
ঢাকা: বংশপরম্পরায় ঢাক বাজান গঙ্গাপদ। ছোট বাড়ি তাঁর। সেখানেই একমাত্র মেয়ে আর স্ত্রীকে নিয়ে অভাবের সংসার। শুধু মাথা গোঁজার ছাদটুকু আছে। সঙ্গে আছে বিপুল ঋণ। এর মধ্যেই ধরা পড়ে কঠিন অসুখ। চিকিৎসকের কড়া নিষেধ, কিছুতেই আর ঢাক বাজানো যাবে না। তাহলে সংসার চলবে কীভাবে?
পরিবার বাঁচাতে ঢাক বাজানোর জেদে গঙ্গাপদ মেয়েকে নিয়ে চলে আসেন কলকাতায়। সেখানেই রায়বাড়িতে ঢাক বাজানোর চাকরি নেন। কিন্তু পূজার দিন ঢাক বাজাতে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়েন গঙ্গাপদ। বাবার মান বাঁচাতে, সংসারের হাল ধরতে তখনই প্রথম কাঁধে ঢাক তুলে নেয় যমুনা। তারপর থেকে সে হয়ে ওঠে যমুনা ঢাকি।
জি বাংলার সিরিয়াল ‘যমুনা ঢাকি’র গল্প শুরু হয় এভাবে। সাধারণত ঢাকি হিসেবে সব সময় পুরুষদেরই দেখা যায়। তাই যমুনাকে ঢাকি হিসেবে মেনে নিতে প্রবল আপত্তি ছিল রায় পরিবারের। কিন্তু ধীরে ধীরে মেয়েটি স্বীকৃতি পায়। সমাজে প্রতিষ্ঠিত হয় নতুন ধারণা। গত বছরের ২৩ জুলাই থেকে শুরু হয়েছিল সিরিয়ালটি। সেই থেকে টিআরপি তালিকায় গুরুত্ব পাচ্ছে ‘যমুনা ঢাকি’।
এতে যমুনার চরিত্রে অভিনয় করছেন ‘তুমি রবে নীরবে’খ্যাত অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। সিরিয়ালে অভিনয়ের জন্য তিনি ঢাক বাজানো শিখেছেন। বলছেন, ‘আমাদের এলাকায় একজন ঢাকি আছেন। পাড়ার সব পূজায় তিনিই বাজান। তাঁর থেকে ঢাক বাজানো শিখেছি। তা ছাড়া শুটিংয়ে একজন প্রশিক্ষক থাকেন। তিনিই শেখাচ্ছেন প্রতিদিন। ভুল হলে ধরিয়ে দেন। বাঁ হাতের কাঠিটা অন্যভাবে ধরতে হয়। সেটাও রপ্ত করেছি।’
এরই মধ্যে তিন শ পর্ব পেরিয়েছে ‘যমুনা ঢাকি’। সিরিয়ালে শ্বেতার নায়ক সংগীত চরিত্রে আছেন রুবেল দাস। আরও আছেন দেবযানী চট্টোপাধ্যায়, কৌশিক বন্দোপাধ্যায় ও কাঞ্চনা মৈত্র। জি বাংলায় বাংলাদেশ সময় প্রতিদিন রাত ৮টায় প্রচার হয় ধারাবাহিকটি।

ঢাকা: বংশপরম্পরায় ঢাক বাজান গঙ্গাপদ। ছোট বাড়ি তাঁর। সেখানেই একমাত্র মেয়ে আর স্ত্রীকে নিয়ে অভাবের সংসার। শুধু মাথা গোঁজার ছাদটুকু আছে। সঙ্গে আছে বিপুল ঋণ। এর মধ্যেই ধরা পড়ে কঠিন অসুখ। চিকিৎসকের কড়া নিষেধ, কিছুতেই আর ঢাক বাজানো যাবে না। তাহলে সংসার চলবে কীভাবে?
পরিবার বাঁচাতে ঢাক বাজানোর জেদে গঙ্গাপদ মেয়েকে নিয়ে চলে আসেন কলকাতায়। সেখানেই রায়বাড়িতে ঢাক বাজানোর চাকরি নেন। কিন্তু পূজার দিন ঢাক বাজাতে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়েন গঙ্গাপদ। বাবার মান বাঁচাতে, সংসারের হাল ধরতে তখনই প্রথম কাঁধে ঢাক তুলে নেয় যমুনা। তারপর থেকে সে হয়ে ওঠে যমুনা ঢাকি।
জি বাংলার সিরিয়াল ‘যমুনা ঢাকি’র গল্প শুরু হয় এভাবে। সাধারণত ঢাকি হিসেবে সব সময় পুরুষদেরই দেখা যায়। তাই যমুনাকে ঢাকি হিসেবে মেনে নিতে প্রবল আপত্তি ছিল রায় পরিবারের। কিন্তু ধীরে ধীরে মেয়েটি স্বীকৃতি পায়। সমাজে প্রতিষ্ঠিত হয় নতুন ধারণা। গত বছরের ২৩ জুলাই থেকে শুরু হয়েছিল সিরিয়ালটি। সেই থেকে টিআরপি তালিকায় গুরুত্ব পাচ্ছে ‘যমুনা ঢাকি’।
এতে যমুনার চরিত্রে অভিনয় করছেন ‘তুমি রবে নীরবে’খ্যাত অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। সিরিয়ালে অভিনয়ের জন্য তিনি ঢাক বাজানো শিখেছেন। বলছেন, ‘আমাদের এলাকায় একজন ঢাকি আছেন। পাড়ার সব পূজায় তিনিই বাজান। তাঁর থেকে ঢাক বাজানো শিখেছি। তা ছাড়া শুটিংয়ে একজন প্রশিক্ষক থাকেন। তিনিই শেখাচ্ছেন প্রতিদিন। ভুল হলে ধরিয়ে দেন। বাঁ হাতের কাঠিটা অন্যভাবে ধরতে হয়। সেটাও রপ্ত করেছি।’
এরই মধ্যে তিন শ পর্ব পেরিয়েছে ‘যমুনা ঢাকি’। সিরিয়ালে শ্বেতার নায়ক সংগীত চরিত্রে আছেন রুবেল দাস। আরও আছেন দেবযানী চট্টোপাধ্যায়, কৌশিক বন্দোপাধ্যায় ও কাঞ্চনা মৈত্র। জি বাংলায় বাংলাদেশ সময় প্রতিদিন রাত ৮টায় প্রচার হয় ধারাবাহিকটি।

ভারতের জনপ্রিয় গায়ক ও অভিনেতা, ইন্ডিয়ান আইডল সিজন-৩-এর বিজয়ী প্রশান্ত তামাং মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) ইন্ডিয়ান এক্সপ্রেসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে নয়াদিল্লির নিজ বাসভবনে মাত্র ৪৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রশান্ত।
১১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের আমলে শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প থেকে তৈরি হয়েছিল অ্যানিমেশন সিনেমা ‘মুজিব ভাই’ ও সিরিজ ‘খোকা’।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
নানা বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২৫ সালে ইউসিবি রেকর্ড সাফল্য অর্জন করেছে, যা ব্যাংকটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই অর্জন উদ্যাপনের মাধ্যমে গ্রাহক, স্টেকহোল্ডার ও শিল্প-সহযোগীদের কৃতজ্ঞতা জানাতে ৯ জানুয়ারি ইউসিবি আয়োজন করে জমকালো এক অনুষ্ঠান।
১ দিন আগে