
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ ও নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় আয়োজিত কনসার্টের ভেন্যু বদল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ কনসার্ট হওয়ার কথা থাকলেও আয়োজকেরা জানিয়েছেন, সেখানে আর হচ্ছে না। এর বদলে আগামী ২৪ নভেম্বর হাতিরঝিলের ‘এম্ফি থিয়েটার’ মঞ্চে কনসার্টটি অনুষ্ঠিত হবে।
‘আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড’-এর ব্যানারে এই আয়োজনের উদ্যোগ নিয়েছেন ঢাকার একদল তরুণ সংগীতশিল্পী। কনসার্টের অন্যতম আয়োজক সংগীতশিল্পী আহমেদ হাসান সানি আজকের পত্রিকাকে বলেন, ‘‘টু গাজা ফ্রম ঢাকা’’ কনসার্টের পরিবর্তিত ভেন্যু হাতিরঝিল এম্ফিথিয়েটার। তবে কনসার্ট যথারীতি ২৪ নভেম্বর হবে। টিকিট পাওয়া যাচ্ছে Get Set Rock এর ওয়েবসাইটে।’
সানি আরও জানান, ভেন্যু বদল হলেও কনসার্টের তারিখ ও শিল্পী তালিকা ঠিক থাকছে। সঙ্গে এ আয়োজনে বিশেষ অতিথি থাকবেন গীতিকার প্রিন্স মাহমুদ ও লতিফুল ইসলাম শিবলী।
‘আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট’ নামের এই প্ল্যাটফর্মের মুখপাত্র হিসাবে রয়েছেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি, কার্টুনিস্ট মোরশেদ মিশু ও শিল্প নির্দেশক রঞ্জন রব্বানী।
প্রসঙ্গত, কনসার্টে ব্যান্ড দলের মধ্যে মাকসুদ ও ঢাকা, আর্ক, এভয়েড রাফা, নেমেসিস, ইন্দালো, মেঘদল, সহজিয়া, কার্নিভ্যাল, হাইওয়ে, হাতিরপুল সেশনস, ফিরোজ জং, মরুভূমি, মুনফ্লাওয়ার অংশ নিচ্ছে।
আরও থাকবেন সংগীতশিল্পী মাশা ইসলাম, র্যাপার শাফায়েত ও গায়ক আসির আরমান এবং রেজাউল করিম লেমন, ব্ল্যাক জ্যাং, মুয়িজ মাহফুজ, অভিষেক ভট্টাচার্য্য, আহমেদ হাসান সানি।
টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। যদি কেউ এর বেশি অর্থ সাহায্য করতে চান, সে ব্যবস্থাও রেখেছেন আয়োজকেরা। কনসার্টের পাশাপাশি কার্টুনিস্ট মোরশেদ মিশু ঢাকা শহরের দেয়ালে দেয়ালে গাজায় গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী গ্রাফিতি আঁকছেন। ইতিমধ্যে ইব্রাহিমপুর, ভাষানটেক, মিরপুর ১৪, ইনডোর স্টেডিয়াম, মিরপুরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ‘আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড টু গাজা ফ্রম ঢাকা থিমে’ গ্রাফিতি এঁকেছেন শিল্পী মোরশেদ মিশু।

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ ও নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় আয়োজিত কনসার্টের ভেন্যু বদল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ কনসার্ট হওয়ার কথা থাকলেও আয়োজকেরা জানিয়েছেন, সেখানে আর হচ্ছে না। এর বদলে আগামী ২৪ নভেম্বর হাতিরঝিলের ‘এম্ফি থিয়েটার’ মঞ্চে কনসার্টটি অনুষ্ঠিত হবে।
