
জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী জাভেদ আলির বাংলাদেশে কনসার্টে অংশ নেওয়ার সংবাদ ছড়ায় গতকাল বুধবার রাত থেকে। আর্কলাইট ইভেন্টস তাদের ফেসবুক পেজে জানায়, আগামী ২৬ এপ্রিল তাদের আয়োজনে ঢাকায় গাইতে আসছেন জাভেদ।
এরপর কনসার্টের টিকিটের জনপ্রিয় প্ল্যাটফর্ম গেটসেট রকেও কনসার্টটির টিকিট বিক্রির তথ্য পাওয়া যায়। বিষয়টি নিয়ে কথা হয় আর্কলাইট ইভেন্টসের কো-ফাউন্ডার ডা. ইমতিয়াজের সঙ্গে, তিনি কনসার্টের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে আর্কলাইট ইভেন্টসের কো-ফাউন্ডার ডা. ইমতিয়াজ বলেন, ‘আগামী ২৬ এপ্রিল ঢাকায় গাইতে আসছেন ভারতের জনপ্রিয় গায়ক জাভেদ আলি। তাঁর সঙ্গে থাকবেন তরুণ পাকিস্তানি গায়ক আব্দুল হান্নান ও বাংলাদেশের গায়ক ঈশান মজুমদার। আমরা এই আয়োজনে তিনটি দেশের মিশ্রণ ঘটাচ্ছি।’
আর্কলাইট ইভেন্টস ছাড়াও এই আয়োজনে আরও যুক্ত আছে অ্যাসেন এবং জার্কুনিয়াম নামের দুটি প্রতিষ্ঠান। গেট সেট রকে দুটি ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট, যেখানে রেগুলার টিকিটের দাম রাখা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা এবং ভিআইপি ক্যাটাগরির মূল্য ৫ হাজার ৫০০ টাকা।
তবে এখন পর্যন্ত জাভেদ আলি তাঁর অফিশিয়াল ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেননি। কনসার্টে গাওয়ার খবরটি আজকের পত্রিকাকে জানিয়েছেন বাংলাদেশি গায়ক ঈশান মজুমদার। তিনি বলেন, ‘এখন পর্যন্ত কনসার্টটিতে আমার গান গাওয়ার বিষয়টি নিশ্চিত।’
উল্লেখ্য, ২০০৭ সালে ‘নাকাব’ সিনেমার ‘এক দিন তেরি রাহো মে’ গানটির মাধ্যমে জাভেদ আলি দর্শকপ্রিয়তা পান। এরপর বলিউড সিনেমা ‘রকস্টার’-এর ‘কুন ফায়াকুন’, ‘গজনি’ সিনেমার ‘গুজারিশ’, ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার ‘আ জাও মেরি তামান্না’, ‘তুম মিলে’ সিনেমার ‘তুহি হাকিকত’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন।
বলিউড ছাড়াও টালিউড সিনেমায় তিনি প্লেব্যাক করেছেন। দেব-শ্রাবন্তী জুটির ‘সেদিন দেখা হয়েছিল’ সিনেমার ‘হেঁটেছি স্বপ্নের হাত ধরে’ গানটি মারাত্মক জনপ্রিয়তা পায়। এ ছাড়া ‘শত্রু’, ‘কাগজের নৌকা’, ‘গেম’, ‘রাবণ’সহ আরও অনেক টালিউড সিনেমায় গান গেয়েছেন।

জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী জাভেদ আলির বাংলাদেশে কনসার্টে অংশ নেওয়ার সংবাদ ছড়ায় গতকাল বুধবার রাত থেকে। আর্কলাইট ইভেন্টস তাদের ফেসবুক পেজে জানায়, আগামী ২৬ এপ্রিল তাদের আয়োজনে ঢাকায় গাইতে আসছেন জাভেদ।
এরপর কনসার্টের টিকিটের জনপ্রিয় প্ল্যাটফর্ম গেটসেট রকেও কনসার্টটির টিকিট বিক্রির তথ্য পাওয়া যায়। বিষয়টি নিয়ে কথা হয় আর্কলাইট ইভেন্টসের কো-ফাউন্ডার ডা. ইমতিয়াজের সঙ্গে, তিনি কনসার্টের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে আর্কলাইট ইভেন্টসের কো-ফাউন্ডার ডা. ইমতিয়াজ বলেন, ‘আগামী ২৬ এপ্রিল ঢাকায় গাইতে আসছেন ভারতের জনপ্রিয় গায়ক জাভেদ আলি। তাঁর সঙ্গে থাকবেন তরুণ পাকিস্তানি গায়ক আব্দুল হান্নান ও বাংলাদেশের গায়ক ঈশান মজুমদার। আমরা এই আয়োজনে তিনটি দেশের মিশ্রণ ঘটাচ্ছি।’
আর্কলাইট ইভেন্টস ছাড়াও এই আয়োজনে আরও যুক্ত আছে অ্যাসেন এবং জার্কুনিয়াম নামের দুটি প্রতিষ্ঠান। গেট সেট রকে দুটি ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট, যেখানে রেগুলার টিকিটের দাম রাখা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা এবং ভিআইপি ক্যাটাগরির মূল্য ৫ হাজার ৫০০ টাকা।
তবে এখন পর্যন্ত জাভেদ আলি তাঁর অফিশিয়াল ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেননি। কনসার্টে গাওয়ার খবরটি আজকের পত্রিকাকে জানিয়েছেন বাংলাদেশি গায়ক ঈশান মজুমদার। তিনি বলেন, ‘এখন পর্যন্ত কনসার্টটিতে আমার গান গাওয়ার বিষয়টি নিশ্চিত।’
উল্লেখ্য, ২০০৭ সালে ‘নাকাব’ সিনেমার ‘এক দিন তেরি রাহো মে’ গানটির মাধ্যমে জাভেদ আলি দর্শকপ্রিয়তা পান। এরপর বলিউড সিনেমা ‘রকস্টার’-এর ‘কুন ফায়াকুন’, ‘গজনি’ সিনেমার ‘গুজারিশ’, ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার ‘আ জাও মেরি তামান্না’, ‘তুম মিলে’ সিনেমার ‘তুহি হাকিকত’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন।
বলিউড ছাড়াও টালিউড সিনেমায় তিনি প্লেব্যাক করেছেন। দেব-শ্রাবন্তী জুটির ‘সেদিন দেখা হয়েছিল’ সিনেমার ‘হেঁটেছি স্বপ্নের হাত ধরে’ গানটি মারাত্মক জনপ্রিয়তা পায়। এ ছাড়া ‘শত্রু’, ‘কাগজের নৌকা’, ‘গেম’, ‘রাবণ’সহ আরও অনেক টালিউড সিনেমায় গান গেয়েছেন।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১৩ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১৩ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১৩ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৩ ঘণ্টা আগে