আজকের পত্রিকা ডেস্ক

প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।
নিউইয়র্কের খ্যাতিমান রন্ধনশিল্পী মোহাম্মদ খলিলুর রহমানের উদ্যোগে এই আয়োজন। যৌথ আয়োজক হিসেবে রয়েছে আশা গ্রুপ। আন্তর্জাতিক মানের এই ইভেন্টের থিম সং নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেক। তাঁর সুরে আসিফ ইকবালের কথায় এটিতে কণ্ঠ দিলেন পপ তারকা মেহরীন ও তরুণ কণ্ঠশিল্পী মার্সেল। গানটির সংগীতায়োজনে করেছেন মার্সেল। এর বাইরে গানটির কোরাস পর্বে নিউইয়র্কের স্থানীয় ক’জন শিল্পীরা কণ্ঠ দেবেন।
আয়োজন প্রসঙ্গে মোহাম্মদ খলিলুর রহমান বলেন, ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড আমার দীর্ঘদিনের একটি স্বপ্ন। গত কয়েক বছর ধরেই এর পরিকল্পনা মাথায় ঘুরপাক খাচ্ছে। রন্ধনশিল্পে আমি বিশ্বের প্রায় সকল সম্মাননায় পেয়েছি। তাই আমি চেয়েছি আমেরিকান কারি অ্যাওয়ার্ড হোক নতুন স্বপ্ন উন্মোচনের দ্বার। এ কারণেই কারি অ্যাওয়ার্ডের পরিকল্পনা। তানভীর ভাই একাধিক ইভেন্টের থিম সং নির্মাণ করে প্রশংসিত হয়েছেন। এই প্রজেক্টের গানটিও দর্শক শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।’
গানটির গীতিকবি আসিফ ইকবাল বলেন, ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড বিষয়টির ব্যাপ্তিই বিশাল। আমি তখন একটি সার্জারি শেষ করে হাসপাতালে। তানভীর ফোন করে বলল, ‘‘আপনাকেই লিখতে হবে।’ ’ পুরো বিষয়টি জেনে লেখা শুরু করলাম। শুভ কামনা জানাচ্ছি পুরো আয়োজনের জন্য।’
গানটির সুরকার ও এরেঞ্জার তানভীর তারেক বলেন, ‘প্রতিটি ইভেন্টেরই একেকটি স্বকীয় বৈশিষ্ট্য থাকে। এর আগে একাধিক মেগাসিরিজ, করপোরেট ইভেন্টের থিম ট্র্যাক ও টিভি চ্যানেলের থিমসং নির্মাণ করেছি। তবে এবারের কাজটি একেবারেই ভিন্ন। রন্ধন শিল্পীদের নিয়ে এই বিশাল আয়োজনের শিরোনাম সংগীত নির্মাণের ক্ষেত্রে দেশের বরেণ্য গীতিকবি আসিফ ইকবাল ভাই ও আমি বেশ কিছুদিন টানা আলোচনা করি। আসিফ ভাই তখন চিকিৎসার জন্য হাসপাতালে, সেই অবস্থাতেই তিনি আমার সঙ্গে টানা কয়দিন আলাপ করে গানটি লিখেছেন। আমি সুর দেওয়ার পর মার্সেল এটির কম্পোজিশন ও কণ্ঠ দেয়। ফিমেল ভার্সনে থাকেন মেহরীন। গানটি একই সঙ্গে বাংলা ও ইংরেজি ভার্সনে তৈরি। মিউজিক ট্র্যাকটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেওয়ার তাগিদেই এভাবে তৈরি করা হয়েছে। একটি থিম ট্র্যাক পুরো ইভেন্টের সিগনেচার হিসেবে কাজ করে। সেভাবেই বিষয়টি সাজাবার পরিকল্পনা করেছি।’
কণ্ঠশিল্পী মেহরীন বলেন, ‘দীর্ঘদিন পর নতুন কোনো ট্র্যাকে কণ্ঠ দিলাম। সেটিও এরকম একটি কাজ। অভিজ্ঞতা খুবই ভালো। তানভীর তারেকের সঙ্গে এর আগেও কাজ হয়েছে। আমি তার সুর সংগীতে এর আগে একটি কালচারাল অ্যাওয়ার্ড ইভেন্টের থিম সং এ কণ্ঠ দিয়েছিলাম। দীর্ঘ অনেকগুলো বছর পর এবারে ভিন্ন মাত্রার একটি অ্যাওয়ার্ড ইভেন্টে গানে কাজ করলাম। আশা রাখি সবার ভালো লাগবে।’
তরুণ কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক মার্সেল বলেন, ‘তানভীর ভাইয়ের সঙ্গে গত ১ বছর ধরে একাধিক কাজ করেছি। খুবই ভালো অভিজ্ঞতা। আমি চেষ্টা করেছি সর্বোচ্চটুকু দেওয়ার।’
উল্লেখ্য, এর আগে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড মূলত পৃথিবীর রন্ধন শিল্পীদের অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। তবে এই প্রথম বাঙালিদের উদ্যোগে বিশ্বমানের এমন একটি ইভেন্ট হতে যাচ্ছে। ইভেন্টের ফাইনাল রাউন্ড ২৪ মে নিউইয়র্কের ‘ট্যারেস অন দ্যা পার্ক’ নামের একটি প্রসিদ্ধ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।
