
নূর হোসেন হীরার প্রযোজনায় আরটিভির ফোক স্টেশন ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ইউটিউবে একাধিক শিল্পী অতিক্রম করেছেন কোটি ভিউস। ১৭ সেপ্টেম্বর শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটে শুরু হচ্ছে সম্পূর্ণ নতুন ভাবে ফোক স্টেশন সিজন-৪। প্রথম পর্বের শিল্পী হিসেবে গান পরিবেশন করবেন নবনীতা চৌধুরী।
প্রতি শুক্রবার আরটিভির পর্দায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।
নবনীতা চৌধুরী সাংবাদিকতা থেকে সঞ্চালনায় দক্ষতার প্রমাণ রেখেছেন। রাজনৈতিক কড়া আলাপে যাকে দেখা গেছে টিভি পর্দায়। সেই তাকেই শ্রোতারা আবিষ্কার করেন উল্টো স্রোতে—সুমিষ্ট সুরেলা গানে।

নূর হোসেন হীরার প্রযোজনায় আরটিভির ফোক স্টেশন ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ইউটিউবে একাধিক শিল্পী অতিক্রম করেছেন কোটি ভিউস। ১৭ সেপ্টেম্বর শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটে শুরু হচ্ছে সম্পূর্ণ নতুন ভাবে ফোক স্টেশন সিজন-৪। প্রথম পর্বের শিল্পী হিসেবে গান পরিবেশন করবেন নবনীতা চৌধুরী।
প্রতি শুক্রবার আরটিভির পর্দায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।
নবনীতা চৌধুরী সাংবাদিকতা থেকে সঞ্চালনায় দক্ষতার প্রমাণ রেখেছেন। রাজনৈতিক কড়া আলাপে যাকে দেখা গেছে টিভি পর্দায়। সেই তাকেই শ্রোতারা আবিষ্কার করেন উল্টো স্রোতে—সুমিষ্ট সুরেলা গানে।

কথা ছিল গত ডিসেম্বরে শুরু হবে শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমার শুটিং। তবে নির্ধারিত শিডিউলে ক্যামেরা ওপেন করতে পারেননি নির্মাতা আবু হায়াত মাহমুদ। গত সপ্তাহে গুঞ্জন ছড়ায়, ঠিক সময়ে কাজ শুরু করতে না পারায় রোজার ঈদে আসবে না প্রিন্স। প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ...
১৭ ঘণ্টা আগে
জনপ্রিয় দক্ষিণি নির্মাতা প্রিয়দর্শনের মেয়ে কল্যাণী প্রিয়দর্শন। ২০১৭ সালে তেলুগু সিনেমা ‘হ্যালো’ দিয়ে অভিনয় শুরু করেন তিনি। এই আট বছরে এক ডজনের বেশি তেলুগু, তামিল ও মালয়ালম সিনেমায় দেখা গেছে তাঁকে। শুরু থেকেই গল্প ও চরিত্রের ব্যাপারে ভীষণ চুজি তিনি। সেই ধৈর্যের ফল কল্যাণী পেয়েছেন গত বছর।
১৯ ঘণ্টা আগে
সুমন ধরের পরিচালনায় ‘শেষ চিঠি’ ও ‘ফেরা’ নামের দুটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। আবারও এই নির্মাতার নতুন কাজে যুক্ত হয়েছেন দীঘি। ডার্ক থ্রিলার গল্পে নির্মিত এই ওয়েব ফিল্মে দীঘি ছাড়াও আছেন ইরফান সাজ্জাদ ও আশনা হাবিব ভাবনা।
১৯ ঘণ্টা আগে
কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’ সিনেমা দিয়ে বিরতি কাটিয়ে বড় পর্দায় ফিরছেন অপু বিশ্বাস। থ্রিলার ঘরানার এ সিনেমার শুটিং শুরু হয়েছে গত ডিসেম্বরে। এতে অপুর নায়ক আবদুন নূর সজল। গতকাল সোশ্যাল মিডিয়ায় দুর্বার সিনেমার নতুন পোস্টার প্রকাশ করে নির্মাতা জানান, আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দুর্বার।
১৯ ঘণ্টা আগে