
প্রথমবারের মতো ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে বাংলা নয়, হিন্দি দিয়েই ওয়েবে তাঁর যাত্রা শুরু হচ্ছে। জানা গেছে, বিক্রমাদিত্য মোতওয়ানের ‘স্টারডাস্ট’ ওয়েব সিরিজে অভিনয় করবেন প্রসেনজিৎ।
আলোচিত সিরিজ ‘সেক্রেড গেমস’-এর অন্যতম পরিচালক বিক্রমাদিত্য। এর আগে তিনি ‘দেব ডি’, ‘উড়ান’, ‘লুটেরা’, ‘একে ভার্সেস একে’র মতো ছবি বানিয়েছেন। প্রযোজনা করেছেন অসংখ্য প্রশংসিত ছবি। প্রসেনজিৎকে ফোন করে তিনি ‘স্টারডাস্ট’ ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। সব শুনে প্রসেনজিৎ রাজি হয়েছেন এতে অভিনয় করতে। প্রস্তুতিও শুরু করে দিয়েছেন।
টালিউডের অনেকে এরই মধ্যে ওয়েব সিরিজে মুখ দেখিয়েছেন। তবে প্রসেনজিৎ ছিলেন শুধু সিনেমা নিয়েই। ‘স্টারডাস্ট’ ওয়েবে বুম্বার প্রথম কাজ। এই ওয়েব সিরিজ নির্বাচনের পেছনে কী ভাবনা কাজ করেছিল?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলছেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশের নামী অভিনেতারা এখন ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন। ভালো ওটিটি কনটেন্ট যে বড় সংখ্যার দর্শক পাচ্ছে, সেটা অস্বীকার করার উপায় নেই। পরিচালক বিক্রমাদিত্য কলকাতায় এসে আমার সঙ্গে দেখা করে বলে, যখন থেকে এই চরিত্রটা লিখছি, আপনার কথা মাথায় রেখেছি। শুনে ভালো লাগে। ওকে আমি চিনি না। আমার কাজ দেখেছে। তারপর সেটা মাথায় রেখে একটা চরিত্র লিখে এনে আমাকে প্রস্তাব দিয়েছে।’
‘স্টারডাস্ট’ সিরিজের ভাষা যেহেতু হিন্দি, তাই আলাদা করে প্রস্তুতির দরকার আছে। যদিও তিনি এর আগে হিন্দি ছবি করেছেন, তবু নতুন কোনো কাজ এলে প্রয়োজনে তিনি হিন্দি বা ইংরেজি শেখার ক্লাস করেন। প্রসেনজিৎ জানিয়েছেন, এই সিরিজে অভিনয়ের জন্য বুধ ও শুক্রবার হিন্দি শেখার ক্লাস চলছে। তাঁকে হিন্দি শেখাচ্ছেন নিবেদিতা ভট্টাচার্য নামের এক শিক্ষিকা।
এই ওয়েব সিরিজের শুটিং হবে মুম্বাইয়ে। জুলাই-আগস্ট মাসজুড়ে সেখানে শুটিং করবেন প্রসেনজিৎ। এরই মধ্যে কয়েক দিন মুম্বাইয়ে ওয়ার্কশপ করে এসেছেন তিনি।
বম্বে টকিজ তৈরির সময়কে ভিত্তি করে এগোবে এই ওয়েব সিরিজের গল্প। সিরিজে কেমন চরিত্র পাচ্ছেন তিনি?
বেশি কিছু বলতে পারব না। নাম শ্রীকান্ত রায়। ঐতিহাসিক চরিত্র। চিত্রনাট্যে যা আছে, তার ৫০ শতাংশ আমি ফুটিয়ে তুলতে পারলে দর্শকদের মনে থাকবে। `গডফাদার' ছবিতে আল পাচিনো যে সুযোগ পেয়েছিলেন, হয়তো আমার কাছে এটা সেই সুযোগ।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রথমবারের মতো ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে বাংলা নয়, হিন্দি দিয়েই ওয়েবে তাঁর যাত্রা শুরু হচ্ছে। জানা গেছে, বিক্রমাদিত্য মোতওয়ানের ‘স্টারডাস্ট’ ওয়েব সিরিজে অভিনয় করবেন প্রসেনজিৎ।
আলোচিত সিরিজ ‘সেক্রেড গেমস’-এর অন্যতম পরিচালক বিক্রমাদিত্য। এর আগে তিনি ‘দেব ডি’, ‘উড়ান’, ‘লুটেরা’, ‘একে ভার্সেস একে’র মতো ছবি বানিয়েছেন। প্রযোজনা করেছেন অসংখ্য প্রশংসিত ছবি। প্রসেনজিৎকে ফোন করে তিনি ‘স্টারডাস্ট’ ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। সব শুনে প্রসেনজিৎ রাজি হয়েছেন এতে অভিনয় করতে। প্রস্তুতিও শুরু করে দিয়েছেন।
টালিউডের অনেকে এরই মধ্যে ওয়েব সিরিজে মুখ দেখিয়েছেন। তবে প্রসেনজিৎ ছিলেন শুধু সিনেমা নিয়েই। ‘স্টারডাস্ট’ ওয়েবে বুম্বার প্রথম কাজ। এই ওয়েব সিরিজ নির্বাচনের পেছনে কী ভাবনা কাজ করেছিল?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলছেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশের নামী অভিনেতারা এখন ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন। ভালো ওটিটি কনটেন্ট যে বড় সংখ্যার দর্শক পাচ্ছে, সেটা অস্বীকার করার উপায় নেই। পরিচালক বিক্রমাদিত্য কলকাতায় এসে আমার সঙ্গে দেখা করে বলে, যখন থেকে এই চরিত্রটা লিখছি, আপনার কথা মাথায় রেখেছি। শুনে ভালো লাগে। ওকে আমি চিনি না। আমার কাজ দেখেছে। তারপর সেটা মাথায় রেখে একটা চরিত্র লিখে এনে আমাকে প্রস্তাব দিয়েছে।’
‘স্টারডাস্ট’ সিরিজের ভাষা যেহেতু হিন্দি, তাই আলাদা করে প্রস্তুতির দরকার আছে। যদিও তিনি এর আগে হিন্দি ছবি করেছেন, তবু নতুন কোনো কাজ এলে প্রয়োজনে তিনি হিন্দি বা ইংরেজি শেখার ক্লাস করেন। প্রসেনজিৎ জানিয়েছেন, এই সিরিজে অভিনয়ের জন্য বুধ ও শুক্রবার হিন্দি শেখার ক্লাস চলছে। তাঁকে হিন্দি শেখাচ্ছেন নিবেদিতা ভট্টাচার্য নামের এক শিক্ষিকা।
এই ওয়েব সিরিজের শুটিং হবে মুম্বাইয়ে। জুলাই-আগস্ট মাসজুড়ে সেখানে শুটিং করবেন প্রসেনজিৎ। এরই মধ্যে কয়েক দিন মুম্বাইয়ে ওয়ার্কশপ করে এসেছেন তিনি।
বম্বে টকিজ তৈরির সময়কে ভিত্তি করে এগোবে এই ওয়েব সিরিজের গল্প। সিরিজে কেমন চরিত্র পাচ্ছেন তিনি?
বেশি কিছু বলতে পারব না। নাম শ্রীকান্ত রায়। ঐতিহাসিক চরিত্র। চিত্রনাট্যে যা আছে, তার ৫০ শতাংশ আমি ফুটিয়ে তুলতে পারলে দর্শকদের মনে থাকবে। `গডফাদার' ছবিতে আল পাচিনো যে সুযোগ পেয়েছিলেন, হয়তো আমার কাছে এটা সেই সুযোগ।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রতি বছর শীতের মৌসুমে নতুনভাবে জেগে ওঠে সংগীতাঙ্গন। এ সময়ে শহরে গ্রামে আয়োজিত হয় গানের অনুষ্ঠান। শিল্পীরা ব্যস্ত সময় কাটান ইনডোর ও আউটডোরে আয়োজিত এসব কনসার্টে। শ্রোতারাও সামনাসামনি প্রিয় শিল্পী ও ব্যান্ডের পারফরম্যান্স উপভোগের সুযোগ পান।
২ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ প্রিমিয়ার হবে আহমেদ হাসান সানি পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক...
২ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দুই শুক্রবার মুক্তি পায়নি কোনো সিনেমা। অবশেষে তৃতীয় শুক্রবার থেকে নতুন সিনেমার পোস্টার পড়ল প্রেক্ষাগৃহে। দেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র সঙ্গে মুক্তি পাচ্ছে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা পরিচালিত অ্যানিমেশন সিনেমা ‘সুলতানাস ড্রিম’।
২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে