বিনোদন প্রতিবেদক, ঢাকা

জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য ‘ইকোস অব রেভল্যুশন’ নামের কনসার্টের আয়োজন করে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম। আজ মঙ্গলবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে জমা দেওয়া হলো সেই কনসার্ট থেকে আয়কৃত ১ কোটি ৬৫ লক্ষ ১১ হাজার ৪৮৫ টাকা।
মঙ্গলবার দুপুর ২টায় রাজধানীর শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক সারজিস আলমের হাতে এই চেক তুলে দেওয়া হয়। এ সময় স্পিরিটস অব জুলাইয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইকোস অব রেভল্যুশন কনসার্টের আয়োজক মহিউদ্দিন মুজাহিদ মাহি, এসএম এহসান উল্লাহ ধ্রুব, খাইরুল আহসান মারজান, সাদেকুর রহমান সানি, মো. নূর এ আলম চৌধুরী, মো. জাফর আলী ও রাইয়ান রহমান ইরাত।
২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এই কনসার্টে মূল আকর্ষণ হিসেবে গান পরিবেশন করেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। কনসার্টে বিনা পারিশ্রমিকে গান পরিবেশন করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাওয়ালী দল সিলসিলার উদ্বোধনী পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া কনসার্টে আরও গান পরিবেশন করেন ছাত্র-জনতার আন্দোলনে গান গেয়ে জেল-জুলুমের শিকার হওয়া শিল্পী হান্নান, র্যাপার সেজানসহ দেশীয় ব্যান্ড চিরকুট, আর্টসেল ও আফটারম্যাথ। কনসার্টে টাইটেল স্পনসর ছিল প্রাইম ব্যাংক পিএলসি।
এর আগে, ৯ ডিসেম্বর সোমবার রাত থেকে তিনটি ক্যাটাগরিতে এই কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়। টিকিট বিক্রি চলে ১৯ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত। টিকিট সেলিং পার্টনার হিসেবে ছিল গেট সেট রক নামক একটি প্রতিষ্ঠান। জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ভূমিকা বিবেচনায় রেখে তাদের প্রতি সম্মান জানিয়ে কনসার্টের টিকিট ক্রয়ে শিক্ষার্থীদের জন্য ১৬ থেকে ৩৬ শতাংশ পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট (ছাড়) দেওয়ার ব্যবস্থা ছিল।
উল্লেখ্য, অর্থ সংক্রান্ত সার্বিক বিষয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ ও পরামর্শ প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল।

জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য ‘ইকোস অব রেভল্যুশন’ নামের কনসার্টের আয়োজন করে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম। আজ মঙ্গলবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে জমা দেওয়া হলো সেই কনসার্ট থেকে আয়কৃত ১ কোটি ৬৫ লক্ষ ১১ হাজার ৪৮৫ টাকা।
মঙ্গলবার দুপুর ২টায় রাজধানীর শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক সারজিস আলমের হাতে এই চেক তুলে দেওয়া হয়। এ সময় স্পিরিটস অব জুলাইয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইকোস অব রেভল্যুশন কনসার্টের আয়োজক মহিউদ্দিন মুজাহিদ মাহি, এসএম এহসান উল্লাহ ধ্রুব, খাইরুল আহসান মারজান, সাদেকুর রহমান সানি, মো. নূর এ আলম চৌধুরী, মো. জাফর আলী ও রাইয়ান রহমান ইরাত।
২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এই কনসার্টে মূল আকর্ষণ হিসেবে গান পরিবেশন করেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। কনসার্টে বিনা পারিশ্রমিকে গান পরিবেশন করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাওয়ালী দল সিলসিলার উদ্বোধনী পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া কনসার্টে আরও গান পরিবেশন করেন ছাত্র-জনতার আন্দোলনে গান গেয়ে জেল-জুলুমের শিকার হওয়া শিল্পী হান্নান, র্যাপার সেজানসহ দেশীয় ব্যান্ড চিরকুট, আর্টসেল ও আফটারম্যাথ। কনসার্টে টাইটেল স্পনসর ছিল প্রাইম ব্যাংক পিএলসি।
এর আগে, ৯ ডিসেম্বর সোমবার রাত থেকে তিনটি ক্যাটাগরিতে এই কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়। টিকিট বিক্রি চলে ১৯ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত। টিকিট সেলিং পার্টনার হিসেবে ছিল গেট সেট রক নামক একটি প্রতিষ্ঠান। জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ভূমিকা বিবেচনায় রেখে তাদের প্রতি সম্মান জানিয়ে কনসার্টের টিকিট ক্রয়ে শিক্ষার্থীদের জন্য ১৬ থেকে ৩৬ শতাংশ পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট (ছাড়) দেওয়ার ব্যবস্থা ছিল।
উল্লেখ্য, অর্থ সংক্রান্ত সার্বিক বিষয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ ও পরামর্শ প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল।

প্রতি বছর শীতের মৌসুমে নতুনভাবে জেগে ওঠে সংগীতাঙ্গন। এ সময়ে শহরে গ্রামে আয়োজিত হয় গানের অনুষ্ঠান। শিল্পীরা ব্যস্ত সময় কাটান ইনডোর ও আউটডোরে আয়োজিত এসব কনসার্টে। শ্রোতারাও সামনাসামনি প্রিয় শিল্পী ও ব্যান্ডের পারফরম্যান্স উপভোগের সুযোগ পান।
৬ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ প্রিমিয়ার হবে আহমেদ হাসান সানি পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক...
৬ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দুই শুক্রবার মুক্তি পায়নি কোনো সিনেমা। অবশেষে তৃতীয় শুক্রবার থেকে নতুন সিনেমার পোস্টার পড়ল প্রেক্ষাগৃহে। দেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র সঙ্গে মুক্তি পাচ্ছে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা পরিচালিত অ্যানিমেশন সিনেমা ‘সুলতানাস ড্রিম’।
৬ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে