
দুই মাস ধরে টিআরপির তালিকায় শীর্ষস্থান থেকে সরানো যাচ্ছে না ‘মিঠাই’কে। মিঠাই –এর একচেটিয়া রাজত্বে ভাগ বসাতে আসছে ‘ধুলোকণা’। মানালি দে ও ইন্দ্রাশিস রায় অভিনীত স্টার জলসার নতুন সিরিয়াল ‘ধুলোকণা’। আগামী সপ্তাহ থেকে জায়গা নিচ্ছে ‘বরণ’-এর। ‘মিঠাই’কে টেক্কা দিতে যেন স্টার জলসার নতুন বাজি লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় জুটির এই ধারাবাহিক।
কলকাতায় যেকোনো চ্যানেলের জন্যই রাত আটটার স্লট খুব গুরুত্বপূর্ণ। একটা সময় স্টার জলসার এই স্লটে জনপ্রিয়তা পেয়েছে ‘মোহর’। কিন্তু টিআরপিতে ভাটা পড়তেই সিরিয়ালটি দুপুরে নিয়ে এসেছে চ্যানেল কর্তৃপক্ষ। সেই জায়গায় আসে ‘বরণ’। কিন্তু তিন মাসের মধ্যেই সেই সিদ্ধান্ত বদল করল তারা।
‘ধুলোকণা’র মূল চরিত্র ফুলঝুরি। চরিত্রটি করছেন মানালি। তিনি ভার্চুয়াল এক প্রেস মিটিংয়ে বললেন, ‘এখানে একটা ভরসা আছে, ভরসার নাম লীনা গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে আমার কাজ হবে এই সিরিয়ালে। আমি এটা জানি, ওনার চিত্রনাট্যে এত কিছুই থাকে যে একজন অভিনয়শিল্পীর কাজ সহজ হয়ে যায়। শুধু একটাই কথা বলব, এটি এমন একটা গল্প, এমন একটা চরিত্র, যেটা দর্শক অনেক দিন মনে রাখবে। মানুষের ভালোবাসায় এটি অনেক দূর এগিয়ে যাবে। আমরা সিরিয়ালটি শুরুর অপেক্ষা করছি। আমার মনে হয় সম্প্রচার শুরু হলেই কাঙ্ক্ষিত রেজাল্ট পাব আমরা।’
‘বউ কথা কও’-এর মৌরি কিংবা ‘নকশিকাঁথা’র ‘শবনম’, এমন চরিত্রগুলো করে জনপ্রিয় হয়েছেন মানালি। তবে ‘ধুলোকণা’র ফুলঝুরি চরিত্রটা সম্পূর্ণ ভিন্ন বলে দাবি এই অভিনেত্রীর। তিনি বলেন, ‘এই চরিত্রটার ভাষা খুব বড় একটা ফ্যাক্টর, সেটা নিয়ে বেশি কিছু বলব না। তবে এটা বলছি, ফুলঝুরি বস্তির মেয়ে, বাকিটা লীনাদি (গঙ্গোপাধ্যায়) বলতে বারণ করেছেন। সেটা পর্দায় দেখতে পাবেন।’
এখন অপেক্ষা ১৯ জুলাইয়ের। কারণ, সেদিন থেকে ‘ধুলোকণা’র সম্প্রচার শুরু হবে। ইন্দ্রাশিস-মানালি ছাড়াও এই সিরিয়ালে দেখা মিলবে বাদশা মৈত্র, মৈনাক বন্দ্যোপাধ্যায়, রিতা দত্ত চক্রবর্তী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তীদের।

দুই মাস ধরে টিআরপির তালিকায় শীর্ষস্থান থেকে সরানো যাচ্ছে না ‘মিঠাই’কে। মিঠাই –এর একচেটিয়া রাজত্বে ভাগ বসাতে আসছে ‘ধুলোকণা’। মানালি দে ও ইন্দ্রাশিস রায় অভিনীত স্টার জলসার নতুন সিরিয়াল ‘ধুলোকণা’। আগামী সপ্তাহ থেকে জায়গা নিচ্ছে ‘বরণ’-এর। ‘মিঠাই’কে টেক্কা দিতে যেন স্টার জলসার নতুন বাজি লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় জুটির এই ধারাবাহিক।
কলকাতায় যেকোনো চ্যানেলের জন্যই রাত আটটার স্লট খুব গুরুত্বপূর্ণ। একটা সময় স্টার জলসার এই স্লটে জনপ্রিয়তা পেয়েছে ‘মোহর’। কিন্তু টিআরপিতে ভাটা পড়তেই সিরিয়ালটি দুপুরে নিয়ে এসেছে চ্যানেল কর্তৃপক্ষ। সেই জায়গায় আসে ‘বরণ’। কিন্তু তিন মাসের মধ্যেই সেই সিদ্ধান্ত বদল করল তারা।
‘ধুলোকণা’র মূল চরিত্র ফুলঝুরি। চরিত্রটি করছেন মানালি। তিনি ভার্চুয়াল এক প্রেস মিটিংয়ে বললেন, ‘এখানে একটা ভরসা আছে, ভরসার নাম লীনা গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে আমার কাজ হবে এই সিরিয়ালে। আমি এটা জানি, ওনার চিত্রনাট্যে এত কিছুই থাকে যে একজন অভিনয়শিল্পীর কাজ সহজ হয়ে যায়। শুধু একটাই কথা বলব, এটি এমন একটা গল্প, এমন একটা চরিত্র, যেটা দর্শক অনেক দিন মনে রাখবে। মানুষের ভালোবাসায় এটি অনেক দূর এগিয়ে যাবে। আমরা সিরিয়ালটি শুরুর অপেক্ষা করছি। আমার মনে হয় সম্প্রচার শুরু হলেই কাঙ্ক্ষিত রেজাল্ট পাব আমরা।’
‘বউ কথা কও’-এর মৌরি কিংবা ‘নকশিকাঁথা’র ‘শবনম’, এমন চরিত্রগুলো করে জনপ্রিয় হয়েছেন মানালি। তবে ‘ধুলোকণা’র ফুলঝুরি চরিত্রটা সম্পূর্ণ ভিন্ন বলে দাবি এই অভিনেত্রীর। তিনি বলেন, ‘এই চরিত্রটার ভাষা খুব বড় একটা ফ্যাক্টর, সেটা নিয়ে বেশি কিছু বলব না। তবে এটা বলছি, ফুলঝুরি বস্তির মেয়ে, বাকিটা লীনাদি (গঙ্গোপাধ্যায়) বলতে বারণ করেছেন। সেটা পর্দায় দেখতে পাবেন।’
এখন অপেক্ষা ১৯ জুলাইয়ের। কারণ, সেদিন থেকে ‘ধুলোকণা’র সম্প্রচার শুরু হবে। ইন্দ্রাশিস-মানালি ছাড়াও এই সিরিয়ালে দেখা মিলবে বাদশা মৈত্র, মৈনাক বন্দ্যোপাধ্যায়, রিতা দত্ত চক্রবর্তী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তীদের।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
৯ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
৯ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
৯ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১১ ঘণ্টা আগে