
অর্থহীন ব্যান্ডের সঙ্গে আট বছরের যাত্রা শেষ করলেন গিটারিস্ট মহান ফাহিম। গত শনিবার ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্ট শেষে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে অর্থহীন থেকে বিদায়ের ঘোষণা দেন তিনি।
ফেসবুক মহান ফাহিম লেখেন, ‘অর্থহীনের সঙ্গে আমার ৮ বছরের যাত্রা শেষ হল গতকাল। গত এপ্রিল মাসে আমার সার্ভাইকাল স্পাইনের একটা ডিস্ক স্লিপ করে। এমআরআইতে তা ধরা পরে, যার কারণে আমার বাম হাতে প্রচণ্ড ব্যথা অনুভব শুরু করি। ডাক্তার আমাকে বিশ্রাম নিতে বলেছেন। দাঁড়িয়ে গিটার বাজানো বা ভারী কিছু বহন করতে নিষেধ করেছেন। তাই এই অপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়েছে।’
অর্থহীন ব্যান্ডের সদস্যদের মিস করবেন জানিয়ে মহান লেখেন, ‘সুমন ভাই, মার্ক, জাহিনের সঙ্গে স্টেজে পারফরম্যান্স অনেক মিস করব। অর্থহীনের সফলতা কামনা করছি। অর্থহীনে থাকাকালীন যেই মানুষগুলো শো এবং বিভিন্ন সময় আমাদের সাহায্য করেছে, যেমন আমাদের ম্যানেজার টিটো ভাই, সাউন্ড ইঞ্জিনিয়ার মিঠু ভাই, আমাদের অর্থহীনের ইন্সট্রুমেন্ট ক্যারি এবং দেখাশোনা করার জন্য যতজন রোডি ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।’
দাঁড়িয়ে না পারলেও বসে গিটার বাজাতে পারবেন বলে জানান তিনি। তাই স্টুডিওতে কাজ চালিয়ে যাবেন মহান। এ বিষয়ে মহান লেখেন, ‘আমি বসে গিটার বাজাতে পারবো তাই স্টুডিওতে কাজ করব। নতুন ইন্সট্রুমেন্টাল রিলিজ করব। কাজেই মিউজিক থেকে সরে যাওয়ার কোনো কারণ নাই।’
অর্থহীন থেকে মহানের বিদায়ে আবেগ আপ্লুত হয়ে পড়ছেন অর্থহীনের দলনেতা বেজবাবা সুমন। ফেসবুকে তিনি লেখেন, ‘বিদায় মহান। আজ (শনিবার) স্টেজে চোখের পানি আটকে রাখতে পারলাম না তোমার জন্য। কাঁদিয়ে ছাড়লা আমাকে। দ্রুত সুস্থ হয়ে ওঠো।’

অর্থহীন ব্যান্ডের সঙ্গে আট বছরের যাত্রা শেষ করলেন গিটারিস্ট মহান ফাহিম। গত শনিবার ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্ট শেষে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে অর্থহীন থেকে বিদায়ের ঘোষণা দেন তিনি।
ফেসবুক মহান ফাহিম লেখেন, ‘অর্থহীনের সঙ্গে আমার ৮ বছরের যাত্রা শেষ হল গতকাল। গত এপ্রিল মাসে আমার সার্ভাইকাল স্পাইনের একটা ডিস্ক স্লিপ করে। এমআরআইতে তা ধরা পরে, যার কারণে আমার বাম হাতে প্রচণ্ড ব্যথা অনুভব শুরু করি। ডাক্তার আমাকে বিশ্রাম নিতে বলেছেন। দাঁড়িয়ে গিটার বাজানো বা ভারী কিছু বহন করতে নিষেধ করেছেন। তাই এই অপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়েছে।’
অর্থহীন ব্যান্ডের সদস্যদের মিস করবেন জানিয়ে মহান লেখেন, ‘সুমন ভাই, মার্ক, জাহিনের সঙ্গে স্টেজে পারফরম্যান্স অনেক মিস করব। অর্থহীনের সফলতা কামনা করছি। অর্থহীনে থাকাকালীন যেই মানুষগুলো শো এবং বিভিন্ন সময় আমাদের সাহায্য করেছে, যেমন আমাদের ম্যানেজার টিটো ভাই, সাউন্ড ইঞ্জিনিয়ার মিঠু ভাই, আমাদের অর্থহীনের ইন্সট্রুমেন্ট ক্যারি এবং দেখাশোনা করার জন্য যতজন রোডি ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।’
দাঁড়িয়ে না পারলেও বসে গিটার বাজাতে পারবেন বলে জানান তিনি। তাই স্টুডিওতে কাজ চালিয়ে যাবেন মহান। এ বিষয়ে মহান লেখেন, ‘আমি বসে গিটার বাজাতে পারবো তাই স্টুডিওতে কাজ করব। নতুন ইন্সট্রুমেন্টাল রিলিজ করব। কাজেই মিউজিক থেকে সরে যাওয়ার কোনো কারণ নাই।’
অর্থহীন থেকে মহানের বিদায়ে আবেগ আপ্লুত হয়ে পড়ছেন অর্থহীনের দলনেতা বেজবাবা সুমন। ফেসবুকে তিনি লেখেন, ‘বিদায় মহান। আজ (শনিবার) স্টেজে চোখের পানি আটকে রাখতে পারলাম না তোমার জন্য। কাঁদিয়ে ছাড়লা আমাকে। দ্রুত সুস্থ হয়ে ওঠো।’

একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন ডলি জহুর। মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকটা অভিমান থেকেই ২০১১ সালে সরে আসেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমা থেকে ছিলেন দূরে। সিনেমায় আর কাজ
৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোট দানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ১০টায়। ১৩ জানুয়ারি
৭ মিনিট আগে
নেটফ্লিক্সের সিরিজ ‘অ্যাডোলেসেন্স’ গত বছর হইচই ফেলে দিয়েছিল বিশ্বজুড়ে। ১৩ বছর বয়সী এক স্কুলপড়ুয়ার হাতে তার সহপাঠী খুন হওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে সিরিজটি। তবে অ্যাডোলেসেন্সের উদ্দেশ্য ছিল, এই সময়ের কিশোরদের মনস্তত্ত্বের অনুসন্ধান। এই ব্রিটিশ সিরিজ সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কত নীরবে কত ভয়ংকর
১৫ মিনিট আগে
কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
১ দিন আগে