৌঁছে যেতে পেরেছি। আরও একটি বছরের প্রারম্ভে আমরা দর্শকদের আরও চমকপ্রদ কন্টেন্ট উপহার দিতে চাই এবং এই লক্ষ্যে আমরা দুই বাংলার সেরা নির্মাতাদের সাথে কাজ করছি।”
হইচই হলো আরো সহজলভ্য
হইচই এর সাথে বাংলাদেশের অন্যতম বৃহত্তম টেলিকম প্রতিষ্ঠান গ্রামীনফোন এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লিঙ্ক থ্রি এর সমঝোতা চুক্তি হয়েছে। গ্রামীণফোন এবং লিঙ্ক থ্রি এর গ্রাহকেরা তাদের নিজ নিজ অপারেটেরের সার্ভিসের সাথে অন্তর্ভুক্ত হইচই এর সাবস্ক্রিপশান পাচ্ছেন। এর ফলে অনলাইন বা ডিজিটাল পেমেন্টের সুবিধা যাদের নেই তাদের কাছেও পৌঁছে যেতে পেরেছে প্ল্যাটফর্মটি। সাবস্ক্রিপশান সহজলভ্য হয়েছে এবং বাংলা ভাষায় মানসম্মত বিনোদন দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেয়া সম্ভব হয়েছে। দেশের প্রতিটি প্রান্ত থেকে দর্শকেরা এখন বাংলাদেশ ও ভারতের ৬৫০ এরও বেশি বাংলা মুভি এবং অরিজিনাল সিরিজ উপভোগ করতে পারবেন।
সাবস্ক্রিপশানের সহজলভ্যতা নিশ্চিত করতে হইচই এর মীনা বাজার এবং গ্যাজেট অ্যান্ড গিয়ার এর সাথে রয়েছে স্ট্র্যাটেজিক অফলাইন পার্টনারশিপ। এর মাধ্যমে গ্রাহকেরা সাবস্ক্রিপশান কার্ডের মাধ্যমে সাবস্ক্রাইব করতে সক্ষম হয়েছে।
এছাড়াও হইচই আনতে যাচ্ছে ডিজিটাল গিফট কার্ড। এর মাধ্যমে গ্রাহকেরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে তাদের নিকটজনকে হইচই এর বিভিন্ন সাবস্ক্রিপশান প্যাকেজ গিফট করতে পারবেন। প্রাথমিকভাবে এটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সিংগাপুর এবং মধ্য প্রাচ্যে শুরু হচ্ছে। শীঘ্রই অন্যান্য দেশেও এই সুবিধা পাওয়া যাবে।

ওটিটি প্ল্যাটফর্ম হইচই তাদের পঞ্চম বর্ষে পা দিয়েছে। পৃথিবীব্যাপী বাংলা ভাষা-ভাষীদের কাছে মানসম্মত বাংলা কন্টেন্ট পৌঁছে দেয়ার অব্যাহত প্রচেষ্টার চার বছরে হইচই বাংলা ওটিটি প্ল্যাটফর্ম গুলোর মধ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। আর বিগত বছরে ক্রমান্বয়ে বেড়ে চলা সাবস্ক্রাইবারের সংখ্যা জন-মানুষের গল্প তাঁদের কাছে পৌঁছে দিতে অনুপ্রাণিত করেছে হইচইকে।
বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে অভূতপূর্ব সাড়া পাওয়ায় হইচই তাদের পঞ্চম বর্ষে বাংলাদেশ থেকে শঙ্খ দাস গুপ্ত, তানিম নূর, অমিতাভ রেজা চৌধুরী, সৈয়দ আহমেদ শাওকি এবং আশফাক নিপুণ এর পরিচালনায় ৫ টি নতুন অরিজিনাল সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছে।
সিরিজগুলো এক নজরে –
বলি
সোহরাব – রুস্তম – নাম দুটির সাথে বাঙ্গালীর আবেগ জড়ানো। প্রাচীন এক লোককাহিনীর ছায়া অবলম্বনে নির্মিত হচ্ছে অ্যাকশন/থ্রিলার বলি যেখানে মূল দুইটি চরিত্রে অভিনয় করেছেন তাকদীর দিয়ে দেশ মাতানো জুটি – চঞ্চল চৌধুরী এবং সোহেল মন্ডল। পরিচালনা করেছেন শঙ্খ দাস গুপ্ত।
কাইজার
একজন ভিডিও গেমে আসক্ত হোমিসাইড ডিটেক্টিভ। অস্বাস্থ্যকর সব অভ্যাস তার ব্যক্তি ও পেশা জীবনে নানা নেতিবাচক প্রভাব ফেলে। আরও শোনা যায় – কাইজার নাকি রক্ত ভয় পায়! পরিচালনায় – তানিম নূর।
বোধ
একজন অবসরপ্রাপ্ত বিচারপতির বোধের জাগরন এবং বিবেকের দংশন – অমিতাভ রেজা চৌধুরীর নতুন ওয়েব সিরিজ।
কারাগার
একটি জেল। সেল নাম্বার ৫০১। সেলটিতে রাখা বেশ কিছু কয়েদীর আত্মহত্যার পর থেকে সেলটি দীর্ঘদিন ধরে বন্ধ। এক সকালে সেলটিতে এক কয়েদীকে খুঁজে পাওয়া যায় যে দাবী করে সেলের ভেতরে সে ২০০ বছর ধরে বন্দী। তাকদীরের আকাশচুম্বী সাফল্যের পর সৈয়দ আহমেদ শাওকির নতুন ন্যারেটিভ থ্রিলার সিরিজ।
সাবরিনা
দুই বাংলা কাঁপানো ওয়েব সিরিজ মহানগরের পর আশফাক নিপুণ নিয়ে আসছেন সাবরিনা যেখানে সামাজিক অবস্থান নির্বিশেষে নারীদের উপর নিপীড়নের চিত্র তুলে ধরা হয়েছে। দুই নারীকে কেন্দ্র করে শিহরণ জাগানো একটি গল্প।
বাংলাদেশে নির্মিতব্য পাঁচটি সিরিজ ছাড়াও হইচই আরও বারোটি অরিজিনাল সিরিজের ঘোষণা দিয়েছে। আসন্ন এই সিরিজ গুলো হচ্ছে –
খ্যাপা শহর: মার্ডার ইন দ্যা হিলস এর পর পুলিশ আর গ্যাং ওয়ার নিয়ে অঞ্জন দত্তের দ্বিতীয় ওয়েব সিরিজ।
মন্দার: শেক্সপীয়ারের ম্যাকবেথ অবলম্বনে অনির্বাণ ভট্টাচার্যের নির্দেশনায় প্রথম ওয়েব সিরিজ।
গোরা: শাহানা দত্তের নতুন ডিটেক্টিভ সিরিজ গোরা। ডিটেক্টিভ গোরা চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর ডিজিটাল মাধ্যমে অভিষেক হতে যাচ্ছে।
ইন্দু: হ্যালো এবং পাপের মতো ব্লকবাস্টারের পর আরও একটি ফ্যামিলি ড্রামা/ থ্রিলার সিরিজ। অভিনয়ে ইশা সাহা।
ব্যোমকেশ ৭: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস চোরাবালি অবলম্বনে আসছে ব্যোমকেশ ৭। অভিনয়ে অনির্বাণ ভট্টাচার্যের সাথে আছেন অর্জুন চক্রবর্তী, উষশি রায়, চন্দন সেন প্রমুখ।
একেন বাবু ৫: ডিটেক্টিভ একেন বাবু সিরিজের পঞ্চম সিজন। কাহিনী আবর্তিত হয়েছে একটি অ্যান্টিক হীরা চুরির ঘটনা নিয়ে।
রুদ্রবীণার অভিশাপ: তানসেনের তানপুরার সাফল্যের পর আলাপ আর শ্রুতির ভূমিকায় ফিরে আসছে বিক্রম চ্যাটার্জী আর রুপসা। হবে প্রাচীন একটি অভিশাপের অজানা রহস্যের উদ্ঘাটন।
মন্টু পাইলট ২: দেবালয় ভট্টাচার্যের নির্দেশনায় সৌরভ দাস আবার ফিরে আসছে মন্টুর ভূমিকায়।
ত্রৈলোক্য: ভারতের প্রথম সিরিয়াল কিলার – যে কিনা একজন মহিলা, উপরন্তু বাঙালি। দেবারতি মুখোপাধ্যায়ের রার কাহিনী অবলম্বনে আসছে নতুন সিরিজ।
টিকটিকি: ধ্রুব ব্যানার্জির ওয়েব সিরিজ। অভিনয়ে অনির্বাণ ভট্টাচার্য এবং কৌশিক গাঙ্গুলি।
বটতলার গোয়েন্দা: স্বপন কুমারের গল্প অবলম্বনে অনির্বাণ ভট্টাচার্যের পরিচালনায় নতুন ডিটেক্টিভ সিরিজ।
উত্তরণ: সুকান্ত গঙ্গোপাধ্যায়ের বটতলা উপন্যাস অবলম্বনে মধুমিতা সরকার অভিনীত ওয়েব সিরিজ উত্তরণ যেখানে দেখানো হয়েছে লিক হওয়া একটি এমএমএস ক্লিপ কীভাবে সাধারণ এক গৃহিণীর জীবন আমূল বদলে দেয়।
হইচই এর সহ-প্রতিষ্ঠাতা বিষ্ণু মোহতা বলেন, “সমৃদ্ধ কন্টেন্ট লাইব্রেরির কারণে বিগত চার বছরে হইচই ব্যাপক সাড়া পেয়েছে। পঞ্চম বছরে হইচই যে কন্টেন্টগুলো আনতে যাচ্ছে তা নিয়ে আমরা উদ্দীপ্ত এবং আশাবাদী যে দর্শকরাও সমান আগ্রহে কন্টেন্টগুলোকে গ্রহণ করবে। বাংলাদেশে হইচই এর যাত্রা শুরুর পর থেকে আমরা যে সাড়া পেয়েছি তা আমাদের গ্রাহকদের কাছে পৌঁছে যাওয়ার সহজতম উপায় খুঁজে বের করতে উৎসাহ দিয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখেই আইএসপি, মোবাইল ফোন অপারেটর, সুপার শপ, ডিটিএইচ সার্ভিস এবং অনলাইন মার্কেটপ্লেস গুলোর সাথে স্ট্র্যাটেজিক ডিস্ট্রিবিউশন পার্টনারশিপ শুরু করেছে যাতে করে গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছে যাওয়া যায়। পঞ্চম বছরে আমরা ডিজিটাল গিফট কার্ড চালু করছি। এতে করে গ্রাহকেরা হ্রাসকৃত মূল্যে এবং সহজে হইচই এ সাবস্ক্রাইব করতে পারবে। ডিজিটাল কন্টেন্ট উপভোগ করার অভিজ্ঞতাকে অবিস্মরণীয় করে রাখতে মানুষের কাছাকাছি যাওয়ার হইচই এর এই প্রয়াস অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”
এসভিএফ এবং হইচই এর সহ-প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি বলেন, “বিগত চার বছরে আমি একটি ধারণা কীভাবে বাংলা ভাষার সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্মে রূপ নেয় তা প্রত্যক্ষ করেছি। আমার বিশ্বাস আমাদের কন্টেন্ট গুলোই আমাদের অন্যদের থেকে আলাদা করেছে এবং দর্শকদের কাছে আমাদের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। দর্শকদের প্রতিনিয়ত বিনোদন দিয়ে যাওয়ার লক্ষ্যে পঞ্চম বছরে আমরা কন্টেন্টের মানের দিকেই গুরুত্ব দিচ্ছি। কন্টেন্টের মান নিশ্চিত করতে আমরা তানিম নূর, অমিতাভ রেজা চৌধুরী, আশফাক নিপুণ, সৃজিত মুখার্জী, অঞ্জন দত্ত ও অনির্বাণ ভট্টাচার্যের মতো ডিরেক্টর এবং প্রখ্যাত কলাকুশলীদের সাথে কাজ করছি। হইচই এর লক্ষ্য পঞ্চম বছরে একাধিক উৎকৃষ্ট মানের কন্টেন্ট নিয়ে আসা। এতোকিছু সম্ভব করার জন্য আমাদের টিমের একান্ত প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।”
এই বিষয়ে হইচই বাংলাদেশের প্রধান সাকিব আর খান বলেন, “সারা দেশ জুড়ে দর্শকরা যেভাবে আমাদের সাদরে গ্রহণ করেছে তাতে আমি অভিভূত। তাদের এই ভালবাসার কারণেই আমরা আমাদের পার্টনারশিপ গুলোর মাধ্যমে তাদের কাছে পৌঁছে যেতে পেরেছি। আরও একটি বছরের প্রারম্ভে আমরা দর্শকদের আরও চমকপ্রদ কন্টেন্ট উপহার দিতে চাই এবং এই লক্ষ্যে আমরা দুই বাংলার সেরা নির্মাতাদের সাথে কাজ করছি।”
হইচই হলো আরো সহজলভ্য
হইচই এর সাথে বাংলাদেশের অন্যতম বৃহত্তম টেলিকম প্রতিষ্ঠান গ্রামীনফোন এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লিঙ্ক থ্রি এর সমঝোতা চুক্তি হয়েছে। গ্রামীণফোন এবং লিঙ্ক থ্রি এর গ্রাহকেরা তাদের নিজ নিজ অপারেটেরের সার্ভিসের সাথে অন্তর্ভুক্ত হইচই এর সাবস্ক্রিপশান পাচ্ছেন। এর ফলে অনলাইন বা ডিজিটাল পেমেন্টের সুবিধা যাদের নেই তাদের কাছেও পৌঁছে যেতে পেরেছে প্ল্যাটফর্মটি। সাবস্ক্রিপশান সহজলভ্য হয়েছে এবং বাংলা ভাষায় মানসম্মত বিনোদন দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেয়া সম্ভব হয়েছে। দেশের প্রতিটি প্রান্ত থেকে দর্শকেরা এখন বাংলাদেশ ও ভারতের ৬৫০ এরও বেশি বাংলা মুভি এবং অরিজিনাল সিরিজ উপভোগ করতে পারবেন।
সাবস্ক্রিপশানের সহজলভ্যতা নিশ্চিত করতে হইচই এর মীনা বাজার এবং গ্যাজেট অ্যান্ড গিয়ার এর সাথে রয়েছে স্ট্র্যাটেজিক অফলাইন পার্টনারশিপ। এর মাধ্যমে গ্রাহকেরা সাবস্ক্রিপশান কার্ডের মাধ্যমে সাবস্ক্রাইব করতে সক্ষম হয়েছে।
এছাড়াও হইচই আনতে যাচ্ছে ডিজিটাল গিফট কার্ড। এর মাধ্যমে গ্রাহকেরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে তাদের নিকটজনকে হইচই এর বিভিন্ন সাবস্ক্রিপশান প্যাকেজ গিফট করতে পারবেন। প্রাথমিকভাবে এটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সিংগাপুর এবং মধ্য প্রাচ্যে শুরু হচ্ছে। শীঘ্রই অন্যান্য দেশেও এই সুবিধা পাওয়া যাবে।

শাকিব খানের বিপরীতে ' প্রিয়তমা ' সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় পশ্চিমবঙ্গের ইধিকা পালের । প্রথম সিনেমাতেই নজর কাড়েন অভিনেত্রী । এ বছর রোজার ঈদে মুক্তি পাওয়া মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘ বরবাদ ' সিনেমায়ও দেখা গেছে তাঁকে । খবর ছড়িয়েছে , মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমায়ও অভিনয় ....
৭ ঘণ্টা আগে
গত বছরের অক্টোবরে প্রকাশ পেয়েছিল শিরোনামহীন ব্যান্ডের ‘এই অবেলায় ২’ গানের টিজার। তবে স্পনসর জটিলতায় আটকে ছিল গানটি। অবশেষে গতকাল প্রকাশ পেল শিরোনামহীনের বহুল প্রতীক্ষিত এই অবেলায় গানের দ্বিতীয় পর্ব। এটি শিরোনামহীনের পঞ্চম অ্যালবাম বাতিঘরের শেষ গান।
৭ ঘণ্টা আগে
রাশিয়ান জনকূটনীতির ১০০তম বার্ষিকী এবং বাংলাদেশের বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে রাজধানীর রবীন্দ্রসরোবরে আয়োজন করা হয়েছে ‘হারমোনি অব ফ্রেন্ডশিপ’ শীর্ষক অনুষ্ঠানের। রাশিয়ান হাউস ঢাকা আয়োজিত এই অনুষ্ঠানে থাকছে রাশিয়ার ঐতিহ্যবাহী লোকনৃত্য এবং বাংলাদেশের ব্যান্ড সোনার বাংলা সার্কাসের কনসার্ট।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পেয়েছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগেবিনোদন প্রতিবেদক, ঢাকা

শাকিব খানের বিপরীতে ' প্রিয়তমা ' সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় পশ্চিমবঙ্গের ইধিকা পালের । প্রথম সিনেমাতেই নজর কাড়েন অভিনেত্রী । এ বছর রোজার ঈদে মুক্তি পাওয়া মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘ বরবাদ ' সিনেমায়ও দেখা গেছে তাঁকে । খবর ছড়িয়েছে , মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমায়ও অভিনয় করবেন ইধিকা । এবার তাঁর নায়ক সিয়াম আহমেদ । ‘ রাক্ষস ’ নামের সিনেমায় জুটি হচ্ছেন তাঁরা । অথচ অভিনেত্রী জানালেন ভিন্ন কথা । এমন নামের কোনো সিনেমা নিয়ে তাঁর সঙ্গে নাকি কোনো কথাই হয়নি । রাক্ষস সিনেমায় ইধিকার অভিনয়ের এই গুঞ্জন কয়েক দিন ধরে । ইতিমধ্যে নাকি আলাপও হয়েছে নির্মাতাদের সঙ্গে , এমন খবরও প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে । কিন্তু , নতুন এই সিনেমা নিয়ে কথা বলতে যোগাযোগ করলে ইধিকা জানালেন ভিন্ন কথা । খুদে বার্তায় আজকের পত্রিকাকে ইধিকা লেখেন , “ এখন অবধি এ রকম ( রাক্ষস ) নামের কোনো সিনেমা নিয়ে আমার কোনো কথা হয়নি । ' একই কথা পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারকেও জানিয়েছেন ইধিকা । অভিনেত্রী জানান , সিয়াম আহমেদের সঙ্গে অভিনয় নিয়ে কোনো কথা হয়নি ।
আনন্দবাজার জানাচ্ছে , ইধিকা না থাকলেও রাক্ষসে সিয়ামের সঙ্গে থাকবেন টালিউড নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায় । এর আগে এ সিনেমায় সাবিলা নূরের অভিনয়ের খবর ছড়িয়েছিল । রাক্ষস সিনেমায় দেশ - বিদেশের একাধিক অভিনেত্রীর নাম শোনা গেলেও এখন পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা নির্মাতার কাছ থেকে আসেনি আনুষ্ঠানিক ঘোষণা । বরং প্রযোজক শাহরিনা সুলতানা সংবাদমাধ্যমে জানিয়েছেন , এই সিনেমা নিয়ে বেশ কয়েকজন নায়িকার সঙ্গে কথা হয়েছে । শেষ পর্যন্ত কে থাকছে , সেটা সময় বলে দেবে । রাক্ষসের আগে আবু হায়াত মাহমুদের ‘ প্রিন্স ' সিনেমার নায়িকা হিসেবেও শোনা গেছে ইধিকার নাম । সেই দৃশ্যপটও বদলে গেছে ।
এখন শোনা যাচ্ছে , ইধিকা নয় , টালিউডের আরেক নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুর নাম । তবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে তাসনিয়া ফারিণের থাকার বিষয়টি নিশ্চিত করলেও অন্য কারও নাম ঘোষণা হয়নি এখন পর্যন্ত । জানা গেছে , এ মাসেই শুরু হবে প্রিন্স ও রাক্ষস সিনেমার শুটিং । দুটি সিনেমার বেশির ভাগ শুটিং হবে দেশের বাইরে । সবকিছু ঠিক থাকলে আগামী বছর রোজার ঈদে মুক্তি পাবে সিনেমা দুটি ।
এ ধরনের গুঞ্জনে অবাক হয়েছেন তিনি । গত বছরও শোনা গিয়েছিল ‘ সিকান্দার ' নামের একটি সিনেমায় জুটি হচ্ছেন সিয়াম - ইধিকা । সেই খবরও শেষ পর্যন্ত গুঞ্জনই থেকে গেছে । এদিকে

শাকিব খানের বিপরীতে ' প্রিয়তমা ' সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় পশ্চিমবঙ্গের ইধিকা পালের । প্রথম সিনেমাতেই নজর কাড়েন অভিনেত্রী । এ বছর রোজার ঈদে মুক্তি পাওয়া মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘ বরবাদ ' সিনেমায়ও দেখা গেছে তাঁকে । খবর ছড়িয়েছে , মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমায়ও অভিনয় করবেন ইধিকা । এবার তাঁর নায়ক সিয়াম আহমেদ । ‘ রাক্ষস ’ নামের সিনেমায় জুটি হচ্ছেন তাঁরা । অথচ অভিনেত্রী জানালেন ভিন্ন কথা । এমন নামের কোনো সিনেমা নিয়ে তাঁর সঙ্গে নাকি কোনো কথাই হয়নি । রাক্ষস সিনেমায় ইধিকার অভিনয়ের এই গুঞ্জন কয়েক দিন ধরে । ইতিমধ্যে নাকি আলাপও হয়েছে নির্মাতাদের সঙ্গে , এমন খবরও প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে । কিন্তু , নতুন এই সিনেমা নিয়ে কথা বলতে যোগাযোগ করলে ইধিকা জানালেন ভিন্ন কথা । খুদে বার্তায় আজকের পত্রিকাকে ইধিকা লেখেন , “ এখন অবধি এ রকম ( রাক্ষস ) নামের কোনো সিনেমা নিয়ে আমার কোনো কথা হয়নি । ' একই কথা পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারকেও জানিয়েছেন ইধিকা । অভিনেত্রী জানান , সিয়াম আহমেদের সঙ্গে অভিনয় নিয়ে কোনো কথা হয়নি ।
আনন্দবাজার জানাচ্ছে , ইধিকা না থাকলেও রাক্ষসে সিয়ামের সঙ্গে থাকবেন টালিউড নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায় । এর আগে এ সিনেমায় সাবিলা নূরের অভিনয়ের খবর ছড়িয়েছিল । রাক্ষস সিনেমায় দেশ - বিদেশের একাধিক অভিনেত্রীর নাম শোনা গেলেও এখন পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা নির্মাতার কাছ থেকে আসেনি আনুষ্ঠানিক ঘোষণা । বরং প্রযোজক শাহরিনা সুলতানা সংবাদমাধ্যমে জানিয়েছেন , এই সিনেমা নিয়ে বেশ কয়েকজন নায়িকার সঙ্গে কথা হয়েছে । শেষ পর্যন্ত কে থাকছে , সেটা সময় বলে দেবে । রাক্ষসের আগে আবু হায়াত মাহমুদের ‘ প্রিন্স ' সিনেমার নায়িকা হিসেবেও শোনা গেছে ইধিকার নাম । সেই দৃশ্যপটও বদলে গেছে ।
এখন শোনা যাচ্ছে , ইধিকা নয় , টালিউডের আরেক নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুর নাম । তবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে তাসনিয়া ফারিণের থাকার বিষয়টি নিশ্চিত করলেও অন্য কারও নাম ঘোষণা হয়নি এখন পর্যন্ত । জানা গেছে , এ মাসেই শুরু হবে প্রিন্স ও রাক্ষস সিনেমার শুটিং । দুটি সিনেমার বেশির ভাগ শুটিং হবে দেশের বাইরে । সবকিছু ঠিক থাকলে আগামী বছর রোজার ঈদে মুক্তি পাবে সিনেমা দুটি ।
এ ধরনের গুঞ্জনে অবাক হয়েছেন তিনি । গত বছরও শোনা গিয়েছিল ‘ সিকান্দার ' নামের একটি সিনেমায় জুটি হচ্ছেন সিয়াম - ইধিকা । সেই খবরও শেষ পর্যন্ত গুঞ্জনই থেকে গেছে । এদিকে

ওটিটি প্ল্যাটফর্ম হইচই তাদের পঞ্চম বর্ষে পা দিয়েছে। পৃথিবীব্যাপী বাংলা ভাষা-ভাষীদের কাছে মানসম্মত বাংলা কন্টেন্ট পৌঁছে দেয়ার অব্যাহত প্রচেষ্টার চার বছরে হইচই বাংলা ওটিটি প্ল্যাটফর্ম গুলোর মধ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে।
২৪ সেপ্টেম্বর ২০২১
গত বছরের অক্টোবরে প্রকাশ পেয়েছিল শিরোনামহীন ব্যান্ডের ‘এই অবেলায় ২’ গানের টিজার। তবে স্পনসর জটিলতায় আটকে ছিল গানটি। অবশেষে গতকাল প্রকাশ পেল শিরোনামহীনের বহুল প্রতীক্ষিত এই অবেলায় গানের দ্বিতীয় পর্ব। এটি শিরোনামহীনের পঞ্চম অ্যালবাম বাতিঘরের শেষ গান।
৭ ঘণ্টা আগে
রাশিয়ান জনকূটনীতির ১০০তম বার্ষিকী এবং বাংলাদেশের বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে রাজধানীর রবীন্দ্রসরোবরে আয়োজন করা হয়েছে ‘হারমোনি অব ফ্রেন্ডশিপ’ শীর্ষক অনুষ্ঠানের। রাশিয়ান হাউস ঢাকা আয়োজিত এই অনুষ্ঠানে থাকছে রাশিয়ার ঐতিহ্যবাহী লোকনৃত্য এবং বাংলাদেশের ব্যান্ড সোনার বাংলা সার্কাসের কনসার্ট।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পেয়েছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগেবিনোদন প্রতিবেদক, ঢাকা

গত বছরের অক্টোবরে প্রকাশ পেয়েছিল শিরোনামহীন ব্যান্ডের ‘এই অবেলায় ২’ গানের টিজার। তবে স্পনসর জটিলতায় আটকে ছিল গানটি। অবশেষে গতকাল প্রকাশ পেল শিরোনামহীনের বহুল প্রতীক্ষিত এই অবেলায় গানের দ্বিতীয় পর্ব। এটি শিরোনামহীনের পঞ্চম অ্যালবাম বাতিঘরের শেষ গান।
‘যদি কোথাও/ কোনো দিন দূরে সরে যাই/ নিসর্গের আঁধারে হারাই/ সমুদ্রের ঢেউ দেখে আমায় রেখো মনে’—এমন কথার গানটি লিখেছেন শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান, সুর করেছেন ব্যান্ডের ড্রামার কাজী আহমাদ শাফিন। ভিডিও নির্দেশনাও দিয়েছেন তিনি। গেয়েছেন শেখ ইশতিয়াক। শুটিং হয়েছে থাইল্যান্ডের কো খাম, কো মাখ ও কো চ্যাং আইল্যান্ডে। মডেল হয়েছেন নীল হুরেজাহান।
২০১৯ সালের মে মাসে ‘এই অবেলায়’ দিয়ে নতুন করে জেগে উঠেছিল ব্যান্ড শিরোনামহীন। নতুন ভোকাল নিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণ করতে যখন হিমশিম খাচ্ছিল দলটি, তখন এই অবেলায় গানটি ছিল শিরোনামহীনের জন্য অক্সিজেনের মতো। ছয় বছর পর প্রকাশ পেল এ গানের সিকুয়েল এই অবেলায় ২।
শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে বাংলার পাশাপাশি এই অবেলায় প্রকাশ পেয়েছে ইংরেজি ভাষায়। এই ভার্সনের শিরোনাম দেওয়া হয়েছে ‘রিমেম্বার মি’। ইংরেজি ভার্সন নিয়ে শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান জিয়া বলেন, ‘এই অবেলায় গানটি বিদেশি ভাষার মানুষও পছন্দ করেছে। ইউটিউব চ্যানেলে অনেক মন্তব্য দেখেছি ইংরেজি, স্প্যানিশসহ বিভিন্ন ভাষায় লেখা, “আমি গানের ভাষা বুঝতে পারছি না। কিন্তু গানটির সুর খুব ভালো লাগছে।” তাই এই অবেলায় ২-এর ইংরেজি ভার্সন করা। আশা করছি, বাংলার পাশাপাশি ইংরেজি ভার্সনটাও দেশ-বিদেশের শ্রোতাদের মন জয় করতে পারবে। সেটা হলে ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও হতে পারে।’

গত বছরের অক্টোবরে প্রকাশ পেয়েছিল শিরোনামহীন ব্যান্ডের ‘এই অবেলায় ২’ গানের টিজার। তবে স্পনসর জটিলতায় আটকে ছিল গানটি। অবশেষে গতকাল প্রকাশ পেল শিরোনামহীনের বহুল প্রতীক্ষিত এই অবেলায় গানের দ্বিতীয় পর্ব। এটি শিরোনামহীনের পঞ্চম অ্যালবাম বাতিঘরের শেষ গান।
‘যদি কোথাও/ কোনো দিন দূরে সরে যাই/ নিসর্গের আঁধারে হারাই/ সমুদ্রের ঢেউ দেখে আমায় রেখো মনে’—এমন কথার গানটি লিখেছেন শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান, সুর করেছেন ব্যান্ডের ড্রামার কাজী আহমাদ শাফিন। ভিডিও নির্দেশনাও দিয়েছেন তিনি। গেয়েছেন শেখ ইশতিয়াক। শুটিং হয়েছে থাইল্যান্ডের কো খাম, কো মাখ ও কো চ্যাং আইল্যান্ডে। মডেল হয়েছেন নীল হুরেজাহান।
২০১৯ সালের মে মাসে ‘এই অবেলায়’ দিয়ে নতুন করে জেগে উঠেছিল ব্যান্ড শিরোনামহীন। নতুন ভোকাল নিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণ করতে যখন হিমশিম খাচ্ছিল দলটি, তখন এই অবেলায় গানটি ছিল শিরোনামহীনের জন্য অক্সিজেনের মতো। ছয় বছর পর প্রকাশ পেল এ গানের সিকুয়েল এই অবেলায় ২।
শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে বাংলার পাশাপাশি এই অবেলায় প্রকাশ পেয়েছে ইংরেজি ভাষায়। এই ভার্সনের শিরোনাম দেওয়া হয়েছে ‘রিমেম্বার মি’। ইংরেজি ভার্সন নিয়ে শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান জিয়া বলেন, ‘এই অবেলায় গানটি বিদেশি ভাষার মানুষও পছন্দ করেছে। ইউটিউব চ্যানেলে অনেক মন্তব্য দেখেছি ইংরেজি, স্প্যানিশসহ বিভিন্ন ভাষায় লেখা, “আমি গানের ভাষা বুঝতে পারছি না। কিন্তু গানটির সুর খুব ভালো লাগছে।” তাই এই অবেলায় ২-এর ইংরেজি ভার্সন করা। আশা করছি, বাংলার পাশাপাশি ইংরেজি ভার্সনটাও দেশ-বিদেশের শ্রোতাদের মন জয় করতে পারবে। সেটা হলে ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও হতে পারে।’

ওটিটি প্ল্যাটফর্ম হইচই তাদের পঞ্চম বর্ষে পা দিয়েছে। পৃথিবীব্যাপী বাংলা ভাষা-ভাষীদের কাছে মানসম্মত বাংলা কন্টেন্ট পৌঁছে দেয়ার অব্যাহত প্রচেষ্টার চার বছরে হইচই বাংলা ওটিটি প্ল্যাটফর্ম গুলোর মধ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে।
২৪ সেপ্টেম্বর ২০২১
শাকিব খানের বিপরীতে ' প্রিয়তমা ' সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় পশ্চিমবঙ্গের ইধিকা পালের । প্রথম সিনেমাতেই নজর কাড়েন অভিনেত্রী । এ বছর রোজার ঈদে মুক্তি পাওয়া মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘ বরবাদ ' সিনেমায়ও দেখা গেছে তাঁকে । খবর ছড়িয়েছে , মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমায়ও অভিনয় ....
