বিনোদন ডেস্ক
ব্যক্তিগত প্লেলিস্ট থেকে সোশ্যাল মিডিয়ার রিলস—সবখানে এখন সবার পছন্দের গান ‘আপাতে’। দক্ষিণ কোরিয়ার নারী ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের অন্যতম সদস্য রোজির সঙ্গে এ গানে কণ্ঠ দিয়েছেন ব্রুনো মার্স। এ জুটির আপাতে প্রকাশিত হয় গত বছরের অক্টোবরে। সেই থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে রাজত্ব করে চলেছে গানটি। ইউটিউবে এ পর্যন্ত প্রায় ৯৬ কোটিবার শোনা হয়েছে। বিলবোর্ডের একাধিক তালিকায়ও শীর্ষে অবস্থান করছে আপাতে।
সম্প্রতি শীর্ষ ১০ গান নিয়ে গ্লোবাল লিস্ট (যুক্তরাষ্ট্র বাদে) প্রকাশ করেছে বিলবোর্ড। তাতে বিলি আইলিশ, ব্যাড বানি, লেডি গাগা—সবাইকে টপকে প্রথম অবস্থানে রয়েছে রোজির আপাতে। এ নিয়ে টানা ১২ সপ্তাহ ধরে এ তালিকার শীর্ষস্থানটি ধরে রেখেছেন রোজি। এর আগে কোনো কোরিয়ান গান এত দিন ধরে এ তালিকার প্রথমে থাকতে পারেনি।
বিলবোর্ড জানিয়েছে, সবচেয়ে বেশি সময় ধরে গ্লোবাল লিস্টে থাকা গানের তালিকায় আপাতের অবস্থান এখন তৃতীয়। এর আগে টানা ১৪ সপ্তাহ ধরে শীর্ষে ছিল মারিয়া ক্যারির ‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ’, আর ১৩ সপ্তাহ শীর্ষে ছিল মাইলি সাইরাসের ‘ফ্লাওয়ার অ্যান্ড হ্যারি স্টাইলস’। আপাতের রেকর্ড আরও আছে। বিলবোর্ড ডিজিটাল সং সেলস চার্টে গানটি রয়েছে শীর্ষে। এ ছাড়া সেরা ২০০ গানের তালিকায় রয়েছে দ্বিতীয় অবস্থানে। বিলবোর্ড ছাড়াও কনসিকোয়েন্স, এনএমই, পেস্ট, রোলিং স্টোন, স্টেরিওগামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সেরা গানের তালিকায় আপাতে জায়গা করে নিয়েছে।
‘আপাতে’ গানের গল্প
কোরিয়ান ভাষায় ‘আপাতে’ শব্দের অর্থ অ্যাপার্টমেন্ট। এটি মূলত একটি ড্রিংকিং গেম। মদ্যপান করার সময় একজন আরেকজনের হাতের ওপর হাত রেখে, অনেকটা ভবনের মতো আকৃতি তৈরি করে এবং অনেকে মিলে খেলাটি খেলা হয়। গানটির নেপথ্যের গল্প প্রসঙ্গে রোজি জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ায় কারও ২০ বছর বয়স হলেই তখন তিনি মদ্যপান করার অনুমতি পান। রোজির বয়স যখন ২০ পূর্ণ হয়, তখন ব্ল্যাকপিঙ্কের সদস্যের সঙ্গে তিনিও প্রথম মদ্যপান করেন। সেখানে এ খেলাটি খেলা হয়েছিল। খেলার সময় ‘আপাতে আপাতে’ বলার যে ছন্দ, সেটা মাথায় গেঁথে গিয়েছিল রোজির। পরে এটি নিয়ে একটি গান লেখেন।
কিন্তু রোজির গানে কীভাবে যুক্ত হলেন ব্রুনো মার্স? রোজি জানান, বছর দুয়েক আগে সিওলে কনসার্ট করতে গিয়েছিলেন ব্রুনো। সেই কনসার্টে ব্রুনোর গান শুনে তাঁর ভক্ত হয়ে যান রোজি। কোলাবোরেশনের প্রস্তাব দিয়ে ব্রুনোকে তিনটি গান পাঠান। আপাতে গানটিই বেশি পছন্দ করেন রোজি। রাজি হন এ গানে কণ্ঠ দিতে। এরপর তো বাকিটা ইতিহাস!