নিউইয়র্কের খ্যাতিমান রন্ধনশিল্পী মোহাম্মদ খলিলুর রহমানের উদ্যোগে এই আয়োজন। যৌথ আয়োজক হিসেবে রয়েছে আশা গ্রুপ। আন্তর্জাতিক মানের এই ইভেন্টের থিম সং নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেক। তাঁর সুরে আসিফ ইকবালের কথায় এটিতে কণ্ঠ দিলেন পপ তারকা মেহরীন ও তরুণ কণ্ঠশিল্পী মার্সেল। গানটির সংগীতায়োজনে করেছেন মার্সেল। এর বাইরে গানটির কোরাস পর্বে নিউইয়র্কের স্থানীয় ক’জন শিল্পীরা কণ্ঠ দেবেন।
আয়োজন প্রসঙ্গে মোহাম্মদ খলিলুর রহমান বলেন, ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড আমার দীর্ঘদিনের একটি স্বপ্ন। গত কয়েক বছর ধরেই এর পরিকল্পনা মাথায় ঘুরপাক খাচ্ছে। রন্ধনশিল্পে আমি বিশ্বের প্রায় সকল সম্মাননায় পেয়েছি। তাই আমি চেয়েছি আমেরিকান কারি অ্যাওয়ার্ড হোক নতুন স্বপ্ন উন্মোচনের দ্বার। এ কারণেই কারি অ্যাওয়ার্ডের পরিকল্পনা। তানভীর ভাই একাধিক ইভেন্টের থিম সং নির্মাণ করে প্রশংসিত হয়েছেন। এই প্রজেক্টের গানটিও দর্শক শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।’
গানটির গীতিকবি আসিফ ইকবাল বলেন, ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড বিষয়টির ব্যাপ্তিই বিশাল। আমি তখন একটি সার্জারি শেষ করে হাসপাতালে। তানভীর ফোন করে বলল, ‘‘আপনাকেই লিখতে হবে।’ ’ পুরো বিষয়টি জেনে লেখা শুরু করলাম। শুভ কামনা জানাচ্ছি পুরো আয়োজনের জন্য।’
গানটির সুরকার ও এরেঞ্জার তানভীর তারেক বলেন, ‘প্রতিটি ইভেন্টেরই একেকটি স্বকীয় বৈশিষ্ট্য থাকে। এর আগে একাধিক মেগাসিরিজ, করপোরেট ইভেন্টের থিম ট্র্যাক ও টিভি চ্যানেলের থিমসং নির্মাণ করেছি। তবে এবারের কাজটি একেবারেই ভিন্ন। রন্ধন শিল্পীদের নিয়ে এই বিশাল আয়োজনের শিরোনাম সংগীত নির্মাণের ক্ষেত্রে দেশের বরেণ্য গীতিকবি আসিফ ইকবাল ভাই ও আমি বেশ কিছুদিন টানা আলোচনা করি। আসিফ ভাই তখন চিকিৎসার জন্য হাসপাতালে, সেই অবস্থাতেই তিনি আমার সঙ্গে টানা কয়দিন আলাপ করে গানটি লিখেছেন। আমি সুর দেওয়ার পর মার্সেল এটির কম্পোজিশন ও কণ্ঠ দেয়। ফিমেল ভার্সনে থাকেন মেহরীন। গানটি একই সঙ্গে বাংলা ও ইংরেজি ভার্সনে তৈরি। মিউজিক ট্র্যাকটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেওয়ার তাগিদেই এভাবে তৈরি করা হয়েছে। একটি থিম ট্র্যাক পুরো ইভেন্টের সিগনেচার হিসেবে কাজ করে। সেভাবেই বিষয়টি সাজাবার পরিকল্পনা করেছি।’
কণ্ঠশিল্পী মেহরীন বলেন, ‘দীর্ঘদিন পর নতুন কোনো ট্র্যাকে কণ্ঠ দিলাম। সেটিও এরকম একটি কাজ। অভিজ্ঞতা খুবই ভালো। তানভীর তারেকের সঙ্গে এর আগেও কাজ হয়েছে। আমি তার সুর সংগীতে এর আগে একটি কালচারাল অ্যাওয়ার্ড ইভেন্টের থিম সং এ কণ্ঠ দিয়েছিলাম। দীর্ঘ অনেকগুলো বছর পর এবারে ভিন্ন মাত্রার একটি অ্যাওয়ার্ড ইভেন্টে গানে কাজ করলাম। আশা রাখি সবার ভালো লাগবে।’
তরুণ কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক মার্সেল বলেন, ‘তানভীর ভাইয়ের সঙ্গে গত ১ বছর ধরে একাধিক কাজ করেছি। খুবই ভালো অভিজ্ঞতা। আমি চেষ্টা করেছি সর্বোচ্চটুকু দেওয়ার।’
উল্লেখ্য, এর আগে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড মূলত পৃথিবীর রন্ধন শিল্পীদের অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। তবে এই প্রথম বাঙালিদের উদ্যোগে বিশ্বমানের এমন একটি ইভেন্ট হতে যাচ্ছে। ইভেন্টের ফাইনাল রাউন্ড ২৪ মে নিউইয়র্কের ‘ট্যারেস অন দ্যা পার্ক’ নামের একটি প্রসিদ্ধ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১১ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১১ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১১ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১৩ ঘণ্টা আগে