‘আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড’-এর ব্যানারে এই আয়োজনের উদ্যোগ নিয়েছেন ঢাকার একদল তরুণ সংগীতশিল্পী। কনসার্টের অন্যতম আয়োজক সংগীতশিল্পী আহমেদ হাসান সানি আজকের পত্রিকাকে বলেন, ‘‘টু গাজা ফ্রম ঢাকা’’ কনসার্টের পরিবর্তিত ভেন্যু হাতিরঝিল এম্ফিথিয়েটার। তবে কনসার্ট যথারীতি ২৪ নভেম্বর হবে। টিকিট পাওয়া যাচ্ছে Get Set Rock এর ওয়েবসাইটে।’
সানি আরও জানান, ভেন্যু বদল হলেও কনসার্টের তারিখ ও শিল্পী তালিকা ঠিক থাকছে। সঙ্গে এ আয়োজনে বিশেষ অতিথি থাকবেন গীতিকার প্রিন্স মাহমুদ ও লতিফুল ইসলাম শিবলী।
‘আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট’ নামের এই প্ল্যাটফর্মের মুখপাত্র হিসাবে রয়েছেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি, কার্টুনিস্ট মোরশেদ মিশু ও শিল্প নির্দেশক রঞ্জন রব্বানী।
প্রসঙ্গত, কনসার্টে ব্যান্ড দলের মধ্যে মাকসুদ ও ঢাকা, আর্ক, এভয়েড রাফা, নেমেসিস, ইন্দালো, মেঘদল, সহজিয়া, কার্নিভ্যাল, হাইওয়ে, হাতিরপুল সেশনস, ফিরোজ জং, মরুভূমি, মুনফ্লাওয়ার অংশ নিচ্ছে।
আরও থাকবেন সংগীতশিল্পী মাশা ইসলাম, র্যাপার শাফায়েত ও গায়ক আসির আরমান এবং রেজাউল করিম লেমন, ব্ল্যাক জ্যাং, মুয়িজ মাহফুজ, অভিষেক ভট্টাচার্য্য, আহমেদ হাসান সানি।
টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। যদি কেউ এর বেশি অর্থ সাহায্য করতে চান, সে ব্যবস্থাও রেখেছেন আয়োজকেরা। কনসার্টের পাশাপাশি কার্টুনিস্ট মোরশেদ মিশু ঢাকা শহরের দেয়ালে দেয়ালে গাজায় গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী গ্রাফিতি আঁকছেন। ইতিমধ্যে ইব্রাহিমপুর, ভাষানটেক, মিরপুর ১৪, ইনডোর স্টেডিয়াম, মিরপুরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ‘আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড টু গাজা ফ্রম ঢাকা থিমে’ গ্রাফিতি এঁকেছেন শিল্পী মোরশেদ মিশু।

গত বছর ঢালিউডে হিট সিনেমার সংখ্যা বাড়লেও কমেছে মুক্তিপ্রাপ্ত সিনেমা। তবে দুই ঈদে সিনেমা মুক্তির হিড়িক ছিল। নতুন বছরেও ঈদকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছেন নির্মাতারা। এ বছর অবশ্য ঈদ ছাড়াও বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। ২০২৬ সালে যেসব সিনেমার দিকে নজর থাকবে...
১৬ ঘণ্টা আগে
নতুন বছরের শুরুতেই মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল সমতল। নাটকের নাম ‘লুৎফার প্রদীপ’। লিখেছেন তানভীর মোকাম্মেল। সগীর মোস্তফার নির্দেশনায় এ নাটকে একক অভিনয়ে দেখা যাবে চিত্রলেখা গুহকে। মঞ্চে এটি তাঁর প্রথম একক অভিনয়। ৩ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতিতে সন্ধ্যা ৬টায় দেখা...
২০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২১ ঘণ্টা আগে
দুই বাংলার প্রেক্ষাগৃহে ২০২৫ সালজুড়ে নিয়মিত সিনেমা মুক্তি পেয়েছে জয়া আহসানের। ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’, ‘ডিয়ার মা’ দিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। নতুন বছরের প্রথম দিনে নতুন সিনেমা মুক্তির তারিখ জানালেন জয়া।
১ দিন আগে