ব্যক্তিগত প্লেলিস্ট থেকে সোশ্যাল মিডিয়ার রিলস—সবখানে এখন সবার পছন্দের গান ‘আপাতে’। দক্ষিণ কোরিয়ার নারী ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের অন্যতম সদস্য রোজির সঙ্গে এ গানে কণ্ঠ দিয়েছেন ব্রুনো মার্স। এ জুটির আপাতে প্রকাশিত হয় গত বছরের অক্টোবরে। সেই থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে রাজত্ব করে চলেছে গানটি। ইউটিউবে এ পর্যন্ত প্রায় ৯৬ কোটিবার শোনা হয়েছে। বিলবোর্ডের একাধিক তালিকায়ও শীর্ষে অবস্থান করছে আপাতে।
সম্প্রতি শীর্ষ ১০ গান নিয়ে গ্লোবাল লিস্ট (যুক্তরাষ্ট্র বাদে) প্রকাশ করেছে বিলবোর্ড। তাতে বিলি আইলিশ, ব্যাড বানি, লেডি গাগা—সবাইকে টপকে প্রথম অবস্থানে রয়েছে রোজির আপাতে। এ নিয়ে টানা ১২ সপ্তাহ ধরে এ তালিকার শীর্ষস্থানটি ধরে রেখেছেন রোজি। এর আগে কোনো কোরিয়ান গান এত দিন ধরে এ তালিকার প্রথমে থাকতে পারেনি।
বিলবোর্ড জানিয়েছে, সবচেয়ে বেশি সময় ধরে গ্লোবাল লিস্টে থাকা গানের তালিকায় আপাতের অবস্থান এখন তৃতীয়। এর আগে টানা ১৪ সপ্তাহ ধরে শীর্ষে ছিল মারিয়া ক্যারির ‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ’, আর ১৩ সপ্তাহ শীর্ষে ছিল মাইলি সাইরাসের ‘ফ্লাওয়ার অ্যান্ড হ্যারি স্টাইলস’। আপাতের রেকর্ড আরও আছে। বিলবোর্ড ডিজিটাল সং সেলস চার্টে গানটি রয়েছে শীর্ষে। এ ছাড়া সেরা ২০০ গানের তালিকায় রয়েছে দ্বিতীয় অবস্থানে। বিলবোর্ড ছাড়াও কনসিকোয়েন্স, এনএমই, পেস্ট, রোলিং স্টোন, স্টেরিওগামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সেরা গানের তালিকায় আপাতে জায়গা করে নিয়েছে।
‘আপাতে’ গানের গল্প
কোরিয়ান ভাষায় ‘আপাতে’ শব্দের অর্থ অ্যাপার্টমেন্ট। এটি মূলত একটি ড্রিংকিং গেম। মদ্যপান করার সময় একজন আরেকজনের হাতের ওপর হাত রেখে, অনেকটা ভবনের মতো আকৃতি তৈরি করে এবং অনেকে মিলে খেলাটি খেলা হয়। গানটির নেপথ্যের গল্প প্রসঙ্গে রোজি জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ায় কারও ২০ বছর বয়স হলেই তখন তিনি মদ্যপান করার অনুমতি পান। রোজির বয়স যখন ২০ পূর্ণ হয়, তখন ব্ল্যাকপিঙ্কের সদস্যের সঙ্গে তিনিও প্রথম মদ্যপান করেন। সেখানে এ খেলাটি খেলা হয়েছিল। খেলার সময় ‘আপাতে আপাতে’ বলার যে ছন্দ, সেটা মাথায় গেঁথে গিয়েছিল রোজির। পরে এটি নিয়ে একটি গান লেখেন।
কিন্তু রোজির গানে কীভাবে যুক্ত হলেন ব্রুনো মার্স? রোজি জানান, বছর দুয়েক আগে সিওলে কনসার্ট করতে গিয়েছিলেন ব্রুনো। সেই কনসার্টে ব্রুনোর গান শুনে তাঁর ভক্ত হয়ে যান রোজি। কোলাবোরেশনের প্রস্তাব দিয়ে ব্রুনোকে তিনটি গান পাঠান। আপাতে গানটিই বেশি পছন্দ করেন রোজি। রাজি হন এ গানে কণ্ঠ দিতে। এরপর তো বাকিটা ইতিহাস!
ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। গানের শিরোনাম ‘কষ্ট ভীষণ’। আহমেদ রিজভীর লেখা গানটির সুর দিয়েছেন মনোয়ার হোসেন টুটুল। সংগীত আয়োজন করেছেন পার্থ মজুমদার। ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী, মডেল হয়েছেন আসিফ আকবর ও মৌরী মাহদী।
২ ঘণ্টা আগেবর্তমানে দেশে চলমান অস্থিরতায় আজমেরী হক বাঁধনের ওই ভিডিও ক্লিপ শেয়ার করে তসলিমা নাসরিন লিখেছেন, ‘এই মহিলাটি যে গলা ফাটিয়ে দেশের সংস্কার করবে বললো, এই পর্যন্ত দেশের কী কী সংস্কার করেছে সে?’ আর সেই পোস্টে বাঁধনকে কটাক্ষ করে মন্তব্য করেন অনেকেই...
৮ ঘণ্টা আগেপর্দায় জুটি হয়ে কাজ করার সুবাদে অনেকে বাস্তব জীবনেও জুটি হয়েছেন। আবার বাস্তব জীবনের অনেক জুটিকেও পর্দায় দেখা গেছে একসঙ্গে। এবার পর্দায় হাজির হচ্ছেন বাস্তব জীবনের দুই জুটি—মডেল ও চিত্রনায়ক মামনুন ইমন ও তাঁর স্ত্রী আয়েশা ইসলাম এবং সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও তাঁর স্ত্রী আফসানা চৌধুরী শিফা...
১১ ঘণ্টা আগেভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল ও বুদাপেস্ট চলচ্চিত্র উৎসবে অনারেবল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের নির্মাতা গোলাম রাব্বানী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনটাং’। গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মিজানুর রহমান, প্রসূন আজাদ, চন্দনা বিশ্বাস, জয়নাল আবেদীন...
১১ ঘণ্টা আগে