৭ ঘণ্টা আগে
রাশিয়ান জনকূটনীতির ১০০তম বার্ষিকী এবং বাংলাদেশের বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে রাজধানীর রবীন্দ্রসরোবরে আয়োজন করা হয়েছে ‘হারমোনি অব ফ্রেন্ডশিপ’ শীর্ষক অনুষ্ঠানের। রাশিয়ান হাউস ঢাকা আয়োজিত এই অনুষ্ঠানে থাকছে রাশিয়ার ঐতিহ্যবাহী লোকনৃত্য এবং বাংলাদেশের ব্যান্ড সোনার বাংলা সার্কাসের কনসার্ট।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পেয়েছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগেবিনোদন প্রতিবেদক, ঢাকা

রাশিয়ান জনকূটনীতির ১০০তম বার্ষিকী এবং বাংলাদেশের বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে রাজধানীর রবীন্দ্রসরোবরে আয়োজন করা হয়েছে ‘হারমোনি অব ফ্রেন্ডশিপ’ শীর্ষক অনুষ্ঠানের। রাশিয়ান হাউস ঢাকা আয়োজিত এই অনুষ্ঠানে থাকছে রাশিয়ার ঐতিহ্যবাহী লোকনৃত্য এবং বাংলাদেশের ব্যান্ড সোনার বাংলা সার্কাসের কনসার্ট।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে এই আয়োজন। শুরুতে থাকবে রাশিয়ার ঐতিহ্যবাহী লোকনৃত্য পরিবেশনা, যেখানে শিল্পীরা রাশিয়ান সংস্কৃতির সৌন্দর্য ও বৈচিত্র্য তুলে ধরবেন। এরপর গান শোনাবে সোনার বাংলা সার্কাস। এ ছাড়া থাকবে আরও বেশ কিছু সাংস্কৃতিক আয়োজন।
এই বিশেষ আয়োজন উৎসর্গ করা হয়েছে রাশিয়ার জনকূটনৈতিক কর্মকাণ্ডের শতবর্ষ পূর্তি এবং বাংলাদেশের বিজয় দিবস—দুটি ঐতিহাসিক মাইলফলককে, যা বাংলাদেশ ও রাশিয়ার জনগণের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আয়োজকেরা বলছেন, এ অনুষ্ঠান শুধুই একটি কনসার্ট নয়, এটি সংস্কৃতি, বন্ধুত্ব ও একতার উৎসব, যা বাংলাদেশ ও রাশিয়ার মানুষের মধ্যে সম্পর্ক আরও গভীর করবে।
রাশিয়ান হাউস, ঢাকার সহযোগিতায় ওই অনুষ্ঠানটি আয়োজন করছে জাম্পস্টার্ট ইনক, যা দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং বন্ধুত্ব দৃঢ় করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ। সবার জন্য উন্মুক্ত অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

রাশিয়ান জনকূটনীতির ১০০তম বার্ষিকী এবং বাংলাদেশের বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে রাজধানীর রবীন্দ্রসরোবরে আয়োজন করা হয়েছে ‘হারমোনি অব ফ্রেন্ডশিপ’ শীর্ষক অনুষ্ঠানের। রাশিয়ান হাউস ঢাকা আয়োজিত এই অনুষ্ঠানে থাকছে রাশিয়ার ঐতিহ্যবাহী লোকনৃত্য এবং বাংলাদেশের ব্যান্ড সোনার বাংলা সার্কাসের কনসার্ট।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে এই আয়োজন। শুরুতে থাকবে রাশিয়ার ঐতিহ্যবাহী লোকনৃত্য পরিবেশনা, যেখানে শিল্পীরা রাশিয়ান সংস্কৃতির সৌন্দর্য ও বৈচিত্র্য তুলে ধরবেন। এরপর গান শোনাবে সোনার বাংলা সার্কাস। এ ছাড়া থাকবে আরও বেশ কিছু সাংস্কৃতিক আয়োজন।
এই বিশেষ আয়োজন উৎসর্গ করা হয়েছে রাশিয়ার জনকূটনৈতিক কর্মকাণ্ডের শতবর্ষ পূর্তি এবং বাংলাদেশের বিজয় দিবস—দুটি ঐতিহাসিক মাইলফলককে, যা বাংলাদেশ ও রাশিয়ার জনগণের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আয়োজকেরা বলছেন, এ অনুষ্ঠান শুধুই একটি কনসার্ট নয়, এটি সংস্কৃতি, বন্ধুত্ব ও একতার উৎসব, যা বাংলাদেশ ও রাশিয়ার মানুষের মধ্যে সম্পর্ক আরও গভীর করবে।
রাশিয়ান হাউস, ঢাকার সহযোগিতায় ওই অনুষ্ঠানটি আয়োজন করছে জাম্পস্টার্ট ইনক, যা দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং বন্ধুত্ব দৃঢ় করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ। সবার জন্য উন্মুক্ত অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

ওটিটি প্ল্যাটফর্ম হইচই তাদের পঞ্চম বর্ষে পা দিয়েছে। পৃথিবীব্যাপী বাংলা ভাষা-ভাষীদের কাছে মানসম্মত বাংলা কন্টেন্ট পৌঁছে দেয়ার অব্যাহত প্রচেষ্টার চার বছরে হইচই বাংলা ওটিটি প্ল্যাটফর্ম গুলোর মধ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে।
২৪ সেপ্টেম্বর ২০২১
শাকিব খানের বিপরীতে ' প্রিয়তমা ' সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় পশ্চিমবঙ্গের ইধিকা পালের । প্রথম সিনেমাতেই নজর কাড়েন অভিনেত্রী । এ বছর রোজার ঈদে মুক্তি পাওয়া মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘ বরবাদ ' সিনেমায়ও দেখা গেছে তাঁকে । খবর ছড়িয়েছে , মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমায়ও অভিনয় ....
৭ ঘণ্টা আগে
গত বছরের অক্টোবরে প্রকাশ পেয়েছিল শিরোনামহীন ব্যান্ডের ‘এই অবেলায় ২’ গানের টিজার। তবে স্পনসর জটিলতায় আটকে ছিল গানটি। অবশেষে গতকাল প্রকাশ পেল শিরোনামহীনের বহুল প্রতীক্ষিত এই অবেলায় গানের দ্বিতীয় পর্ব। এটি শিরোনামহীনের পঞ্চম অ্যালবাম বাতিঘরের শেষ গান।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পেয়েছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগেবিনোদন ডেস্ক

⊲ অন্তরাত্মা (বাংলা সিনেমা)
⊲ বিহান (রাজবংশী ভাষার সিনেমা)
⊲ মিশন: ইম্পসিবল—দ্য ফাইনাল রেকনিং (ইংরেজি সিনেমা)
⊲ জে কেলি (ইংরেজি সিনেমা)
⊲ দ্য বিলিভারস ২ (থাই সিরিজ)

⊲ অন্তরাত্মা (বাংলা সিনেমা)
⊲ বিহান (রাজবংশী ভাষার সিনেমা)
⊲ মিশন: ইম্পসিবল—দ্য ফাইনাল রেকনিং (ইংরেজি সিনেমা)
⊲ জে কেলি (ইংরেজি সিনেমা)
⊲ দ্য বিলিভারস ২ (থাই সিরিজ)

ওটিটি প্ল্যাটফর্ম হইচই তাদের পঞ্চম বর্ষে পা দিয়েছে। পৃথিবীব্যাপী বাংলা ভাষা-ভাষীদের কাছে মানসম্মত বাংলা কন্টেন্ট পৌঁছে দেয়ার অব্যাহত প্রচেষ্টার চার বছরে হইচই বাংলা ওটিটি প্ল্যাটফর্ম গুলোর মধ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে।
২৪ সেপ্টেম্বর ২০২১
শাকিব খানের বিপরীতে ' প্রিয়তমা ' সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় পশ্চিমবঙ্গের ইধিকা পালের । প্রথম সিনেমাতেই নজর কাড়েন অভিনেত্রী । এ বছর রোজার ঈদে মুক্তি পাওয়া মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘ বরবাদ ' সিনেমায়ও দেখা গেছে তাঁকে । খবর ছড়িয়েছে , মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমায়ও অভিনয় ....
৭ ঘণ্টা আগে
গত বছরের অক্টোবরে প্রকাশ পেয়েছিল শিরোনামহীন ব্যান্ডের ‘এই অবেলায় ২’ গানের টিজার। তবে স্পনসর জটিলতায় আটকে ছিল গানটি। অবশেষে গতকাল প্রকাশ পেল শিরোনামহীনের বহুল প্রতীক্ষিত এই অবেলায় গানের দ্বিতীয় পর্ব। এটি শিরোনামহীনের পঞ্চম অ্যালবাম বাতিঘরের শেষ গান।
৭ ঘণ্টা আগে
রাশিয়ান জনকূটনীতির ১০০তম বার্ষিকী এবং বাংলাদেশের বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে রাজধানীর রবীন্দ্রসরোবরে আয়োজন করা হয়েছে ‘হারমোনি অব ফ্রেন্ডশিপ’ শীর্ষক অনুষ্ঠানের। রাশিয়ান হাউস ঢাকা আয়োজিত এই অনুষ্ঠানে থাকছে রাশিয়ার ঐতিহ্যবাহী লোকনৃত্য এবং বাংলাদেশের ব্যান্ড সোনার বাংলা সার্কাসের কনসার্ট।
৭ ঘণ্টা আগে