Ajker Patrika

ভক্তের মেয়ের সঙ্গে দেখা করলেন জেমস

ভক্তের মেয়ের সঙ্গে দেখা করলেন জেমস

গত ২৪ অক্টোবরের কথা। স্টুডিওতে জেমসের সঙ্গে দেখা করতে এসেছে এক কিশোরী। ওর নাম মেহজাবীন আফসারা। এসএসসি পরীক্ষার্থী মেহজাবীন মায়ের সঙ্গে থাকে রাজধানীর মালিবাগে।

মেহজাবীনের বাবা ছিলেন নগর বাউল জেমসের দারুণ ভক্ত। গত বছর মারা গেছেন তিনি। বাবার মৃত্যুর পর তাই জেমসের সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়ে ছিলেন মেহজাবীন। অনেক চেষ্টার পর মেহজাবিনের মা জেমসের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হন। জেমস পুরো বিষয়টি শুনে মেহজাবীনের সঙ্গে দেখা করতে রাজি হন।

২৪ অক্টোবর ছিল সেই কাঙ্ক্ষিত দিন। মা-মেয়ে দুজন জেমসের স্টুডিওতে অপেক্ষা করছিলেন। সন্ধ্যার দিকে স্টুডিওতে আসেন জেমস। তাঁদের সঙ্গে কথা বলেন।

মেহজাবীনের বাবা ছিলেন নগর বাউল জেমসের দারুণ ভক্তপুরো বিষয়টি প্রকাশ্যে এনেছেন রনি আনাম নামের এক তরুণ। তিনি সংগীতবিষয়ক একটি ফেসবুক পেজ পরিচালনা করেন। রনি বলেন, ‘জেমসকে বারবার বোঝাতে চাচ্ছিল মেহজাবীন যে, তাঁর বাবা জেমসের কত বড় ভক্ত ছিলেন। জেমসকে বাবা বলে ডেকেছে সে। জেমস তার মাথায় হাত রেখে সান্ত্বনা দেন। বলেন, ‘মা ঠিক মতো লেখাপড়া করবি।’

রনি আনাম বলেন, ‘আসলে মেয়েটির ভালোবাসা লোক দেখানো নয়। মেয়েটি জেমসের সঙ্গে দেখা করেছে তার বাবার শূন্যতা থেকে। জেমসের সঙ্গে মেহজাবীনের এই ছবিগুলো দূর থেকে তুলেছে তার মা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত