দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি মাস থেকে আবার কনসার্ট শুরু হয়েছে। ১ অক্টোবর রাজধানীতে ‘কফি কার্নিভাল’ নামে বড় আয়োজনের কনসার্ট করে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন। শিরোনামহীন, আর্টসেল, নেমেসিসসহ দেশের শীর্ষ কয়েকটি ব্যান্ড অংশ নেয় এ কনসার্টে। প্রথম দিনেই টিকিট শেষ হয়ে যাওয়ার মতো ঘটনা, দর্শকদের উপচেপড়া ভিড় আয়োজকদের আন্দোলিত করেছে।
সংগীতপ্রেমীদের জন্য এবার আরেকটি সুখবর। ২০১৯ সালের পর আবারও শহরে আসছে রকফেস্ট। ওই বছর স্কাই ট্র্যাকার লিমিটেড ১০টি ব্যান্ড নিয়ে প্রথমবারের মতো রকফেস্টের আয়োজন করেছিল। করোনার কারণে গত বছর আয়োজনটি হয়নি। করোনার প্রকোপ কমে আসায় চলতি বছরের ডিসেম্বর মাসে দ্বিতীয়বারের মতো রকফেস্ট আয়োজনের জন্য জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে স্কাই ট্র্যাকার।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা দোজা এলান বলেন, ‘ব্যান্ডসংগীতের অন্যতম ধারা রক মিউজিক। বাংলাদেশের তরুণদের কাছে এই ধারা ভীষণ জনপ্রিয়। প্রথমবারের মতো রকফেস্ট আয়োজন করে ভীষণ সাড়া পেয়েছিলাম। এবারও দেশের কিছু আন্ডারগ্রাউন্ড ব্যান্ড নিয়ে রকফেস্টের দ্বিতীয় আয়োজন নিয়ে আসছি। এর মধ্যে ব্যান্ড ও শিল্পীদের সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। কিছুদিনের মধ্যে অংশগ্রহণকারীদের চূড়ান্ত তালিকা জানাতে পারব।’
এবারের রকফেস্টে আগের চেয়ে ব্যাপক আয়োজন থাকবে। তবে কনসার্টের ভেন্যু ও তারিখ আরও কিছুদিন পর নিশ্চিত করবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

দক্ষিণ কোরিয়ার বিনোদন অঙ্গনে আবারও নেমে এল শোকের ছায়া। জনপ্রিয় কোরিয়ান গায়িকা মো সু-জিন মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন। তাঁর পরিবার মৃত্যুর কারণ প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর এজেন্সি ‘প্যানিক বাটন’ এক বিবৃতিতে এই দুঃসংবাদ নিশ্চিত করেছে।
৭ ঘণ্টা আগে
বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক নতুন ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’। আজ ৩০ জানুয়ারি রাত ৯টায় প্রচারিত হবে অনুষ্ঠানটির প্রথম পর্ব। উপস্থাপনায় রশিদ সাগর। একক গান, লোকগান, পুঁথিপাঠ, নাচ, নাটিকা, নৃত্যনাট্য, তারকা আড্ডাসহ নানা বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। প্রতি মাসেই ম্যাগাজিন অনুষ্ঠানটির নতুন
১০ ঘণ্টা আগে
বর্তমান যুগ যেখানে অবিরাম কাজ, ক্রমাগত কন্টেন্ট উৎপাদন এবং সারাক্ষণ নিজেকে জাহির করার নেশায় মত্ত, সেখানে দাঁড়িয়ে হুট করে ‘না’ বলাটা অনেকটা বৈপ্লবিক সিদ্ধান্তের মতো শোনায়। ঠিক এই কাজটিই করে দেখালেন ভারতীয় সংগীত জগতের রাজপুত্র অরিজিৎ সিং এবং জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান জাকির খান।
১৩ ঘণ্টা আগে
গতকাল নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসর। এবারের আসরে জায়গা করে নিয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের রাজনৈতিক থ্রিলার ‘মাস্টার’। উৎসবের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা বিভাগ বিগ স্ক্রিন কম্পিটিশনে লড়বে সিনেমাটি।
১৯ ঘণ্টা আগে